KKR vs LSG Dream 11 Prediction, IPL 2025: মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরবেলা কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে মুখোমুখি লড়াইয়ে নামছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার সুনীল নারিন এবং লখনউ সুপার জায়ান্টসের তারকা ফুটবলার দিগ্বেশ রথী। চলতি আইপিএল টুর্নামেন্টে দুটো দলই এখনও পর্যন্ত ২ ম্য়াচে জয়লাভ করেছে।
নজর থাকবে দিগ্বেশ রথীর উপরে
কলকাতা নাইট রাইডার্সের সবথেকে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারের উপর সকলের নজর থাকবে। পাশাপাশি নজর থাকবে রিঙ্কু সিং এবং অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্কা রাহানের উপরেও। তরুণ ক্রিকেটার অঙ্গকৃশ রঘুবংশীও এখনও পর্যন্ত যথেষ্ট প্রভাবিত করেছে। এই ম্য়াচে আলাদা করে নজর থাকবে দিগ্বেশ রথীর উপরে। সুনীল নারিন তাঁর আদর্শ ক্রিকেটার। এই মরশুমে দিগ্বেশ এখনও পর্যন্ত যথেষ্ট ভাল বোলিং করেছেন।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ:
কুইন্টন ডি কক, সুনীল নারিন, অজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মঈন আলি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা।
লখনউয়ের আত্মবিশ্বাস আপাতত তুঙ্গে
সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এই জয়ের পর তাদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে। টপ অর্ডারে মিচেল মার্শ যথেষ্ট দাপুটে পারফরম্য়ান্স করছেন। অন্যদিকে, এইডেন মারক্রাম শুরুটা ধীর গতিতে করলেও মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর বিধ্বংসী হাফসেঞ্চুরি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য় করবে।
তবে এবারের আইপিএল টুর্নামেন্টে ঋষভ পন্থ এখনও পর্যন্ত খারাপ পারফরম্য়ান্স করেছেন। সেকারণে তাঁকে যথেষ্ট সমালোচনার মুখেও পড়তে হয়েছে। ২৭ কোটি টাকার বিনিময়ে ঋষভ পন্থকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু, অধিনায়কত্বের চাপ খুব সম্ভবত তিনি গ্রহণ করতে পারছেন না।
লখনউয়ের সম্ভাব্য একাদশ
মিচেল মার্শ, এইডেন মারক্রাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুশ বদৌনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, শার্দূল ঠাকুর, আকাশ দীপ, আভেশ খান, দিগ্বেশ রথী, রবি বিষ্ণোই।
KKR vs LSG Dream11 Prediction 1
উইকেটকিপার: নিকোলাস পুরান (অধিনায়ক), কুইন্টন ডি কক
ব্যাটার: মিচেল মার্শ, ভেঙ্কটেশ আইয়ার, ডেভিড মিলার, অঙ্গকৃশ রঘুবংশী
অলরাউন্ডার: সুনীল নারিন, আন্দ্রে রাসেল, এইডেন মারক্রাম
বোলার: বরুণ চক্রবর্তী, শার্দূল ঠাকুর
অধিনায়ক - নিকোলাস পুরান
সহ অধিনায়ক - সুনীল নারিন
KKR vs LSG Dream11 Prediction 2
উইকেটকিপার: কুইন্টন ডি কক
ব্যাটার: মিচেল মার্শ, ভেঙ্কটেশ আইয়ার, ডেভিড মিলার, অঙ্গকৃশ রঘুবংশী
অলরাউন্ডার: আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ঋষভ পন্থ, অজিঙ্ক রাহানে
বোলার: হর্ষিত রানা, শার্দূল ঠাকুর, রবি বিষ্ণোই
অধিনায়ক - বরুণ চক্রবর্তী
সহ অধিনায়ক - মিচেল মার্শ