KKR vs LSG IPL 2025 Highlights: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২১ নম্বর ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে হল না ইতিহাসের পুনরাবৃত্তি। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেভাবে পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন রিঙ্কু সিং, কলকাতার ইডেন গার্ডেন্সে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হল না। মঙ্গলবার (৮ এপ্রিল) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪ রানে হেরে গেল কেকেআর ব্রিগেড।
সোমবার (৭ এপ্রিল) তীরে এসে তরী ডুবেছিল মুম্বই ইন্ডিয়ান্সের। সোমবার যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল। জয়ের জন্য কলকাতার সামনে ২৩৯ রানের টার্গেট ছিল। কিন্তু, শেষপর্যন্ত তারা মাত্র চারটে রান আর করতে পারল না।
দ্বিতীয় ইনিংসের শুরু থেকে এই ম্য়াচের নিয়ন্ত্রণ কলকাতা নাইট রাইডার্সের হাতেই ছিল। কিন্তু, রানে আউট হতেই গোটা হিসেব একেবারে গুলিয়ে যায়। মাঝখানে পরপর চার ওভারে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল কেকেআর ব্রিগেড। এরপর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষবেলায় রিঙ্কু চেষ্টা করলেও ম্য়াচ ততক্ষণে হাতের বাইরে চলে গিয়েছিল।
দেখে নিন পয়েন্টস টেবিল
এই মরশুমে অজিঙ্কা রাহানের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স ৫ ম্য়াচের মধ্যে দুটোয় জয়লাভ করেছে। আর ২ ম্য়াচে তাদের হারতে হয়েছে। আপাতত ২০২৫ আইপিএল পয়েন্টস টেবিলে কেকেআর পাঁচ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। ঋষভ পন্থের নেতৃত্বে লখনউ সুপার জায়ান্টসের হালও প্রায় একইরকম। তারা লিগ টেবিল ষষ্ঠ স্থানে উঠে এসেছে। এই পরিস্থিতিতে দুটো দলই আজকের ম্য়াচটা জিততে চাইবে।
দেখে নিন, ম্য়াচের যাবতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তের লাইভ আপডেটস:
-
Apr 08, 2025 19:30 IST
৪ রানে পরাস্ত কেকেআর
হল না ইতিহাসের পুনরাবৃত্তি। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেভাবে পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন রিঙ্কু সিং, কলকাতার ইডেন গার্ডেন্সে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হল না। মঙ্গলবার (৮ এপ্রিল) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪ রানে হেরে গেল কেকেআর ব্রিগেড
-
Apr 08, 2025 19:09 IST
লর্ড ফেরালেন দ্রে রাসকে
আউট হলেন আন্দ্রে রাসেল। ৪ বলে ৭ রান করে তিনি ফিরে যান। ডেভিড মিলার অসাধারণ একটি ক্যাচ নিলেন।
-
Apr 08, 2025 19:02 IST
ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার
আকাশ দীপের বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন ভেঙ্কটেশ আইয়ার। ৪৫ রানে ফিরলেন ভেঙ্কি। বাউন্ডারি লাইনে এইডেন মার্করামের হাতে তিনি ক্যাচ দেন।
-
Apr 08, 2025 18:58 IST
ফিরে গেলেন রঘুবংশী
আভেশ খানের বলে রিভার সুইপ খেলতে গিয়ে আউট হলেন অঙ্গকৃশ রঘুবংশী। ৪ বলে মাত্র ৫ রান করে ফিরে গেলেন তিনি।
-
Apr 08, 2025 18:52 IST
আউট রমনদীপ
রবি বিষ্ণোইয়ের বলে বড় শট মারতে গেলেন রমনদীপ সিং। কিন্তু, বাউন্ডারি লাইনে এইডেন মার্করামের হাতে ক্য়াচ তুলে দিলেন রমনদীপ। ২ বলে ১ রান করে ফিরলেন তিনি।
-
Apr 08, 2025 18:49 IST
আউট রাহানে
কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানেকে ফেরালেন শার্দূল ঠাকুর। কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় উইকেটের পতন হল। ৩৫ বলে ৬১ রান করে ফিরলেন রাহানে।
-
Apr 08, 2025 18:31 IST
হাফসেঞ্চুরি রাহানের
