Advertisment

Virat Kohli: জয় শাহ মাথামোটা, কোহলিকেই বাদ দিতে চাইছেন বিশ্বকাপে! ভয়ানক বোমা এবার তৃণমূলের বিশ্বকাপজয়ী তারকার

Kirti Azad on Jay Shah: ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য কীর্তি জানিয়েছেন, জয় শাহ যা চান, রোহিত শর্মা সেটা চান না। তিনি বরং উলটোটা চান। টিম ইন্ডিয়ার অধিনায়ক যে কোনও মূল্যে ভারতের টি২০ বিশ্বকাপ দলে বিরাট কোহলিকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Jay Shah

Virat Kohli-Jay Shah: কীর্তি জানিয়েছেন, জয় শাহ যা চান, রোহিত শর্মা সেটা চান না। তিনি বরং উলটোটা চান। (টুইটার)

Kirti Azad on Jay Shah planning to keep Virat Kohli out of t20 World cup squad: জয় শাহ মাথামোটা। টি২০ বিশ্বকাপে কোহলিকেই কি না বাদ দিতে চাইছেন! এবার ভয়ানক বোমা ফাটালেন তৃণমূলের বিশ্বকাপজয়ী তারকা কীর্তি আজাদ। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য কীর্তি জানিয়েছেন, জয় শাহ যা চান, রোহিত শর্মা সেটা চান না। তিনি বরং উলটোটা চান। টিম ইন্ডিয়ার অধিনায়ক যে কোনও মূল্যে ভারতের টি২০ বিশ্বকাপ দলে বিরাট কোহলিকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

Advertisment

এক্ষেত্রে দলের অধিনায়কের দাবি অন্তত বিসিসিআই মেনে নেবে, এমনটাই আশা প্রকাশ করেছেন কীর্তি। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূলের এই প্রার্থী জানিয়েছেন, তাঁর আশা যে জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত টি২০ বিশ্বকাপে কোহলি থাকবেন। আর, দল নির্বাচনের সময় কোহলির নামও ঘোষণা করা হবে।

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার কীর্তি আজাদ যাই বলুন না কেন, অনেকে ক্রিকেট অনুরাগীই বিশ্বাস করেন যে বিরাট কোহলি ২০২২-এ তাঁর শেষ টি২০ বিশ্বকাপ খেলে ফেলেছেন। অধিনায়ক রোহিত শর্মার ক্ষেত্রেও এমনটাই ধারণা ছিল। কিন্তু, জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে খেলে রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই নিজেদের প্রমাণ করেছেন। আর, তারপরই রোহিত শর্মাই টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক হতে চলেছেন বলেই মনে করেন ক্রিকেট অনুরাগীরা।

এই পরিস্থিতিতে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে কোহলিকে টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে চাইছেন না বিসিসিআই সচিব জয় শাহ। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ এড়িয়ে গিয়েছেন কোহলি। সন্তানের জন্মের সময় পরিবারের পাশে থাকতেই তিনি ইংল্যান্ড সিরিজে খেলব বলেও খেলেননি। যার কারণে কোহলির ওপর ভীষণ ক্ষুব্ধ বিসিসিআই সচিব। সম্প্রতি, টেস্ট ম্যাচ খেলতে না চাওয়ায় ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারের সঙ্গে বার্ষিক চুক্তি ছিন্ন করেছে বিসিসিআই। তার মধ্যে শ্রেয়স আবার ভারতীয় ক্রিকেটের শক্তিশালী লবি মুম্বইয়ের খেলোয়াড়।

কিন্তু, শ্রেয়স বা ঈশানের সহ্গে কোহলির কোনও তুলনাই হয় না। কারণ, বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি খেলোয়াড়। আর, সেই কারণেই আসন্ন টি২০ বিশ্বকাপে বিরাটকে মেন-ইন ব্লু স্কোয়াড থেকে বাদ দেওয়া হতে পারে, এমন খবর মানতে চাননি বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি। তিনি জানিয়েছেন, ভারত অধিনায়ক রোহিত শর্মা, 'যে কোনও মূল্যে' কোহলিকে ভারতীয় দলে নেওয়ার দাবি জানিয়েছেন।

এর আগে সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল মে মাসে একটি অস্থায়ী স্কোয়াড তৈরির সময় কিছু কঠিন সিদ্ধান্ত নিতে পারে। যার অংশ হিসেবে টি২০ বিশ্বকাপ থেকে কোহলিকে বাদ দেওয়া হতে পারে। কারণ, টি২০ ক্রিকেটে কোহলির পারফরম্যান্স মোটেই আহামরি নয়।

আর, এই প্রসঙ্গেই কীর্তি আজাদের বক্তব্য, 'কেন জয় শাহ কোহলিকে বাদ দেওয়ার কথা বলবেন?, তিনি তো নির্বাচক নন। জয় শাহ অজিত আগরকরকে দায়িত্ব দিয়েছেন, যাতে অন্য নির্বাচকদের সঙ্গে কথা বলেন। যাতে, বিরাট কোহলিকে টি২০ দলে না নেওয়া হয়। এই বোঝানোর জন্য সময়ও বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু, সূত্রের খবর যে আগরকর নিজে সেটা মানতে পারেননি। অন্য নির্বাচকদেরও বোঝাতে পারেননি। রোহিত শর্মার সঙ্গেও জয় শাহ এনিয়ে কথা বলেছিলেন। কিন্তু, রোহিত পরিষ্কার বলে দিয়েছেন যে, যেকোনও মূল্যে কোহলিকে টিমে দরকার।'

আরও পড়ুন- IPL না থাকলে দেনায় বিকিয়ে যেত পরিবার! লজ্জা না করে নিজের অর্থকষ্ট সামনে আনলেন টিম ইন্ডিয়া সুপারস্টার

২০২২ সালের টি২০ বিশ্বকাপে ভারতীয় দল সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। সেই দলে রোহিত আর কোহলি দুজনেই ছিলেন। তারপরই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে টি২০ টুর্নামেন্টে ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছিল। কিন্তু, ২০২৩-এর একদিনের বিশ্বকাপে কোহলি এবং রোহিত দুর্দান্ত খেলেছেন। কোহলি করেছেন ৭৬৫ রান। আর, রোহিত করেছেন ৫৯৭ রান। এরপর হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে জানুয়ারি মাসে ঘরের মাঠে আফগানিস্তানকে মেন-ইন ব্লু ৩-০ ব্যবধানে হারায়। এই দলের নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা। তারপরই জয় শাহ নিশ্চিত করেছিলেন যে রোহিতই চলতি বছরের শেষের দিকে টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন।

Cricket News Jay Shah BCCI tmc Indian Cricket Team
Advertisment