Venkatesh Iyer in Lancashire vs Worcestershire match: ইংল্যান্ডে খেলতে গিয়েই বাজিমাত। কেকেআর তারকা ভেঙ্কটেশ আইয়ার নিজের কাউন্টি দল ল্যাংকশায়ারকে জিতিয়ে দিলেন ওয়ানডে কাপ ম্যাচে। প্রতিপক্ষ ছিল ওরচেস্টারশায়ার। টানটান থ্রিলারে ওরচেস্টারশায়ারের জয়ের জন্য শেষদিকে দরকার ছিল ১৬ বলে ১২ রান। হাতে ছিল ২ উইকেট। ওরচেস্টারশায়ার ২৩৮ রানের লক্ষ্যমাত্রা চেজ করছিল।
সেই সময়েই ল্যাংকশায়ার অধিনায়ক জস বোহানন বল তুলে দেন ভেঙ্কটেশ আইয়ারের হাতে। ঠিক তার আগের ওভারেই ওরচেস্টারশায়ারের টম হিনলে দলকে প্রায় জয়ের দোরগোড়ায় এনে দিয়েছিলেন উইল উইলিয়ামসকে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে।
ভেঙ্কটেশ আইয়ারের নাটকীয় ওভারের শুরুটা মোটেই ভালো হয়নি। লেগ বাই, বাই-য়ে প্ৰথম দুই বলেই ৮ রান খরচ করে ফেলেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তারপরের বল-ও ওয়াইড করেন। তৃতীয় বলে দু-রান নেন ক্রিজে থাকা হিনলে এবং হিনসাম খান। তারপরের বল-ও ওয়াইড হয়ে যায়।
সেই সময় ল্যাংকশায়ারের পরাজয় ছিল সময়ের অপেক্ষা। প্রতিপক্ষ ওরচেস্টারশায়ারের দরকার ছিল মাত্র ৪ রান। সেই সময়েই হিনলে ওভারের পঞ্চম বল সোজা ডিপ মিড উইকেটে হ্যারি সিংয়ের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। শেষ বলে আবার-ও আইয়ার ম্যাজিক। হ্যারি ডারলেকে লেগ বিফোর করে ল্যাংকশায়ারকে অবিশ্বাস্য জয় এনে দেন।
সবমিলিয়ে ৬ ওভার হাত ঘুরিয়ে কেকেআরের তারকা অলরাউন্ডার ৩৮ রানের বিনিময়ে ম্যাচ জেতানো দুই উইকেট শিকার করে যান। তার আগে ব্যাট করতে নেমে ৪২ বলে মূল্যবান ২৫ রান করে যান।
গত জুলাইয়ে ভেঙ্কটেশ আইয়ার কাউন্টি দল ল্যাংকশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে সেভাবে প্রভাব ফেলা পারফরম্যান্স করতে পারছিলেন না। ৫ ইনিংসে ব্যাট হাতে করেছিলেন মাত্র ৬৮ রান (গড় ১৩.৬০ এবং স্ট্রাইক রেট ৮০)। বল হাতে চার ইনিংস হাত ঘুরিয়ে আইয়ার বুধবারের ম্যাচের আগে মাত্র একটিই উইকেট শিকার করেছিলেন। ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে ম্যাচ-ই তাঁর সেরা পারফরম্যান্স।
দলীপ ট্রফির প্রাথমিক দলে ভেঙ্কটেশ আইয়ারের নাম ঘোষণা না করা হলেও, টিম ইন্ডিয়ার সদস্যরা বাংলাদেশের সিরিজের আগে জাতীয় দলে নাম লেখালেই পরিবর্ত হিসাবে তিনি যোগ দেবেন ঘরোয়া এই টুর্নামেন্টে।