Advertisment

IPL 2019 KKR vs KXIP Highlights in Bengali: সহজ জয় কেকেআরের, হেরে প্লে অফ থেকে বিদায় কিংস ইলেভেনের

KKR vs KXIP 2019 Match Highlights: টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দীনেশ কার্তিক। শুরুতেই গেইল ও লোকেশ রাহুল আউট হয়ে যাওয়ায় চাপে কিংস ইলেভেন।

author-image
IE Bangla Web Desk
New Update
KKR vs KXIP Live Score, IPL 2019 KKR vs KXIP Live Score

KKR vs KXIP Live Score, IPL 2019 KKR vs KXIP Live Score

Kolkata Knight Riders vs Kings XI Punjab Highlights: টার্গেট ছিল ১৮৪। সেই টার্গেট ২ ওভার বাকি থাকতে অনায়াসে হাতে ৭ উইকেট নিয়ে তুলে দিল কেকেআর। কেকেআরের জয়ে এদিনের নায়ক শুবমান গিল। যথেষ্ট পরিণতিবোধ দেখিয়ে  ৪৯ বলে ৬৫  রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন তিনি। অবশ্য কেকেআরের এদিন ভাল শুরু করে দিয়েছিলেন ক্রিস লিন। অর্ধশতরানের আগে আউট হয়ে গেলেও লিনের প্রাথমিক ঝড়ে জেতার মোমেন্টাম পেয়ে যায় কেকেআর। পরে রাসেল ২০ রানের ইনিংসে সামান্য ঝড় তুলে আউট হয়ে যাওয়ার পরে বাকি রান দীনেশ কার্তিক-শুবমান গিলের পার্টনারশিপ তুলে দেয়। কার্তিকের শেষদিকে ৯ বলে ২১ রানের ক্যামিও নজর কাড়ল।

Advertisment

Live IPL 2019: KKR vs KXIP Playing 11 Highlights

তার আগে কিংসদের ইনিংসে ঝড় তুলেছিলেন স্যাম কুরান। ২৪ বলে ৫৫ রান তুলে শেষদিকে একাই মাতিয়ে দেন তিনি। তাঁর দাপটেই বেশ চ্যালেঞ্জিং স্কোর খাড়া করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ২০ ওভার শেষে কিংস ইলেভেন ৬ উইকেট হারিয়ে তোলে ১৮৩। শুরুতেই গেইল ও লোকেশ রাহুল আউট হওয়ার পর ভাবা হয়েছিল বেশিদূর এগোতে পারবে না কিংসরা।। তবে কিংসদের হয়ে এরপরে রান করে যান নিকোলাস পুরান (৪৮)। মায়াঙ্ক আগারওয়াল (২৬ বলে ৩৬), মনদীপ সিং। শেষদিকে শুধুই স্যাম কুরানের ঝড়ে পৌনে দুশো তোলে অশ্বিনের দল।

এদিনের হারে প্লে অফ থেকে ছিটকে গেল কিংস ইলেভেন পাঞ্জাব।

Live Blog














23:33 (IST)03 May 19





















শুবমান

মোহালিতে হৃদয় জিতলেন শুবমান

23:32 (IST)03 May 19





















প্লে অফের আশা বেঁচে কেকেআরের

জিতে অঙ্কের হিসেবে এখনও প্লে অফের আশা বাঁচিয়ে রাখল কেকেআর। ১৩ ম্য়াচে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে উঠে এল কেকেআর। শেষ ম্যাচে ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআর স্রেফ জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচগুলোর ফলাফলের দিকে।

23:29 (IST)03 May 19





















জয় কেকেআরের

সহজেই জিতল কেকেআর। টার্গেটের সমীকরণ বেশ সহজ ছিল। শুবমান গিল ৪৯ বলে ৬৫ রানে অপরাজিত থাকলেন। দীনেশ কার্তিকও ৯ বলে ২১ রানের ক্যামিওতে মাতিয়ে দিলেন। ২ ওভার বাকি থাকতেই কেকেআরের জয় হাতে ৭ উইকেট নিয়ে।

23:16 (IST)03 May 19





















সাততাড়াতাড়ি আউট তারকা

ঝড় উঠল। তবে তা বেশিক্ষণ স্থায়ী হল না

23:15 (IST)03 May 19





















ক্রিজে শুবমান-দীনেশ

১৬ ওভারে কেকেআর ১৫৭। শেষ চার ওভারে জয়ের জন্য কেকেআরকে তুলতে হবে মাত্র ২৭ রান। সদ্য ক্রিজে এসেছেন দীনেশ কার্তিক। ৪৫ বলে ৫৮ রানে ব্যাট করছেন শুবমান গিল।

