IPL KKR: রাজস্থান ম্যাচে ট্যাকটিকস বদলাচ্ছে কেকেআর, কী জানালেন কোচ ভরত অরুণ?

KKR is changing tactics ahead of the Rajasthan match. Coach Bharat Arun reveals what’s new for the team. Read for details. কেকেআর রাজস্থান ম্যাচের আগে ট্যাকটিকস বদলাচ্ছে। কোচ ভরত অরুণ জানালেন কী পরিবর্তন আসছে দলে। বিস্তারিত জানতে পড়ুন।

KKR is changing tactics ahead of the Rajasthan match. Coach Bharat Arun reveals what’s new for the team. Read for details. কেকেআর রাজস্থান ম্যাচের আগে ট্যাকটিকস বদলাচ্ছে। কোচ ভরত অরুণ জানালেন কী পরিবর্তন আসছে দলে। বিস্তারিত জানতে পড়ুন।

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR Practice: রাজস্থান ম্যাচই এখন কেকেআরের ফোকাস

KKR Practice: রাজস্থান ম্যাচই এখন কেকেআরের ফোকাস। (ছবি- কেকেআর)

KKR Adopting New Tactics for Rajasthan Clash – Bharat Arun Opens Up! প্রথম ম্যাচে ঘরের মাঠ ইডেন গার্ডেনসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে দুরমুশ হয়েছে কেকেআর। শনিবার ২২ মার্চ, ২২ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ বের করে নিয়েছে দক্ষিণের দল। গতবারের চ্যাম্পিয়ন কেকেআরের মধ্যে আগেরবারের ঝলকের সামান্যটুকুও দেখা যায়নি। শুরুটা ভালো করলেও তাসের ঘরের মত ভেঙে পড়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)-এর ব্যাটিং অর্ডার।

Advertisment

সমর্থকদের প্রত্যাশাকে চূর্ণ করে চূড়ান্ত বাজে পারফরম্যান্স করেছে দলের মিডল অর্ডার। দুই স্তম্ভ বলে পরিচিত রিঙ্কু সিং (Rinku Singh) ও আন্দ্রে রাসেল (Andre Russell), ম্যাচে কোনও দাগই কাটতে পারেননি। এই দুই খেলোয়াড়ের ব্যর্থতায় কেকেআর একসময় যখন ২০০ রানের সীমনার দিকে ছুটছিল, সেখানে তারা মাত্র ১৭৪ রানেই থেমে যেতে বাধ্য হয়।

তবে, সেসব ঘটনা পুরোনো ভেবেই মন থেকে ঝেড়ে ফেলছেন কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun)। তিনি দাবি করেছেন দুই তারকার ফর্ম নিয়ে কোনও সমস্যা নেই। বুধবার, ২৬ মার্চ- রাজস্থান রয়্যালস ম্যাচ। তার আগে সাংবাদিক বৈঠকে অরুণ বলেন, 'রিঙ্কু তো নেটে বেশ ভালো ব্যাট করল। প্র্যাকটিস ম্যাচগুলোতে ভালো খেলছে। সত্যি কথা বলতে গেলে ওঁর ফর্ম নিয়ে আমার কোনও চিন্তা নেই।'

আন্দ্রে রাসেলের ব্যাপারেও মুখ খুলেছেন অরুণ। তিনি বলেন, 'যে কোনও খেলোয়াড়ের জীবনেই ব্যর্থতার সংখ্যা সাফল্যর চেয়ে সবসময় বেশি হয়। কিন্তু, মনে রাখতে হবে যে রাসেল একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। আর, ও জানে যে গত ম্যাচে ভালো পারফর্ম করতে পারেনি। তাই পরের ম্যাচগুলোয় নিজেকে প্রমাণ করতে ঝাঁপিয়ে পড়বে। আমরাও সেই আশায় আছি।'

Advertisment

আরও পড়ুন- কলকাতা বনাম রাজস্থান, ভয়ঙ্কর খেলার বাজিগর কে?

অরুণ জানান, তাঁর ছেলেরা ইতিমধ্যে ত্রুটি শুধরে নিয়েছে। তিনি বলেন, 'আমরা প্রথম ম্যাচ নিয়ে আর ভাবছি না। প্রথম ম্যাচ জিতলে সবারই ভালো লাগে। একটা বিশেষ আনন্দের মুহূর্ত তৈরি হয়। সেটা হয়নি। তবে প্রথম ম্যাচে হারলেও আমরা ওই ম্যাচ থেকে যেটুকু শিক্ষা নেওয়ার নিয়েছি। অনেক কিছু জানতে আর বুঝতে পেরেছি। এটা ঠিক যে আমরা শেষের দিকে উইকেটগুলো তাড়াতাড়ি না হারালে আরও রান হত। কিন্তু, তা-ই বলে প্রথম ম্যাচ নিয়ে আর ভাবছি না। সামনে যেগুলো আছে, তাতে এখন ভালো করাটাই আমাদের লক্ষ্য।' 

Champion Royal Challengers Bengaluru Rajasthan Royals Indian Premier League (IPL) KKR