অধিনায়কোচিত ইনিংস খেললেন অজিঙ্কা রাহানে। মাত্র ২৬ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। তাঁর ব্যাট থেকে ৭ চার এবং ২ ছয় হাঁকিয়েছেন।
-
Apr 08, 2025 18:27 IST
দশম ওভারে এল ১৩ রান
১০ ওভার শেষে কেকেআর ব্রিগেড ২ উইকেট হারিয়ে ১২৯ রান করেছে। ক্রিজে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার এবং অধিনায়ক রাহানে। দুজনেই আপাতত ভাল ব্যাটিং করছেন।
-
Apr 08, 2025 18:21 IST
অষ্টম ওভারে এল ১১ রান
অষ্টম ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ২ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে। আপাতত ব্যাট করছেন ভেঙ্কটেশ আইয়ার এবং অধিনায়ক অজিঙ্কা রাহানে।
-
Apr 08, 2025 18:20 IST
ফিরে গেলেন সুনীল নারিন
ফিরে গেলেন সুনীল নারিন। দিগ্বেশ রথীর বলে তিনি মার্করামের হাতে ক্যাচ তুলে দেন। ১৩ বলে ৩০ রান করে ফিরলেন নারিন। এবার ব্যাট করতে নামলেন ভেঙ্কটেশ আইয়ার।
-
Apr 08, 2025 18:00 IST
৪ ওভার শেষে কেকেআর-এর স্কোর
৪ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স এক উইকেট হারিয়ে ৬০ রান করেছে। ক্রিজে রয়েছেন অধিনায়ক রাহানে এবং সুনীল নারিন।
-
Apr 08, 2025 17:59 IST
প্রথম ধাক্কা খেল কেকেআর
প্রথম ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। আউট হয়ে গেলেন কুইন্টন ডি কক। আকাশ দীপ তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন। এবার ব্যাট করতে নামলেন অজিঙ্কা রাহানে।
-
Apr 08, 2025 17:17 IST
শেষ হল লখনউয়ের ব্যাটিং ধামাকা
শেষ হল লখনউ সুপার জায়ান্টের ইনিংস। ২০ ওভার শেষে তারা ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান করেছে। ৩৬ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন নিকোলাস পুরান। এছাড়া মিচেল মার্শ করেছেন ৪৮ বলে ৮১ রান। কেকেআর বোলারদের মধ্যে জোড়া উইকেট শিকার করেন হর্ষিত রানা। এছাড়া একটি উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল।
-
Apr 08, 2025 17:14 IST
আবদুল সামাদের উইকেট নিলেন হর্ষিত রানা
১৯ ওভারে বল করতে এসেছিলেন হর্ষিত। প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন সামাদ। কিন্তু, দ্বিতীয় বলে তিনি বোল্ড হয়ে যান। আবদুল সামাদ ৪ বলে ৬ রান করলেন। তাঁর জায়গায় ব্যাট করতে নামলেন ডেভিড মিলার।
-
Apr 08, 2025 16:58 IST
দ্বিতীয় সাফল্য এনে দিলেন আন্দ্রে রাসেল
১৬ ওভারে বল করতে আসেন আন্দ্রে রাসেল। ওভারের দ্বিতীয় বলে তিনি মিচ মার্শের উইকেট তুলে নেন। ক্যাচ ধরলেন রিঙ্কু সিং। ৪৮ বলে ৮১ রান করে আউট হলেন মার্শ। তিনি ৬ চার এবং ৫ ছয় হাঁকিয়েছেন।
-
Apr 08, 2025 16:36 IST
মিচেল মার্শের হাফ সেঞ্চুরি
১১ ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকালেন মিচেল মার্শ। তিনি নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। ৩৬ বলে ৫০ রান করেছেন মার্শ।
-
Apr 08, 2025 16:34 IST
প্রথম উইকেট শিকার করলেন হর্ষিত রানা
১১ ওভারে বল করতে এসেছিলেন হর্ষিত রানা।। তাঁর প্রথম বলে বাউন্ডারি হাঁকান মার্করাম। যদিও পরের বলেই বোল্ড হয়ে যান তিনি। ২৮ বলে ৪৭ রান করে ফিরতে হল মার্করামকে। তিনি ৪ চার এবং ২ ছক্কা হাঁকান।
-
Apr 08, 2025 15:57 IST
পাওয়ারপ্লে শেষে লখনউয়ের স্কোর ৫৯-০
শেষ হল পাওয়ারপ্লে। আপাতত দুরন্ত ফর্মে রয়েছেন মিচেল মার্শ এবং এইডেন মারক্রাম। লখনউয়ের স্কোর বিনা উইকেটে ৫৯ রান। মারক্রাম ব্যাট করছেন ৩৬ রানে এবং ২১ রানে ব্যাট করছেন মিচ মার্শ। লখনউ ওভার প্রতি ৯.৮৩ রান করছেন।
-
Apr 08, 2025 15:37 IST
ব্য়াটিং শুরু লখনউয়ের
লখনউয়ের হয়ে ব্য়াট করতে নামলেন মিচেল মার্শ এবং এইডেন মারক্রাম।
-
Apr 08, 2025 15:09 IST
কী বললেন ঋষভ পন্থ?
