Gautam Gambhir head coach: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর ভারতের প্রধান কোচের দায়িত্ব নিতে চলেছেন বলেই ধরা হচ্ছে। রাহুল দ্রাবিড় দলের সঙ্গে থাকাকালীনই গম্ভীরের নাম পরবর্তী প্রধান কোচের পদের দৌড়ে এগিয়ে ছিল। গম্ভীর ইতিমধ্যেই ভারতের মহিলা দলের প্রাক্তন কোচ ডব্লিউভি রমনের সঙ্গে প্রধান কোচ হওয়ার জন্য ইন্টারভিউ দিয়েছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি)-র সামনেও সাক্ষাৎকার দিয়েছেন। এই পরিস্থিতিতে ইডেন গার্ডেনে গম্ভীরের 'বিদায়' জানাতে আসা নিশ্চিত করেছে যে গম্ভীরই হবেন টিম ইন্ডিয়ার পরবর্তী প্রধান কোচ।
ইতিমধ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে গম্ভীর বিদায় জানাতে শুক্রবার ইডেন গার্ডেন স্টেডিয়ামে এসেছিলেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, 'এটা কোনও বড় ব্যাপার না। গম্ভীর তাঁর ভক্তদের বিদায়ী বার্তা দিতে ইডেন এসেছিলেন। সেই কারণেই তিনি ইডেনে একটি ভিডিও শ্যুটও করেছেন।' ভিডিওটি গম্ভীরের ব্যক্তিগত দলের লোকজন তুলেছে। এই ভিডিও শ্যুটের সঙ্গে গম্ভীরের আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স জড়িত নয়। ভিডিওটিতে বলা আছে- কেকেআরে গম্ভীরের যাত্রাপথ, আইপিএল ২০২৪ মরশুমে দলের মেন্টর হিসেবে তাঁর ভূমিকার কথা।
টিম ইন্ডিয়ার নতুন প্রধান কোচ হিসেবে গম্ভীরের অফিসিয়ালি নিয়োগের পরে ভিডিওটি প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই পরিস্থিতিতে তাই প্রশ্ন হল, বিসিসিআই কবে টিম ইন্ডিয়ার নতুন প্রধান কোচ ঘোষণা করবে? বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এর আগে নিশ্চিত করেছিলেন যে নতুন প্রধান কোচ টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কা সফরের দায়িত্বে থাকবেন। সেখানে তিনটি ওয়ানডে এবং তিনটি টি২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তার আগে ভারতীয় দল বর্তমানে জিম্বাবুয়ে সফরে রয়েছে। সেখানে অস্থায়ী কোচ হিসেবে গিয়েছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচ ভিভিএস লক্ষ্মণ। কারণ, ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের কার্যকালের মেয়াদ ২০২৪ সালের টি২০ বিশ্বকাপের পরেই শেষ হয়ে গিয়েছে।
আরও পড়ুন- মাঠে না নেমেই বিশ্বরেকর্ড খলিলের! মাথা চাপড়াতে হচ্ছে অদ্ভুত রেকর্ডে
কোচ বা মেন্টর হিসেবে গম্ভীরকে সাফল্যের আলোয় এনেছে কেকেআর। এই আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়ক হিসেবে খেলে গম্ভীর তাঁর দলকে দু'বার চ্যাম্পিয়ন করেছিলেন। এবার ছিলেন মেন্টরের ভূমিকায়। এবারও দলকে চ্যাম্পিয়ন করেছেন। যার ফলে, গম্ভীরের ওপর বেজায় আস্থাশীল বিসিসিআইয়ের জয় শাহর মত প্রভাবশালী কর্তা। আর, সেই কারণেই গম্ভীরের ভারতীয় দলের প্রধান কোচ হওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছে ক্রীড়াদুনিয়া।