Kieron Pollard New Record in T20 Cricket: টি-২০ ক্রিকেটে 'ইতিহাস' কায়রন পোলার্ডের, গোটা বিশ্বে মাত্র ১ ক্রিকেটারই গড়েছেন এই রেকর্ড!

Kieron Pollard Record: ত্রিনবাগো নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড টি-২০ ক্রিকেটে এক নয়া ইতিহাস কায়েম করলেন। মাত্র ১৯ রান করতে না করতেই পোলার্ডের টি-২০ ক্রিকেট ঝুলিতে জমা পড়ল একটি অনন্য় রেকর্ড।

Kieron Pollard Record: ত্রিনবাগো নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড টি-২০ ক্রিকেটে এক নয়া ইতিহাস কায়েম করলেন। মাত্র ১৯ রান করতে না করতেই পোলার্ডের টি-২০ ক্রিকেট ঝুলিতে জমা পড়ল একটি অনন্য় রেকর্ড।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kieron Pollard

ক্যারিবিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ড

Kieron Pollard: ২০২৫ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (CPL 2025) ষোড়শ ম্য়াচে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং বার্বাডোজ রয়্যালস খেলতে নেমেছিল। এই ম্য়াচে ত্রিনবাগো নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড টি-২০ ক্রিকেটে এক নয়া ইতিহাস কায়েম করলেন। মাত্র ১৯ রান করতে না করতেই পোলার্ডের টি-২০ ক্রিকেট ঝুলিতে জমা পড়ল একটি অনন্য় রেকর্ড। এই ম্য়াচে তাঁর দল ৭ উইকেটে জয়লাভ করেছে।

Advertisment

Kieron Pollard-Rashid Khan: ১ বার নয়, ২ বার নয়, টানা পাঁচ ছক্কা! রশিদ খানের বলের চামড়া গুটিয়ে ধুন্ধুমার পোলার্ডের, দেখুন ভিডিও

ইতিহাস গড়লেন কায়রন পোলার্ড

এই ম্য়াচে ব্যাট করতে নেমে কায়রন পোলার্ড মাত্র ৯ বলে জোড়া চার এবং একটি ছক্কার দৌলতে অপরাজিত ১৯ রানের একটি ইনিংস খেলেন। এই ১৯ রান করতে না করতেই কায়রন পোলার্ড টি-২০ ক্রিকেটে ১৪ হাজার রান করা বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম লেখালেন। প্রসঙ্গত, ৭১২ ম্য়াচে পোলার্ড এই মাইলফলক স্পর্শ করেছেন। এরমধ্যে একটি সেঞ্চুরি এবং ৬৪ হাফসেঞ্চুরি রয়েছে। এর পাশাপাশি টি-২০ ক্রিকেটে বল হাতে তিনি ৩৩২ উইকেট শিকার করেছেন। সর্বাধিক রান করার তালিকায় শীর্ষস্থানে রয়েছেন প্রাক্তন ক্যারিবিয়ান ব্যাটার ক্রিস গেইল। ক্রিস গেইল টি-২০ ক্রিকেটে ১৪ হাজার ৫১২ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্য়াট থেকে ২২ সেঞ্চুরি এবং ৮৮ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। বল হাতে তিনি ৮৮ উইকেট শিকার করেছেন।

Advertisment

Kieron Pollard-Hardik Pandya: হতাশ, ক্ষুব্ধ, গা চড়চড় করছে! ধোনির হাতে ছক্কার হ্যাটট্রিক হজম করা হার্দিককে মুখ খুললেন পোলার্ড

টি-২০ ক্রিকেটে সর্বাধিক রান করার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার অ্য়ালেক্স হেলস। তিনি ৫০৮ ম্য়াচে মোট ১৩,৯৫০ রান করেছেন। এরমধ্যে ৭ সেঞ্চুরি এবং ৮৮ হাফসেঞ্চুরি রয়েছে।

Kieron Pollard : আম্বানির ছেলের বিয়েতে আমন্ত্রণ পেয়েই পাকিস্তান ছাড়লেন তারকা! বিরাট বিপদে PSL ফ্র্যাঞ্চাইজি

৭ উইকেটে ম্য়াচ জিতল ত্রিনবাগো নাইট রাইডার্স

এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে বার্বাডোজ রয়্যালস ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে। বার্বাডোজ রয়্য়ালসের হয়ে ব্যাট করতে নেমে শেরফান রাদারফোর্ড সর্বাধিক ৪৫ রান করেছেন। এছাড়া কাদিম ৪১ এবং রোভম্য়ান পাওয়েল ৩১ রান করেন। এরপর ব্যাট করতে নামে ত্রিনবাগো নাইট রাইডার্স। ১৭.৫ ওভারে তিন উইকেট হারিয়েই কাঙ্খিত টার্গেট হাসিল করে ফেলে। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ব্যাট করতে নেমে কলিন মুনরো ৬৭ এবং নিকোলাস পুরান ৬৫ রান করেন।

CPL 2025 Kieron Pollard