টস হেরে খুব একটা খুশি নন ঋষভ নন। তিনি জানান, লখনউ সুপার জায়ান্টও টস জিতলে প্রথমে ফিল্ডিং করত। তবে লখনউয়ের প্রথম একাদশে কোনও পরিবর্তন করা হয়নি।
-
Apr 08, 2025 15:07 IST
কী বললেন রাহানে?
কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে বললেন, 'উইকেট দেখে খুব ভাল লাগছে। দেখে মনে হচ্ছে না, উইকেটের চরিত্র খুব একটা বদলায়নি। একটা দিকে বাউন্ডারির দুরত্ব বেশ কম। সেকারণে আমরা রান তাড়া করতে চাই।'
-
Apr 08, 2025 15:05 IST
কলকাতা নাইট রাইডার্সের দলে একমাত্র পরিবর্তন
কলকাতা নাইট রাইডার্স দলে একটাই পরিবর্তন করা হয়েছে। এই ম্য়াচে মঈন আলির জায়গায় খেলছেন স্পেনসার জনসন।
-
Apr 08, 2025 15:03 IST
টস আপটেড
টসে জিতল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অজিঙ্কা রাহানে।
-
Apr 08, 2025 13:30 IST
কলকাতার ওয়েদার আপডেট
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় তাপমাত্রা ম্যাচের শুরুতে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং ম্যাচের শেষে তা ২৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। আকাশে মাঝে মাঝে মেঘ দেখা যেতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আর্দ্রতা এবং তাপমাত্রা বিবেচনায়, খেলোয়াড়দের জন্য এই ম্যাচ রীতিমতো চ্যালেঞ্জিং হতে পারে।
-
Apr 08, 2025 13:28 IST
কোথায় দেখতে পাবেন এই ম্য়াচ
আজ আইপিএল টুর্নামেন্টে ডবল হেডার আয়োজন করা হচ্ছে। দিনের প্রথম ম্য়াচ কলকাতা এবং লখনউয়ের মধ্য়ে আয়োজন করা হচ্ছে। এই ম্যাচের লাইভ টেলিকাস্ট স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাওয়া যাবে। ম্য়াচের লাইভ স্ট্রিমিং জিও হটস্টার অ্য়াপ এবং ওয়েবসাইটে দেখা যাবে। এছাড়া ম্য়াচের স্কোর এবং যাবতীয় গুরুত্বপূর্ণ লাইভ আপডেটস ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় পেয়ে যাবেন।
-
Apr 08, 2025 13:28 IST
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ
মিচেল মার্শ, এইডেন মারক্রাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুশ বদৌনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, শার্দূল ঠাকুর, আকাশ দীপ, আভেশ খান, দিগ্বেশ রথী, রবি বিষ্ণোই।
-
Apr 08, 2025 13:27 IST
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ
কুইন্টন ডি কক, সুনীল নারিন, অজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মঈন আলি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা।
-
Apr 08, 2025 13:26 IST
কলকাতা বনাম লখনউ লাইভ
নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার লাইভ ব্লগে আপনাদের স্বাগত। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে আজ কেকেআর এবং LSG একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচ সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেটস আমরা আপনাদের কাছে নিয়ে আসব। ম্য়াচের গুরুত্বপূর্ণ খবরের লাইভ আপডেটসের জন্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে থাকুন।
KKR vs LSG Highlights, IPL 2025: ঘরের মাঠে লজ্জার হার কলকাতা নাইট রাইডার্সের
KKR vs LSG Highlights, Kolkata Knight Riders vs Lucknow Super Giants IPL 2025: দিনের প্রথম ম্য়াচ কলকাতা এবং লখনউয়ের মধ্য়ে আয়োজন করা হচ্ছে। স্কোর এবং যাবতীয় গুরুত্বপূর্ণ লাইভ আপডেটস ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় পেয়ে যাবেন।
