Khusdil Shah Controversy: 'পাকিস্তানকে গালাগালি দিলে...', খুশদিলকে নিয়ে চাঞ্চল্য়কর মন্তব্য প্রাক্তন ক্রিকেটারের

Khusdil Shah: এই বিতর্কে এবার ঘৃতাহুতি করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। তাঁর দাবি, দর্শকরাই প্রথমে গালাগালি দেন। এরপর খুশদিলের রক্ত গরম হয়ে যায়।

Khusdil Shah: এই বিতর্কে এবার ঘৃতাহুতি করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। তাঁর দাবি, দর্শকরাই প্রথমে গালাগালি দেন। এরপর খুশদিলের রক্ত গরম হয়ে যায়।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Khusdil Shah

ঝামেলায় জড়িয়ে পড়ছেন খুশদিল শাহ

টি-২০ সিরিজে লজ্জাজনক পরাজয়ের পর শনিবার (৫ এপ্রিল) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও হেরে গিয়েছে পাকিস্তান। সিরিজের তৃতীয় তথা অন্তিম ওয়ানডে ম্য়াচে ৪৩ রানে হার স্বীকার করেছে 'মেন ইন গ্রিন'। এই হতাশার পারফরম্য়ান্সের পর পাকিস্তানের (Pakistan Cricket Team) মাথাব্যথা বাড়িয়েছেন খুশদিল শাহ (Khusdil Shah)। ম্যাচের শেষে তিনি আফগান দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছেন। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায়, খুশদিল দর্শকদের মারতে উদ্যত হন। 

Advertisment

এই বিতর্কে এবার ঘৃতাহুতি করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। তাঁর দাবি, দর্শকরাই প্রথমে গালাগালি দেন। এরপর খুশদিলের রক্ত গরম হয়ে যায়। প্রসঙ্গত, পাকিস্তানের ৩০ বছর বয়সি অলরাউন্ডার খুশদিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজে একটাও ম্য়াচ খেলেননি। 

'ব্যাট দিয়ে মেরে দিত খুশদিল'

রবিবার একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া ইন্টারভিউয়ে বাসিত আলি বললেন, 'খুশদিলের ওই ঘটনার ব্যাপারে যতটুকু জানতে পেরেছি, সেই ব্যাপারে বলতে পারি যে দুই পাঠানের মধ্য়ে লড়াই হয়েছে। দর্শক আসন থেকে ক্রিকেটারদের গালাগালি দেওয়া হচ্ছিল। আর সবাই চুপ করে বসেছিল। খুশদিল একটাও ম্য়াচ খেলতে না পারার কারণে মনে মনে বেজায় চটে ছিল। ওর মাথা এমনিতে গরমই থাকে। যখন একজন পাঠান পাকিস্তানিকে গালাগালি দেয়, তখন সেটার জবাব দেওয়াই উচিত। সাধারণত সমর্থকরা এমন কাণ্ড ঘটান। ক্রিকেটারদের এমন কাণ্ডকারখানা একেবারে মানায় না।'

Advertisment

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'এই ঝামেলা যে শেষপর্যন্ত আটকানো গেছে, সেটাই অনেক। খুশদিলকে আটকানো না গেলে ও ব্যাট দিয়ে মারতেও কুণ্ঠাবোধ করবে না। কেরিয়ার নিয়ে ওর কোনও মাথাব্যথা নেই। মোদ্দা কথা, দেশকে কেউ অপমান করলে ও ছেড়ে কথা বলে না। সেটা নিউজিল্য়ান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা কিংবা ইংল্যান্ড হোক। ক্রিকেটারদের পারফরম্য়ান্স নিয়ে আলোচনা করা উচিত। দেশকে অপমান করা কখনই উচিত নয়।'

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও দেওয়া হয়েছে বিবৃতি

সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হল, এই ঘটনার তীব্র নিন্দা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট দলের অভিযোগের পর ওই আফগান দর্শকদের মাঠ থেকে বের করে দেওয়া হয়। একটি বিবৃতিতে পিসিবি জানিয়েছে, 'পাকিস্তান বিরোধী স্লোগান দেওয়ার কারণে ক্রিকেটার খুশদিল শাহ হস্তক্ষেপ করে। প্রথমে খুশদিল দর্শকদের অনুরোধ করেছিলেন, যাতে তাঁরা এমনটা না করেন। কিন্তু, আফগান দর্শকরা তো থামেননি, উলটে পুস্তু ভাষায় গালাগালি দেয়। চোখের নিমেষে গোটা পরিস্থিতি একেবারে বদলে যায়। ইতিপূর্বে, পাকিস্তান এবং আফগান দর্শকদের মধ্যে এমন ঘটনার কথা শোনা গিয়েছিল।'

Khusdil Shah Pakistan Cricket Team