23:07 (IST)03 May 19





















রাসেল গন

শুবমান গিলের সঙ্গে ২৮ বলে ৫০ রানের পার্টনারশিপ হয়ে গিয়েছিল রাসেলের। জীবন পেয়েও বেশিক্ষণ টিকলেন না রাসেল। ১৪ বলে ২৪ রান করে আউট কেকেআরের সবথকে বড় তারকার। কাঙ্খিত ব্রেক থ্রু এনে দিলেন মহম্মদ সামি। কেকেআরের জয় যদিও স্রেফ সময়ের অপেক্ষা।

23:03 (IST)03 May 19





















রাসেলের ক্যাচ মিস

বড় সুযোগ নষ্ট করল কিংস ইলেভেন। রাসেলের ক্যাচই কিনা মিস করে বসলেন মায়াঙ্ক আগারওয়াল। রাসেলের ব্যাটে ছক্কা-চারের ঝলক শুরু হয়ে গিয়েছে। ১০ বলে ২০ রানে ব্যাট করছিলেন রাসেল। অ্যান্ড্র টাইয়ের বলে একস্ট্রা লং অফে ক্যাচ তুলেছিলেন ড্রে রাস। ক্যাচ মিস করে সেই বলই ছক্কা হল। ১৭ ওভারে কেকেআর ১৪৫। ৩৬ বলে জয়ের জন্য প্রয়োজন মাত্র ৪৫ রান।

22:58 (IST)03 May 19





















অসি যুদ্ধে বাজিমাত টাইয়ের

টাই বনাম লিন যুদ্ধে জয়ী বোলার। স্বদেশীয়কে ফিরিয়ে দিয়ে টাইয়ের উচ্ছ্বাস

22:55 (IST)03 May 19





















গিলের অর্ধশতরান

৩৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করে ফেললেন শুবমান গিল। বেশ পরিণতি বোধের পরিচয় দিচ্ছেন তরুণ তারকা। বড় শটের জন্য কোনও হাঁকপাক নেই। পুরো ক্রিকেটীয় শটেই বাইশ গজ মাতাচ্ছেন দিল্লির তারকা।অশ্বিনকে বাউন্ডারি মেরেই ৫০ করলেন তিনি। রাসেলের সঙ্গে তাঁর জুটি জমে গিয়েছে। কিংসদের জিততে হলে এই জুটি ভাঙতেই হবে।

22:49 (IST)03 May 19





















উপযোগী ব্যাটিং শুবমানের

ক্রিজে টিকে গিয়েছেন শুবমান। ৩০ বলে ৩৩ রানে ব্যাট করছেন তিনি।

22:47 (IST)03 May 19





















ক্রিজে রাসেল

উত্থাপ্পা ফিরে যাওয়ার পরে ক্রিজে আন্দ্রে রাসেল। ব্যাটিং অর্ডারে প্রমোশন ঘটেছে রাসেলের। সাত নম্বর থেকে তাঁকে আজ নামানো হল চার নম্বরে। ১১ ওভারে কেকেআর ১০২। ৫৪ বলে ৮২ রান করতে হবে। রাসেল ম্যাজিক দেখা যাবে মোহালিতে? দেখা যাক

22:45 (IST)03 May 19





















আউট উত্থাপ্পা

ব্য়াটে ঝলক দেখে মনে হয়েছিল উত্থাপ্পা বোধহয় পুরনো ছন্দে ফিরেছেন। কোথায় কী! ফের একবার ক্রিজে সামান্য জমে যাওয়ার পরে আউট রবিন উত্থাপ্পা। অশ্বিনের ক্যারম বল বুঝতে না পেরে মায়াঙ্ক আগারওয়ালের হাতে ক্যাচ তুলে বিদায় তাঁর। ১৪ বলে ২২ রান করলেন তিনি। 

22:37 (IST)03 May 19





















উত্থাপ্পার ব্যাটে বাউন্ডারি

রবিন উত্থাপ্পা। স্লো খেলার অপরাধে বাদ যেতে হয়েছিল। লিন ফিরে যাওয়ার পরে কিন্তু উত্থাপ্পাই ব্যাটে ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছেন। মুরুগান অশ্বিনের এক ওভারে একটা বাউন্ডারি ও ওভার বাউন্ডারি বেরোল কর্ণাটকির ব্যাট থেকে। ১১ বলে ২০ রানে ব্যাট করছেন তিনি। ৯ ওভারে কেকেআর ১ উইকেট হারিয়ে ৯০।