KKR vs LSG Highlights, Kolkata Knight Riders vs Lucknow Super Giants IPL 2025: দিনের প্রথম ম্য়াচ কলকাতা এবং লখনউয়ের মধ্য়ে আয়োজন করা হচ্ছে। স্কোর এবং যাবতীয় গুরুত্বপূর্ণ লাইভ আপডেটস ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় পেয়ে যাবেন।
কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস লাইভ আপডেটস
KKR vs LSG IPL 2025 Highlights: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২১ নম্বর ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে হল না ইতিহাসের পুনরাবৃত্তি। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেভাবে পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন রিঙ্কু সিং, কলকাতার ইডেন গার্ডেন্সে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হল না। মঙ্গলবার (৮ এপ্রিল) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪ রানে হেরে গেল কেকেআর ব্রিগেড।
সোমবার (৭ এপ্রিল) তীরে এসে তরী ডুবেছিল মুম্বই ইন্ডিয়ান্সের। সোমবার যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল। জয়ের জন্য কলকাতার সামনে ২৩৯ রানের টার্গেট ছিল। কিন্তু, শেষপর্যন্ত তারা মাত্র চারটে রান আর করতে পারল না।
দ্বিতীয় ইনিংসের শুরু থেকে এই ম্য়াচের নিয়ন্ত্রণ কলকাতা নাইট রাইডার্সের হাতেই ছিল। কিন্তু, রানে আউট হতেই গোটা হিসেব একেবারে গুলিয়ে যায়। মাঝখানে পরপর চার ওভারে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল কেকেআর ব্রিগেড। এরপর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষবেলায় রিঙ্কু চেষ্টা করলেও ম্য়াচ ততক্ষণে হাতের বাইরে চলে গিয়েছিল।
দেখে নিন পয়েন্টস টেবিল
এই মরশুমে অজিঙ্কা রাহানের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স ৫ ম্য়াচের মধ্যে দুটোয় জয়লাভ করেছে। আর ২ ম্য়াচে তাদের হারতে হয়েছে। আপাতত ২০২৫ আইপিএল পয়েন্টস টেবিলে কেকেআর পাঁচ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। ঋষভ পন্থের নেতৃত্বে লখনউ সুপার জায়ান্টসের হালও প্রায় একইরকম। তারা লিগ টেবিল ষষ্ঠ স্থানে উঠে এসেছে। এই পরিস্থিতিতে দুটো দলই আজকের ম্য়াচটা জিততে চাইবে।
দেখে নিন, ম্য়াচের যাবতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তের লাইভ আপডেটস:
৪ রানে পরাস্ত কেকেআর
হল না ইতিহাসের পুনরাবৃত্তি। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেভাবে পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন রিঙ্কু সিং, কলকাতার ইডেন গার্ডেন্সে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হল না। মঙ্গলবার (৮ এপ্রিল) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪ রানে হেরে গেল কেকেআর ব্রিগেড
লর্ড ফেরালেন দ্রে রাসকে
আউট হলেন আন্দ্রে রাসেল। ৪ বলে ৭ রান করে তিনি ফিরে যান। ডেভিড মিলার অসাধারণ একটি ক্যাচ নিলেন।
ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার
আকাশ দীপের বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন ভেঙ্কটেশ আইয়ার। ৪৫ রানে ফিরলেন ভেঙ্কি। বাউন্ডারি লাইনে এইডেন মার্করামের হাতে তিনি ক্যাচ দেন।
ফিরে গেলেন রঘুবংশী
