KKR vs LSG in IPL 2025: ইডেন গার্ডেন্স থেকে সরল কলকাতা নাইট রাইডার্সের একটি ম্যাচ। অবাককাণ্ড হলেও, এই সিদ্ধান্তেই সিলমোহর পড়েছে। আসন্ন রামনবমী উৎসবের কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আসলে, রামনবমীর দিনই কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের আয়োজন করা হচ্ছে। প্রথমে শোনা যাচ্ছিল, এই ম্যাচের তারিখ নাকি বদল হতে পারে। কিন্তু, পরে জানা যায়, তারিখ পরিবর্তন না করে এই ম্যাচের ভেন্যু বদল করা হচ্ছে। ম্যাচটি গুয়াহাটিতে আয়োজন করা হবে।
কলকাতা পুলিশ আগেই জানিয়েছিল, রামনবমীর দিন কলকাতায় ম্যাচ হলে নিরাপত্তা দিতে সমস্যা হবে। দফায় দফায় এনিয়ে সিএবি এবং কলকাতা পুলিশ কথা বললেও সমাধান হয়নি। বিসিসিআই-ও রাজি হয়নি তারিখ বদলাতে। তাই শেষ পর্যন্ত এই ম্যাচ সরল গুয়াহাটিতে। সূত্রের খবর, এই ম্যাচ আয়োজন করার জন্য কেকেআর ম্যানেজমেন্টই নাকি গুয়াহাটিকে নতুন ভেন্যু হিসেবে বেছে নিয়েছে।
কেন আইপিএল ২০২৫ সূচিতে পরিবর্তন করা হচ্ছে?
আগামী ৬ এপ্রিল শহর কলকাতা জুড়ে রামনবমী উৎসব পালন করা হবে। হিন্দু ধর্মের কাছে এই উৎসবের গুরুত্ব অপরিসীম। শহরের বিভিন্ন রাস্তায় বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। আর ঘটনাচক্রে, এই বিশেষ দিনেই আইপিএল টুর্নামেন্টের একটি ম্যাচ কলকাতায় পড়ে গিয়েছে। আর এই জোড়া উৎসবের কারণে কলকাতা পুলিশের রাতের ঘুম উড়ে গিয়েছে।
সেক্ষেত্রে ক্রিকেট ম্যাচ এবং ধর্মীয় অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া কলকাতা পুলিশের কাছে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে এমন ঘটনা শহর কলকাতার বুকে এই প্রথমবার নয়। গত বছর এই একই কারণে কেকেআর বনাম রাজস্থান রয়্যালসের একটি ম্যাচের সূচি বদল করা হয়েছিল।
রেভ স্পোর্টসে প্রকাশিত একটি প্রতিবেদনে আগেই উল্লেখ করা হয়েছিল, 'আগামী ৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস ম্যাচের আয়োজন করা হবে। এই ম্যাচটি খুব সম্ভবত কলকাতা থেকে সরিয়ে গুয়াহাটিতে আয়োজন করা হচ্ছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এই ব্যাপারটি নিশ্চিত করেছেন। অর্থাৎ, রাম নবমীর দিনেই এই ম্যাচের আয়োজন করা হবে। তারিখ বদল করা হচ্ছে না।'