Advertisment

বিশ্বকাপজয়ী কোচ এবার কেকেআরে, সহকারী হচ্ছেন বিস্ফোরক ব্যাটসম্যান

বেইলিস এই প্রথমবার নাইটদের সংসারে আসছেন না। কোচ হিসেবে নাইট রাইডার্সকে জোড়া ট্রফি জিতিয়েছিলেন অজি কোচ ২০১২ ও ২০১৪ সালে।

author-image
IE Bangla Web Desk
New Update
kkr

রাসেলদের নতুন কোচ হলেন বেইলিস (ফেসবুক)

কিছুদিন আগেই কেকেআর সরিয়ে দিয়েছিল তাঁদের প্রধান কোচ জাক কালিস ও সহকারী কোচ সাইমন কাটিচকে। সপ্তাহ গড়াতে না গড়াতেই এবার প্রধান কোচের নাম ঘোষণা করে দিল কেকেআর। সরকারীভাবে ঘোষণা না করলেও জানা গিয়েছে, ইংল্যান্ডের হয়ে সদ্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোচ ট্রেভর বেইলিসকে হেড কোচ করে আনছে নাইট রাইডার্স। সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে কেকেআরের হয়ে চুটিয়ে খেলা তারকা ব্রেন্ডন ম্যাকুলামকে। অবশ্য বেইলিস এই প্রথমবার নাইটদের সংসারে আসছেন না। কোচ হিসেবে নাইট রাইডার্সকে জোড়া ট্রফি জিতিয়েছিলেন অজি কোচ। ২০১২ ও ২০১৪ সালে যখন কেকেআর আইপিএলে চ্যাম্পিয়ন হয়, সেবার কোচের সিটেই ছিলেন তিনি। অন্যদিকে ম্যাকালাম আবার ৫ মরশুম দাপিয়ে খেলেছেন কলকাতায়।

Advertisment

আইপিএলের উদ্বোধনী ম্য়াচেই ম্যাকালামের সেই ১৫৮ রানের বিস্ফোরক ইনিংস টুর্নামেন্টের রিং টোনটাই সেট করে দিয়েছিল। ২০০৯ সালে নিউজিল্যান্ডের তারকা ক্যাপ্টেনও হয়েছিলেন।

আরও পড়ুন দায়িত্ব ছাড়লেন কেকেআরের কাণ্ডারি! শাহরুখের সংসার ভেঙে ছারখার

বেইলিসের কোচিং অভিজ্ঞতা অসীম। অস্ট্রেলিয়ায় ট্রফি জিতেছেন। আইপিএলে চ্য়াম্পিয়ন হয়েছেন। এবার বিশ্বকাপ জয়ী কোচও হয়ে গেলেন। তাই ফের একবার তাঁকে ফিরিয়ে আনা হচ্ছে হেড কোচ হিসেবে। অন্যদিকে, ম্যাকালাম গত মরশুমেও আইপিএলে খেলেছিলেন। সম্প্রতি বিশ্বকাপে ধারাভাষ্যকার এবং বিশেষজ্ঞের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। তিনি কোচিং কেরিয়ার শুরু করছেন নাইটদের জার্সিতেই।


কেকেআর-এর এক কর্তা জানিয়েছেন, সাফল্যের জন্য মুম্বই ইন্ডিয়ান্স মডেল ফলো করতে চান তারা। কী এই মডেল? তরুণদের যত সম্ভব সুযোগ দিয়ে দলে সাফল্য়ের ভিত করা। এই নীতিতেই এগোতে চাইছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। এর জন্যই কোচিং স্টাফে আমূল বদল আনা হল।

KKR Kolkata Knight Riders IPL
Advertisment