আভেশ খানের বলে রিভার সুইপ খেলতে গিয়ে আউট হলেন অঙ্গকৃশ রঘুবংশী। ৪ বলে মাত্র ৫ রান করে ফিরে গেলেন তিনি।
আউট রমনদীপ
রবি বিষ্ণোইয়ের বলে বড় শট মারতে গেলেন রমনদীপ সিং। কিন্তু, বাউন্ডারি লাইনে এইডেন মার্করামের হাতে ক্য়াচ তুলে দিলেন রমনদীপ। ২ বলে ১ রান করে ফিরলেন তিনি।
আউট রাহানে
কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানেকে ফেরালেন শার্দূল ঠাকুর। কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় উইকেটের পতন হল। ৩৫ বলে ৬১ রান করে ফিরলেন রাহানে।
হাফসেঞ্চুরি রাহানের
অধিনায়কোচিত ইনিংস খেললেন অজিঙ্কা রাহানে। মাত্র ২৬ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। তাঁর ব্যাট থেকে ৭ চার এবং ২ ছয় হাঁকিয়েছেন।
দশম ওভারে এল ১৩ রান
১০ ওভার শেষে কেকেআর ব্রিগেড ২ উইকেট হারিয়ে ১২৯ রান করেছে। ক্রিজে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার এবং অধিনায়ক রাহানে। দুজনেই আপাতত ভাল ব্যাটিং করছেন।
অষ্টম ওভারে এল ১১ রান
অষ্টম ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ২ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে। আপাতত ব্যাট করছেন ভেঙ্কটেশ আইয়ার এবং অধিনায়ক অজিঙ্কা রাহানে।
ফিরে গেলেন সুনীল নারিন
ফিরে গেলেন সুনীল নারিন। দিগ্বেশ রথীর বলে তিনি মার্করামের হাতে ক্যাচ তুলে দেন। ১৩ বলে ৩০ রান করে ফিরলেন নারিন। এবার ব্যাট করতে নামলেন ভেঙ্কটেশ আইয়ার।
৪ ওভার শেষে কেকেআর-এর স্কোর
৪ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স এক উইকেট হারিয়ে ৬০ রান করেছে। ক্রিজে রয়েছেন অধিনায়ক রাহানে এবং সুনীল নারিন।
প্রথম ধাক্কা খেল কেকেআর
প্রথম ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। আউট হয়ে গেলেন কুইন্টন ডি কক। আকাশ দীপ তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন। এবার ব্যাট করতে নামলেন অজিঙ্কা রাহানে।
শেষ হল লখনউয়ের ব্যাটিং ধামাকা
শেষ হল লখনউ সুপার জায়ান্টের ইনিংস। ২০ ওভার শেষে তারা ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান করেছে। ৩৬ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন নিকোলাস পুরান। এছাড়া মিচেল মার্শ করেছেন ৪৮ বলে ৮১ রান। কেকেআর বোলারদের মধ্যে জোড়া উইকেট শিকার করেন হর্ষিত রানা। এছাড়া একটি উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল।
আবদুল সামাদের উইকেট নিলেন হর্ষিত রানা
১৯ ওভারে বল করতে এসেছিলেন হর্ষিত। প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন সামাদ। কিন্তু, দ্বিতীয় বলে তিনি বোল্ড হয়ে যান। আবদুল সামাদ ৪ বলে ৬ রান করলেন। তাঁর জায়গায় ব্যাট করতে নামলেন ডেভিড মিলার।
দ্বিতীয় সাফল্য এনে দিলেন আন্দ্রে রাসেল
১৬ ওভারে বল করতে আসেন আন্দ্রে রাসেল। ওভারের দ্বিতীয় বলে তিনি মিচ মার্শের উইকেট তুলে নেন। ক্যাচ ধরলেন রিঙ্কু সিং। ৪৮ বলে ৮১ রান করে আউট হলেন মার্শ। তিনি ৬ চার এবং ৫ ছয় হাঁকিয়েছেন।
মিচেল মার্শের হাফ সেঞ্চুরি
১১ ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকালেন মিচেল মার্শ। তিনি নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। ৩৬ বলে ৫০ রান করেছেন মার্শ।
প্রথম উইকেট শিকার করলেন হর্ষিত রানা
১১ ওভারে বল করতে এসেছিলেন হর্ষিত রানা।। তাঁর প্রথম বলে বাউন্ডারি হাঁকান মার্করাম। যদিও পরের বলেই বোল্ড হয়ে যান তিনি। ২৮ বলে ৪৭ রান করে ফিরতে হল মার্করামকে। তিনি ৪ চার এবং ২ ছক্কা হাঁকান।
