Advertisment

Saina Nehwal slammed: ক্রিকেটারদের চূড়ান্ত অপমান সাইনার, ব্যাডমিন্টন সুন্দরীকে পাল্টা হুমকি KKR তারকার

Badminton star Saina Nehwal: রঘুবংশী ২০২৪ সালের আইপিএল জয়ী কেকেআর দলের গুরুত্বপূর্ণ সদস্য।

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR, SAINA NEHWAL, কেকেআর, সাইনা নেহওয়াল

Droupadi Murmu-Saina Nehwal: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে ব্যাডমিন্টন খেলছেন সাইনা নেহওয়াল। (ছবি- টুইটার)

Saina Nehwal criticises Cricket: ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ক্ষমা চান। এমনই দাবি তুললেন এক কেকেআর তারকা। সোশ্যাল মিডিয়ায় সাইনার এক মন্তব্য ভাইরাল হওয়ার পর অনেক ক্রিকেটপ্রেমীই ব্যাডমিন্টন তারকার সমালোচনায় মুখর হয়েছেন। তাঁদেরই অন্যতম এই কেকেআর তারকা। সম্প্রতি এক পডকাস্টে সাইনা ক্রিকেট নিয়ে বেশি মাতামাতির বিরুদ্ধে মুখ খুলেছেন। সাইনা বলেছেন, অন্য খেলায় যতটা শারীরিক সক্ষমতার দরকার পড়ে, শারীরিক কসরতের দরকার পড়ে। ক্রিকেটে সেটা লাগে না।

Advertisment

এই ব্যাপারে নিখিল সিমহার পডকাস্টে সাইনা বলেছেন, 'মাঝেমাঝে আমার ভেবে দুঃখ লাগে যে, ক্রিকেট যাবতীয় আকর্ষণ টেনে নিয়ে যাচ্ছে। ক্রিকেটের কথা একবার ভাবুন! ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেনিসের মত অন্যান্য খেলায় কত শারীরিক পরিশ্রমের দরকার পড়ে। শ্বাস নেওয়ার সময় মেলে না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে দক্ষতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেখানে ক্রিকেট কি না, যাবতীয় আকর্ষণ টেনে নিয়ে চলে যাচ্ছে!'

সাইনা এই মন্তব্য করার পর সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় ওঠে। ক্রিকেটপ্রেমীরা ব্যাডমিন্টন কিংবদন্তির সমালোচনায় মুখর হন। তাঁদেরই অন্যতম কেকেআর তারকা আংঙ্গৃশ রঘুবংশী। তিনি পালটা সোশ্যাল মিডিয়ায় সানিয়ার সমালোচনা করেছেন। একইসঙ্গে রঘুবংশী বলেছেন, জসপ্রিত বুমরাহকে দেখলে কি সানিয়ার কী মনে হয়? রঘুবংশী লিখেছেন, 'বুমরাহ যখন ১৫০ কিলোমিটার গতিতে তাঁর মাথা লক্ষ্য করে বাউন্সার দেবেন, তখন সানিয়া কোথায় যাবেন?' এতেই থামেননি।

রঘুবংশী আরও পোস্ট করেছেন, 'আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আমার মন্তব্যটা অবশ্যই স্রেফ মজা করে বলা। কিন্তু, উলটোটাও দেখুন, আমার মনে হয় ওটাও একটা অপরিণতর মত মজা। আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি, ক্ষমা চাইছি।'

আরও পড়ুন- KKR চ্যাম্পিয়ন না হলেও কোচ হতেন গম্ভীর, আগে থেকেই ছিল ‘ফিক্সড’! বোর্ডের অন্দরমহলের বড় রহস্য ফাঁস

রঘুবংশী ২০২৪ সালের আইপিএল জয়ী কেকেআর দলের গুরুত্বপূর্ণ সদস্য। বছর ২০-র এই খেলোয়াড়কে কেকেআর নিলামে ২০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল। নীতীশ রানা আহত হওয়ায় পর কেকেআরের হয়ে ১০টি ম্যাচ খেলেছেন রঘুবংশী। মোট ১৬৩ রান করেছেন। গড় ২৩.২৯, স্ট্রাইক রেট ১৫৫.২৪। রঘুবংশী ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলেছেন। এ ক্যাটাগরির পাঁচটা ম্যাচ খেলেছেন। ২০২২ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রঘুবংশী।

KKR Kolkata Knight Riders Saina Nehwal BCCI Indian Cricket Team
Advertisment