উত্তেজনায় নিজেকে সামলাতে পারেননি। তবে মালয়ালি এক ফুটবল ধারাভাষ্যকারের অতি উত্তেজনার বশে করে ফেলা তাঁর বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেরালা ব্লাস্টার্সের হয়ে চলতি মরশুমে আইএসএল খেলা তারকা ইভান কলিউজনির সাক্ষাৎকার নিচ্ছিলেন ধারাভাষ্যকার সাইজু দামদরোন। সেই সাক্ষাৎকারের সময়েই ইভানের পায়ে হালকা চাপড় মেরে চুম্বন করে বসেন সাইজু।
এরপরই কেরালার ফুটবল সমর্থকরা গোটা রাজ্যকে অপমান করার অভিযোগে সরব হয়ে ওঠেন। বিদেশি এক ফুটবলারের পায়ে চুম্বন করে গোটা মালয়ালি সম্প্রদায়কেই তিনি যে অসম্মান করেন, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে যায়।
নভেম্বরের ১৩ তারিখে এফসি গোয়ার বিরুদ্ধে ইভান কালিউজনির গোল করেছিলেন। তারপরেই এক ইউটিউব চ্যানেলের হয়ে সাক্ষাৎকার নিতে হাজির ছিলেন দামোদরন। সেই ভিডিও সাক্ষাৎকার-ও ভাইরাল হয়ে যায় দামোদরনের অদ্ভুত কীর্তিতে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, দামোদরনের কোলে পা তুলে বসে রয়েছেন ইভান। তারপরেই ইভানের পায়ে হালকা চাপড় আর চুম্বনের পরে বিতর্কিত ধারাভাষ্যকার বলে দেন, “এটা শুধু আমার চুম্বন নয়, গোটা কেরালার চুম্বন। গোটা রাজ্য তোমার পায়ের কাছে কৃতজ্ঞ।”
নিজের ট্রেডমার্ক স্টাইলে দামোদরন বারবার বলতে থাকেন, গোটা রাজ্যের এটা চুম্বন। এতেই ক্ষিপ্ত কেরালার ফুটবল সমর্থকদের বক্তব্য, কারোর পায়ে চুম্বন করা ব্যক্তিগত বিষয়। তবে বারবার রাজ্যকে টেনে এনে উনি কেরালা তো বটেই পুরো মালয়ালি সম্প্রদায়কেই অসম্মান করেছেন। চরম বিতর্কের মধ্যেই দামোদরনের পাল্টা কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।