22:26 (IST)03 May 19





















আউট লিন

কিংস ইলেভেনকে প্রথম ব্রেক থ্রু এনে দিলেন অ্যান্ড্রু টাই। মারমুখী লিনকে আউট করে অশ্বিনকে সাময়িক স্বস্তি এনে দিলেন অজি পেসার। ২২ বলে ৪৬ রানের ইনিংসে লিনকে প্রায় থামানোই যাচ্ছিল না। স্বদেশীয় টাইয়ের ওভারেই জোড়া বাউন্ডারি হাকিয়েছিলেন। তবে ষষ্ঠ ওভারের শেষ বলে চালাতে গিয়ে সহজ ক্যায়চ তুলে দেন লিন। অর্ধশতরানের আগেই ফিরতে হল লিনকে। 

22:20 (IST)03 May 19





















মালকিন ও পার্টনার

স্বামী গুডএনাফ নিয়ে খেলা দেখতে মোহালিতে কিংস মালকিন প্রীতি জিন্টা।

22:19 (IST)03 May 19





















কিংস নায়ক কুরান

22:17 (IST)03 May 19





















মেজাজে লিন

ঝড় তুলেছেন লিন। চতুর্থ ওভারে ক্রিস লিনের ব্যাট থেকে বেরোল বাউন্ডারির হ্যাটট্রিক। আর্শদীপ সিংয়ের ওভারে কেকেআর তুলল ১৫ রান। চতুর্থ ওভারের শেষে কেকেআর কোনও উইকেট না হারিয়ে ৩৫। ১৩ বলে ২৪ রানে ব্যাট করছেন ক্রিস লিন। কেকেআরকে ইতিমধ্যেই দুরন্ত মোমেন্টাম দিয়ে দিয়েছেন তারকা। এই ছন্দ ধরে রাখতে হবে।

22:02 (IST)03 May 19





















ওপেনিংয়ে লিন-গিল

লিন ও শুবমান গিল ওপেনিংয়ে নেমেছেন। মহম্মদ সামির প্রথম ওভারে মাত্র ৩ রান উঠল। টার্গেট খুব বেশি নয়। তবে পার্টনারশিপ গড়ায় মন দিতে হবে নাইট তারকাদের। লিন-শুবমান কি ভাল শুরু করতে পারবেন, দেখা যাক

21:44 (IST)03 May 19





















কুরানের ব্য়াটে ঝড়

১৭ রানের মাথায় কুরানের ক্য়াচ ফেলেছিলেন রিঙ্কু সিং। সেটাই যে এত বড় ধাক্কা হয়ে ফিরে আসবে কে জানত। মাত্র ২৪ বলে ৫৫ রানের ঝড় তুললেন স্যাম কুরান। তার ব্যাটের দাপটেই ১৮৩ তুলল কিংসরা। নিজের ঝোড়ো ইনিংসে ৭টা বাউন্ডারি সহ জোড়া ওভার বাউন্ডারি হাকিয়েছেন তিনি।

21:38 (IST)03 May 19





















অশ্বিন আউট

১৯ তম ওভারের শুরুতেই রাসেলের বলে আউট অধিনায়ক অশ্বিন। আড়াআড়ি খেলতে গিয়ে ব্যাটে লেগে প্লেড অন অশ্বিন। তারপর কুরান খেলছেন স্বমেজাজে। ১৮ বলে ৩৩ রান করে অপরাজিত তিনি। ১৯ ওভারে কিংস ইলেভেন ১৬১।

21:31 (IST)03 May 19





















আউট মনদীপ

১৭ বলে ২৫ রান করে দলকে টানছিলেন মনদীপ সিং। সেই মনদীপকেই এবার ফিরিয়ে দিলেন হ্যারি গার্নি।  ১৮ ওভার শেষে কিংস ইলেভেন ১৫১। 

21:28 (IST)03 May 19





















ক্যাচ মিস কুরানের

চার উইকেট পতনের পর ক্রিজে রীতিমতো জমে গিয়েছেন মনদীপ সিং ও স্যাম কুরান। দুজনেই টানছেন দলকে। তবে স্যাম কুরানের সহজ ক্যাচ ফেললেন রিঙ্কু সিং। যিনি কিছুক্ষণ আগেই দুরন্ত থ্রোয়ে আউট করেছেন মায়াঙ্ক আগারওয়ালকে। ১৫ ওভার শেষে কিংস ইলেভেন ১৪৭।

21:15 (IST)03 May 19





















নজিরে নারিন

21:10 (IST)03 May 19





















দুরন্ত ফিল্ডিং রিঙ্কু সিংয়ের

কিংসদের ক্রিজে একদিকে জমে গিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল (২৬ বলে ৩৬)। তবে অন্যদিকে উইকেট পতন অব্যাহত। রিঙ্কু সিংয়ের দুরন্ত থ্রোয়ে নারিনের সহায়তায় এবার রান আউট মনদীপ সিং। ১৪ ওভার শেষে কিংস ইলেভেন ১১৫। ক্রিজে নেমেছেন স্যাম কুরান।

