নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটার অ্যামেলিয়া কারের ব্যাটে ভাঙল ২১ বছরের পুরনো রেকর্ড। ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি অপরাজিত ২৩২ রানের ইনিংস খেলেলন। টপকে গেলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন বেলিন্ডা ক্লার্ককে।
১৯৯৭-এর ডিসেম্বরে ডেনমার্কের বিরুদ্ধে মুম্বইতে ১৫৫ বলে ২২৯ করেছিলেন বেলিন্ডা। এতদিন এটাই ছিল মহিলাদের ওয়ান-ডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান। বেলিন্ডার নাম মুছে রেকর্ড বইয়ে নিজের নাম লেখালেন অ্যামেলিয়া। ঘটনাচক্রে বেলিন্ডা যখন এই রেকর্ড করেছিলেন তখন অ্যামেলিয়া জন্মানওনি।
“Pretty special … My mind was clear – see ball hit ball … I had no idea of the record … I’ll watch some quality TV tonight – Love Island!”
???? Amelia Kerr full of insights and banter post her World-Record 232* ????#IREvNZ #NorthernTour pic.twitter.com/0A1Opr0cwp— WHITE FERNS (@WHITE_FERNS) June 14, 2018
১৭ বছরের অ্যামেলিয়া নিউজিল্যান্ডের হয়ে ইনিংস ওপেন করতে নেমে ১৪৫ বলে ২৩২ রান করেন। ৩১টি চার ও দু’টি ছয়ের সৌজন্যে নিজের ইনিংস সাজান তিনি। তাঁর চওড়া ব্যাটে ভর করেই হোয়াইট ফার্নসরা তিন উইকেট হারিয়ে ৫০ ওভারে ৪৪০ রান তোলে। অ্যামেলিয়া ২০১৬-তে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক করেন। দেশের জার্সিতে ১৯টি ওয়ান-ডে ও ন’টি টি-২০ খেলছেন। এই ম্যাচের আগে অ্যামেলিয়ার সর্বোচ্চ স্কোর ছিল ৮১। এটাই ছিল একমাত্র তার ফিফটি প্লাস স্কোর। ৩১টি ওয়ান-ডে উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে।