/indian-express-bangla/media/media_files/2025/05/30/XFju13NqUGMGj0yJoAxI.jpg)
Bharat Arun: শ্রীলঙ্কার ক্রিকেটারদের বিশেষ ট্রেনিং দেবেন প্রাক্তন ভারতীয় বোলিং কোচ
Bharat Arun Sri Lanka Cricket: টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণকে এবার দেখা যাবে বিপক্ষ শিবিরে। আগামী ২ জুন থেকে শ্রীলঙ্কার বোলারদের জন্য বিশেষ ১৪ দিনের ট্রেনিং প্রোগ্রামে কোচিং করাবেন অরুণ। এই শিবিরে থাকবেন শ্রীলঙ্কার পুরুষ এবং মহিলা ক্রিকেটারদের সিনিয়র এবং জুনিয়র টিম।
শ্রীলঙ্কা ক্রিকেট শুক্রবার একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ভরত অরুণ পুরুষ, মহিলা জাতীয় দল, মহিলা এ টিম, অনূর্ধ্ব-১৯ পুরুষ টিম, হাই-এক্সেলেন্সি সেন্টারের কোচ, ক্লাব এবং প্রান্তিক কোচদের সঙ্গে ট্রেনিং প্রোগ্রামে অংশ নেবেন এবং প্রশিক্ষণ দেবেন।
অরুণ ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার বোলিং কোচ ছিলেন। আর শ্রীধরের পর অরুণ দ্বিতীয় ভারতীয় প্রাক্তন কোচ হিসাবে শ্রীলঙ্কার ক্রিকেটারদের জন্য ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করবেন। সবার প্রথমে অনূর্ধ্ব-১৯ পুরুষ টিমের ট্রেনিং দিয়ে কাজ শুরু করবেন।
শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে জানানো হয়েছে যে, আইপিএলে কলকাতা নাইটরাইডার্সের বোলিং কোচ হিসাবে থাকা ৬২ বছরের ভরত অরুণ প্লেয়ার এবং কোচদের সঙ্গে ভিডিও এবং ডেটা অ্যানালিসিসের প্রোগ্রামও আয়োজন করবেন। এছাড়াও খেলার উন্নয়নের জন্য ম্যাচ ভিডিও নিয়েও আলোচনা করবেন।
আরও পড়ুন সবচেয়ে কাছের মানুষই করলেন পর্দাফাঁস! এতদিন পর সামনে এল বিরাটের গোপন কথা
সম্প্রতি, বিরাট কোহলির টেস্ট থেকে অবসর নিয়ে মুখ খুলেছিলেন ভরত অরুণ। ভরত অরুণ বলেন, বিরাট কোহলি কোনও দিনই প্র্যাকটিস ম্যাচ খেলতে পছন্দ করতেন না। বরং তিনি নেট সেশনে সময় কাটাতে বেশি আগ্রহী ছিলেন। কোহলির ক্যাপ্টেন্সির সময় ভারতীয় কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অরুণ। তিনি বলেন, “বিরাট কোহলির সঙ্গে কাজ করা আমার কোচিং কেরিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা। ভারতীয় এবং আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ওর অনুপস্থিতি বড় ফাঁক তৈরি করবে।”
তিনি আরও জানান, “কোহলি প্র্যাকটিস ম্যাচে খেলতে আগ্রহ দেখাত না, কারণ তাঁর মতে, এতে আসল ম্যাচের মতো আবেগ বা উদ্দীপনা থাকে না। সে বরং নেটে বেশি সময় দিত। এমনকি সে চাইত সবচেয়ে ফাস্ট পিচে প্র্যাকটিস করতে, এবং ১৬ গজ দূর থেকে বল করার জন্য বোলার বা থ্রোডাউন বিশেষজ্ঞদের বলত।”