কৃষক বিদ্রোহে আগেই প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন বিজেন্দর সিং, শুভমান গিল, যোগীন্দর সিং থেকে দ্য গ্রেট খালি-র মত তারকা এথলিটরা। এবার সেই তালিকায় নাম লেখালেন কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেটার মনদীপ সিং।
কেন্দ্রীয় সরকার তিনটে কৃষি বিল পাস করে মাস তিনেক আগে। তারপরেই হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের কিছু অংশের কৃষকরা ক্ষোভ জানিয়ে আসছিল। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে দিল্লি-হরিয়ানার সিংঘু বর্ডারে হাজার হাজার কৃষক জড়ো হতে থাকে। কেন্দ্রীয় সরকারের উপর প্রতিদিনই চাপ বেড়াচ্ছিলেন কৃষকরা।
আরো পড়ুন: ‘হিন্দুরা বেইমান’, হিন্দুদের জন্য বিষ ওগড়ালেন যুবির বাবা, ভিডিও দেখুন
এবার সেই বিদ্রোহে যোগ দিলেন ক্রিকেটার মনদীপ সিং। পাঞ্জাব থেকে সিংঘু বর্ডারে ভাই হরবিন্দর সিংকে নিয়ে চলে এসেছেন মনদীপ। যোগ দিয়েছেন কৃষকদের মিছিলে। এই প্রতিবাদ নিয়ে বলতে গিয়েই মনদীপ জানিয়ে দিয়েছেন, যেভাবে প্রতিবাদরত কৃষকদের সঙ্গে ব্যবহার করা হচ্ছে, তাতে তিনি যারপরনাই অসন্তুষ্ট। দ্রুত এই বিষয়ের সমাধান দাবিও করেছেন তিনি।
Waheguru mehar kari! Sab jaldi theek hove ???????????????? #FarmersProtest #Tractor2Twitter #NoFarmersNoFood pic.twitter.com/Ja7OIjDRj8
— Mandeep Singh (@mandeeps12) December 9, 2020
টাইমস অফ ইন্ডিয়াকে মনদীপ জানান, "কনকনে ঠান্ডায় যে বয়স্ক কৃষকরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন, তাদের প্রতি সমর্থন জানাতেই এসেছি। যে পরিবেশে ওঁরা রয়েছেন, তা সত্যি হৃদয়বিদারক। ট্রাক্টরই ওদের ঘর হয়ে দাঁড়িয়েছে। যদিও ওঁরা কোনো অভিযোগ করছেন না। হাসিমুখে সব সয়ে চলেছেন। ওদের স্পিরিটকে আমার কুর্নিশ। এটা আমার কাছে অন্যরকম এক অভিজ্ঞতা হয়ে থাকল।"
এরপরে মনদীপ আরো বলেছেন, "গোটা দেশের চালিকাশক্তি কৃষকরা। এই ইস্যু দ্রুত সমাধান হওয়া প্রয়োজন।" আইপিএলে খেলার সময়েই পিতার মৃত্যু সংবাদ পেয়েছিলেন মনদীপ। তারপরেই কেকেআরের বিরুদ্ধে ৬৬ রানের দুরন্ত ইনিংস খেলে কিংসদের জিটিয়েছিলেন। মনদীপ জানালেন, তাঁর বাবা বেঁচে থাকলে তিনিও কৃষকদের এই বিদ্রোহ সমর্থন করতেন। মনদীপ বলেছেন, "আমার বাবা বেঁচে থাকলে তিনিও এই বিদ্রোহে অংশ নিতেন। আমরা নিজেদের কর্তব্য করেছি। উনি নিশ্চয় ছেলেদের জন্য গর্বিত হতেন।"
কৃষি বিল নিয়ে চলতি বিতর্কের মধ্যেই জাতীয় দলের বক্সিং কোচ গুরবক্স সিং সান্ধু নিজের দ্রোনাচার্য পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ডিসেম্বরের ৩ তারিখে কৃষকদের পাশে থাকার বার্তা দিতে বিজেপির একসময়ের জোটসঙ্গী শিরোমণি আকালি দলের প্রধান প্রকাশ সিং বাদল পদ্মবিভূষণ পুরস্কার ফিরিয়ে দেন। সেই কান্ড ঘটান রাজ্যসভার সদস্য সুখদেব সিং ধিন্দসাও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন