২১ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ রানের নজির

নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটার অ্যামেলিয়া কারের ব্যাটে ভাঙল ২১ বছরের পুরনো রেকর্ড। ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি অপরাজিত ২৩২ রানের ইনিংস খেলেলন। টপকে গেলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন বেলিন্ডা ক্লার্ককে।

নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটার অ্যামেলিয়া কারের ব্যাটে ভাঙল ২১ বছরের পুরনো রেকর্ড। ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি অপরাজিত ২৩২ রানের ইনিংস খেলেলন। টপকে গেলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন বেলিন্ডা ক্লার্ককে।

author-image
IE Bangla Web Desk
New Update
Amelia Kerr

অ্যামেলিয়া কার

নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটার অ্যামেলিয়া কারের ব্যাটে ভাঙল ২১ বছরের পুরনো রেকর্ড। ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি অপরাজিত ২৩২ রানের ইনিংস খেলেলন। টপকে গেলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন বেলিন্ডা ক্লার্ককে।

Advertisment

১৯৯৭-এর ডিসেম্বরে ডেনমার্কের বিরুদ্ধে মুম্বইতে ১৫৫ বলে ২২৯ করেছিলেন বেলিন্ডা। এতদিন এটাই ছিল মহিলাদের ওয়ান-ডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান। বেলিন্ডার নাম মুছে রেকর্ড বইয়ে নিজের নাম লেখালেন অ্যামেলিয়া। ঘটনাচক্রে বেলিন্ডা যখন এই রেকর্ড করেছিলেন তখন অ্যামেলিয়া জন্মানওনি।

Advertisment

১৭ বছরের অ্যামেলিয়া নিউজিল্যান্ডের হয়ে ইনিংস ওপেন করতে নেমে ১৪৫ বলে ২৩২ রান করেন। ৩১টি চার ও দু’টি ছয়ের সৌজন্যে নিজের ইনিংস সাজান তিনি। তাঁর চওড়া ব্যাটে ভর করেই হোয়াইট ফার্নসরা তিন উইকেট হারিয়ে ৫০ ওভারে ৪৪০ রান তোলে। অ্যামেলিয়া ২০১৬-তে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক করেন। দেশের জার্সিতে ১৯টি ওয়ান-ডে ও ন’টি টি-২০ খেলছেন। এই ম্যাচের আগে অ্যামেলিয়ার সর্বোচ্চ স্কোর ছিল ৮১। এটাই ছিল একমাত্র তার ফিফটি প্লাস স্কোর। ৩১টি ওয়ান-ডে উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে।

Amelia Kerr