Advertisment

Shreyas Iyer in Team India: গম্ভীর কোচ হলেই ধুয়ে যাবে সব 'পাপ'!! বোর্ডের বিষনজর থেকে রেহাই মিলছে KKR তারকার

Shreyas Iyer and Gautam Gambhir: ইংল্যান্ড সফরে ব্যাট হাতে সেভাবে ফর্মে ছিলেন না। শেষ দিকে চোটের কারণে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল শ্রেয়স আইয়ারকে। এরপর গোটা দেশ দেখেছে ঈশান কিষান-শ্রেয়স আইয়ার বনাম বোর্ডের যুযুধান লড়াই।

author-image
IE Bangla Sports Desk
New Update
BCCI, Jay Shah, Gautam Gambhir, KKR

Jay Shah-BCCI: গম্ভীর কোচ হওয়ার দৌড়ে এগিয়ে (টুইটার)

Shreyas Iyer comeback: বোর্ডের ব্যাড বুকে তাঁর নাম উঠে গিয়েছে। বোর্ডের তরফে তাঁকে সরাসরি মিথ্যাবাদী বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। সেই শ্রেয়স আইয়ার নতুনভাবে সবকিছু শুরুর অপেক্ষায়। ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে রাঙিয়ে দেওয়ার মত পারফর্ম করেছিলেন। তবে তার পর থেকেই কেরিয়ার তলানিতে গিয়ে ঠেকেছিল।

Advertisment

ইংল্যান্ড সফরে ব্যাট হাতে সেভাবে ফর্মে ছিলেন না। শেষ দিকে চোটের কারণে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল শ্রেয়স আইয়ারকে। এরপর গোটা দেশ দেখেছে ঈশান কিষান-শ্রেয়স আইয়ার বনাম বোর্ডের যুযুধান লড়াই।

বারবার বলা সত্ত্বেও চোটের কারণ দেখিয়ে দুজনেই রঞ্জি থেকে নাম তুলে নিয়েছিলেন। পরে এনসিএ-র তরফে বলে দেওয়া শ্রেয়স মোটেই চোটের মধ্যে নেই। এরপরেই বিতর্ক তীব্র হয়। শেষমেশ কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে হয়।

সেই শ্রেয়সকে নতুন করে জীবন দিয়ে গিয়েছে কেকেআর। চ্যাম্পিয়ন করেছেন দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে। তবে শ্রেয়সের ভাগ্য বদল এখানেই শেষ নয়। গম্ভীরকে কার্যত হেড কোচ চূড়ান্ত করেই ফেলেছে বিসিসিআই। আর ফ্র্যাঞ্চাইজির মেন্টর টিম ইন্ডিয়ায় দায়িত্ব নিলেই ভাগ্য খুলবে শ্রেয়স। জাতীয় দলের বন্ধ হয়ে যাওয়া দরজা ফের খুলে যাবে তাঁর জন্য।

ভারত বিশ্বকাপ শেষ হলেই জিম্বাবোয়ে সফরে পাঁচটি টি২০ এবং শ্রীলঙ্কায় গিয়ে আরও তিনটি ওয়ানডে ম্যাচে খেলবে। আর জানা যাচ্ছে, গম্ভীর দুই সফরেই কোচ হিসেবে যাবেন। এই দুই সফরেই জাতীয় দলের প্রায় সমস্ত ক্রিকেট তারকাদের বিশ্রাম দিয়ে নতুন স্কোয়াড বাছা হবে আইপিএলের তরুণ তুর্কিদের নিয়ে। হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব, নীতিশ রেড্ডি, অভিষেক শর্মা, রিয়ান পরাগ, ইয়াশ দয়াল, বিজয়কুমার বৈশখদের নিয়ে যাওয়া হবে। সেই সঙ্গে শ্রেয়সকেও রাখা হবে দুই সফরেই।

বিসিসিআইয়ের এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, "জিম্বাবোয়ে সফরে একের পর এক আইপিএলের তরুণ পারফর্মারদের সুযোগ দেওয়া হবে। শ্রেয়সের শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে খেলার পুরো সম্ভবনা রয়েছে। শেষ যে ওয়ানডে খেলেছিল ও, সেই দক্ষিণ আফ্রিকা ম্যাচে ও হাফসেঞ্চুরি (৫২) করে। বিশ্বকাপে শ্রেয়স ৫০০ প্লাস স্কোর করেছিল ৫০-এর ওপর গড় রেখে। ওঁকে কি বাদ দেওয়া সম্ভব?"

গম্ভীরের সৌজন্যে শ্রেয়সের জন্য যে টিম ইন্ডিয়ার বন্ধ হয়ে যাওয়া দরজা ফের খুলে যাচ্ছে, তা নিয়ে সন্দেহ নেই।

Indian Team Shreyas Iyer Kolkata Knight Riders BCCI Gautam Gambhir KKR Indian Cricket Team
Advertisment