পাওয়ারপ্লে শেষে লখনউয়ের স্কোর ৫৯-০
শেষ হল পাওয়ারপ্লে। আপাতত দুরন্ত ফর্মে রয়েছেন মিচেল মার্শ এবং এইডেন মারক্রাম। লখনউয়ের স্কোর বিনা উইকেটে ৫৯ রান। মারক্রাম ব্যাট করছেন ৩৬ রানে এবং ২১ রানে ব্যাট করছেন মিচ মার্শ। লখনউ ওভার প্রতি ৯.৮৩ রান করছেন।
ব্য়াটিং শুরু লখনউয়ের
লখনউয়ের হয়ে ব্য়াট করতে নামলেন মিচেল মার্শ এবং এইডেন মারক্রাম।
কী বললেন ঋষভ পন্থ?
টস হেরে খুব একটা খুশি নন ঋষভ নন। তিনি জানান, লখনউ সুপার জায়ান্টও টস জিতলে প্রথমে ফিল্ডিং করত। তবে লখনউয়ের প্রথম একাদশে কোনও পরিবর্তন করা হয়নি।
কী বললেন রাহানে?
কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে বললেন, 'উইকেট দেখে খুব ভাল লাগছে। দেখে মনে হচ্ছে না, উইকেটের চরিত্র খুব একটা বদলায়নি। একটা দিকে বাউন্ডারির দুরত্ব বেশ কম। সেকারণে আমরা রান তাড়া করতে চাই।'
কলকাতা নাইট রাইডার্সের দলে একমাত্র পরিবর্তন
কলকাতা নাইট রাইডার্স দলে একটাই পরিবর্তন করা হয়েছে। এই ম্য়াচে মঈন আলির জায়গায় খেলছেন স্পেনসার জনসন।
টস আপটেড
টসে জিতল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অজিঙ্কা রাহানে।
কলকাতার ওয়েদার আপডেট
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় তাপমাত্রা ম্যাচের শুরুতে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং ম্যাচের শেষে তা ২৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। আকাশে মাঝে মাঝে মেঘ দেখা যেতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আর্দ্রতা এবং তাপমাত্রা বিবেচনায়, খেলোয়াড়দের জন্য এই ম্যাচ রীতিমতো চ্যালেঞ্জিং হতে পারে।
কোথায় দেখতে পাবেন এই ম্য়াচ
আজ আইপিএল টুর্নামেন্টে ডবল হেডার আয়োজন করা হচ্ছে। দিনের প্রথম ম্য়াচ কলকাতা এবং লখনউয়ের মধ্য়ে আয়োজন করা হচ্ছে। এই ম্যাচের লাইভ টেলিকাস্ট স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাওয়া যাবে। ম্য়াচের লাইভ স্ট্রিমিং জিও হটস্টার অ্য়াপ এবং ওয়েবসাইটে দেখা যাবে। এছাড়া ম্য়াচের স্কোর এবং যাবতীয় গুরুত্বপূর্ণ লাইভ আপডেটস ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় পেয়ে যাবেন।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ
মিচেল মার্শ, এইডেন মারক্রাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুশ বদৌনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, শার্দূল ঠাকুর, আকাশ দীপ, আভেশ খান, দিগ্বেশ রথী, রবি বিষ্ণোই।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ
কুইন্টন ডি কক, সুনীল নারিন, অজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মঈন আলি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা।
কলকাতা বনাম লখনউ লাইভ
নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার লাইভ ব্লগে আপনাদের স্বাগত। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে আজ কেকেআর এবং LSG একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচ সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেটস আমরা আপনাদের কাছে নিয়ে আসব। ম্য়াচের গুরুত্বপূর্ণ খবরের লাইভ আপডেটসের জন্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে থাকুন।