Advertisment

রোহিতকে সরিয়ে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন কি KKR সুপারস্টার, বিরাট আপডেট BCCI-এর অন্দর থেকে

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর রোহিতের নেতৃত্ব নিয়ে কথা উঠে গিয়েছে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

২০২২-এ বিরাট কোহলি যখন টেস্ট ক্যাপ্টেনশিপ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। বোর্ডের কাছে একমাত্র অপশন হিসাবে হাজির ছিলেন রোহিত শর্মা। গত বছরের ফেব্রুয়ারিতে ৩৫ বছর বয়সে জাতীয় দলের টেস্ট নেতা হন রোহিত শর্মা।

Advertisment

তারপর কেটে গিয়েছে দেড় বছর। এর মধ্যে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে উপর্যুপরি। তবে অস্ট্রেলিয়ার কাছে হেরে এবারেও আশাভঙ্গ হয়েছে টিম ইন্ডিয়ার। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আরও একটা হার রোহিতের নেতৃত্ব দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

যাইহোক, কয়েকদিনেট মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সফরের জন্য তিন ফরম্যাটেই স্কোয়াড ঘোষণা করবে ভারতীয় বোর্ড। পরবর্তী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু হচ্ছে ক্যারিবিয়ানদের বিপক্ষে জোড়া টেস্টের মাধ্যমেই। তবে সময় এগিয়ে এলেও এখনও বোর্ডের তরফে দল ঘোষণা না করায় জল্পনা ছড়িয়েছে। রোহিত আরও একটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত কিনা, তা-ও আবার ৩৬ বছর বয়সে, তা ভেবে দেখা হচ্ছে। ঘটনা হল, রোহিতের পর ভারতের সম্ভাব্য কে টেস্ট নেতা হতে পারেন, সেটাও ভেবে রাখা হচ্ছে।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, রোহিত শর্মার পরবর্তীতে কে টেস্ট ক্যাপ্টেন হতে পারেন, সেই চিত্র এখনও বোর্ডের কাছে পরিষ্কার নয়। গত বছর টি২০ ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার কাছে ভারত সেমিফাইনালে হারের পর থেকেই হার্দিক পান্ডিয়াকে টি২০ দলের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। যদিও সরকারিভাবে এখনও সমস্ত ফরম্যাটের নেতা রয়েছেন রোহিত-ই। আইপিএলে প্ৰথম সিজনেই চ্যাম্পিয়ন হওয়া হার্দিক পান্ডিয়াকে সীমিত ওভারের ফরম্যাটে রোহিতের উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে। তবে হার্দিক টেস্টে খেলতে ইচ্ছুক নন। তাই টেস্টেও হার্দিকের নেতা হওয়ার সম্ভবনা কার্যত নেই।

টেস্ট দলের সম্ভাব্য নেতা হওয়ার দাবিদার ছিলেন ঋষভ পন্থ। তবে গত বছর ডিসেম্বরে পথ দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকেই সমস্ত রকম ক্রিকেটীয় কর্মকান্ড থেকে দূরে। রিকভারিতে ব্যস্ত তিনি। রোহিতের সুযোগ্য উত্তরসূরি হতে পারতেন তিনি। তবে বলা হচ্ছে, এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে সময় লাগবে তারকা উইকেটকিপার-ব্যাটসম্যানের।

টেস্ট নেতৃত্বের অন্যতম সম্ভাব্য দাবিদার শুভমান গিল-ও। তবে বিদেশের পিচে তিনি সেরকম স্বছন্দ নন। অন্যদিকে, জসপ্রীত বুমরা টেস্ট দলের নেতা হলেও বর্তমানে ইনজুরিতে জর্জরিত তিনি। ক্রিকেটে প্রত্যাবর্তনের পর বুমরা সমস্ত ফরম্যাটে খেলবেন কিনা, তা নিয়েও সংশয় রয়েছে।

বোর্ডের তরফে আপাতত এমন একজনকে চাওয়া হচ্ছে যিনি তরুণ। দীর্ঘদিন জাতীয় দলকে পরিচালনা করার ক্ষমতা রাখেন। এমন পরিস্থিতিতেই নির্বাচকদের কাছে উঠে এসেছে কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের নাম। আইপিএলে এবার নাইটদের জার্সিতে চোটের কারণে নামতে পারেননি। বদলে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা। চোট আঘাতের কারণে বেশ কয়েক মাস ক্রিকেট থেকে দূরে তিনিও। বোর্ডের হাতে আপাতত এখনই রোহিতের কোনও সুযোগ্য বিকল্প নেই। তবে বেশ কয়েকজনের নাম রয়েছে তালিকায়। যাঁদের মধ্যে কাউকে টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন করা হতে পারে আগামীদিনে।

Read the full article in HINDI

BCCI Indian Cricket Team Rohit Sharma
Advertisment