আমফান তান্ডবে তছনছ বাংলা। সমুদ্র ঝড়ের বিধ্বংসী রূপ ভুলিয়ে দিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। গ্রামের পর গ্রাম স্রেফ ধ্বংস করে দিয়েছে দানবীয় ঝড়। লাখো লাখো মানুষের কাছে আপাতত খাদ্য, বস্ত্র, বাসস্থান কিছুই নেই। সহায় সম্বলহীন মানুষ মাথার উপর ছাদ হারিয়ে রাস্তার উপরেই দিন কাটাচ্ছেন।
বাঙালিদের এই দুর্দশায় এবার এগিয়ে এল কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিশ্রুতি বাংলার মানুষের সঙ্গেই রয়েছেন তাঁরা।
কেকেআর এদিনই মীর ফাউন্ডেশনের সঙ্গে গাঁটছড়া বেঁধে আমফান পরবর্তী বাংলাকে সাহায্যের প্রতিশ্রুতি দিল। নাইটদের তরফে পাঠানো প্রেস বিবৃতিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রিলিফ ফান্ডে তারা অর্থ সাহায্য করবেন।
পাশাপাশি এদিন জানানো হল, কেকেআর সহায়তা বাহন পাশে থাকবে দুঃস্থ মানুষদের। সাইক্লোন ঝড় অনেককেই গৃহহীন করে ছেড়েছে। রাজ্যের প্রত্যন্ত গ্রামে, জেলায় গিয়ে কেকেআর সহায়তা বাহন মানুষদের হাতে প্রয়োজনীয় কিট তুলে দেবে।
শুধু মানুষ নয়, প্রকৃতির আহ্বানেও সাড়া দেবে শাহরুখের দল। ঝড়ে সম্পত্তির ক্ষতির পাশাপাশি প্রকৃতির ক্ষতি হয়েছে অসংখ্য গাছ উপরে গিয়ে। সেগুলো পুনরায় প্রতিস্থাপন করাও সম্ভব নয়। তাই কেকেআর এদিন জানিয়ে দিল বৃক্ষরোপন করবে তারা। বিভিন্ন জায়গায় ৫০০০টি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে নাইটদের।
এই উদ্যোগের কথা জানাতে গিয়ে কেকেআর সিইও ভেঙ্কি মাইশোর জানান, "পশ্চিমবঙ্গ এবং কলকাতা আমাদের কাছে একাধিক কারণে স্পেশাল। বছরের পর বছর এখানকার মানুষ আমাদের ভালবাসায় ভরিয়ে দিয়েছে। তাই এটা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যাতে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারি।"