20:55 (IST)03 May 19





















ব্রেক থ্রু রানার

নিয়মিত বোলাররা ব্রেক থ্রু দিতে ব্যর্থ হচ্ছিলেন। ক্রিজে ক্রমশই জমে বসেছিলেন নিকোলাস পুরান। তাই দীনেশ কার্তিক বল তুলে দিয়েছিলেন নীতিশ রানার হাতে। সেই রানাই এবার মারমুখী পুরানকে ফিরিয়ে দিয়ে বড়সড় ব্রেক থ্রু দিলেন। ২৭ বলে ৪৮ রান করে আউট পুরান।

20:36 (IST)03 May 19





















পুরান খেলছেন

ঝড় তুলেছেন পুরান। ক্যারিবিয়ান এই উঠতি তারকার হাতে বিগ হিট রয়েছে। আগেও প্রমাণ করেছেন। মোহালিতে কেকেআরের বিরুদ্ধে ফের একবার স্বমেজাজে নিকোলাস পুরান। হ্য়ারি গার্নিকে আগের ওভারে বিশাল ছক্কা হাকানোর পরে স্বদেশীয় রাসেলকেও রীতিমতো মেজাজ দেখালেন পুরান। বিশাল একটা বাউন্ডারির সঙ্গে ওভার বাউন্ডারি মারলেন। আপাতত ১৪ বলে ২৭ রানে ব্যাট করছেন। ৭ ওভার শেষে কিংস ইলেভেন ৫৪।

20:23 (IST)03 May 19





















আউট গেইল

লোকেশ রাহুলের পরে এবার ক্রিস গেইল। ১৪ বলে ১৪ রান করে মাঠ ছাড়ছেন ক্যারিবিয়ান তারকাও। ঘাতক সেই সন্দীপ ওয়ারিয়ার। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে কিংস ইলেভেন বেশ চাপে।

20:15 (IST)03 May 19





















আউট লোকেশ রাহুল

নিজের দ্বিতীয় ওভারেই সন্দীপ ওয়ারিয়র তুলে নিলেন লোকেশ রাহুলকে (৭ বলে ২)। চলতি টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভাল খেলছেন রাহুল। তবে এদিন সন্দীপের স্লোয়ারে ঠকে গিয়ে লিনের হাতে ক্যাচ তুলে বিদায় নিলেন তিনি। ক্রিজে এলেন মায়াঙ্ক আগারওয়াল। ৩ ওভার শেষে কিংস ইলেভেন ১৯।

20:11 (IST)03 May 19





















দুই অধিনায়ক

হারলেই বিদায়। ম্যাচের শেষে কার মুখে হাসি বজায় থাকবে?

20:10 (IST)03 May 19





















ক্রিজে গেইল

ক্রিজে ব্য়াট করছেন ক্রিস গেইল ও লোকেশ রাহুল। প্রথম ওভারে ১০ তোলার পরে হ্যারি গার্নির দ্বিতীয় ওভারে খরচ করলেন মাত্র ৩ রান। পঞ্চম ওভারে ক্যাচের সম্ভবনাও তৈরি হয়েছিল ২ ওভার শেষে কিংস ব্রিগেড ১৩-০।

19:53 (IST)03 May 19





















প্রথম একাদশ

কিংস ইলেভেন পাঞ্জাব- রবিচন্দ্রন অশ্বিন, ডেভিড মিলার, নিকোলাস পুরান, ক্রিস গেইল, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, অ্যান্ড্রু টাই, মহম্মদ সামি, মনদীপ সিং, স্যাম কুরান, আর্শদীপ সিং

19:51 (IST)03 May 19





















প্রথম একাদশ

কেকেআর- ক্রিস লিন, শুবমান গিল, রবিন উত্থাপ্পা, নীতিশ রানা, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, হ্যারি গার্নি, সন্দীপ ওয়ারিয়ার, পীযূষ চাওলা

19:46 (IST)03 May 19





















টস

টসে জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআরের।

রূদ্ধশ্বাস ম্যাচে বৃহস্পতিবার সুপার ওভারে মুম্বই ইন্ডিয়ান্স হারায় সানরাইজার্স হায়দরাবাদকে। দুই দলই নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ১৬২ রান। সুপার ওভারে মুম্বই ৮ তুলেছিল। তিন বলেই সেই রান তুলে দেয় মুম্বই।
KKR Kings XI Punjab Kolkata Knight Riders IPL
Advertisment