Kolkata Knight Riders: শুরু হয়ে গিয়েছে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। প্রথম ইনিংসের শেষে কেকেআর ব্রিগেড যে কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে তা বলা যেতেই পারে। নির্ধারিত ২০ ওভার শেষে কলকাতা ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে। এই ম্যাচে দুর্দান্ত একটি হাফসেঞ্চুরি করলেন অজিঙ্কা রাহানে। ৩১ বলে ৫৬ রান করেন তিনি। দলের বাকি ব্যাটাররা সেইভাবে আর নজর কাড়তে পারলেন না।
এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স শুরুটা যেভাবে করেছিল, সেটা দেখে অনেকেই মনে করেছিলেন যে প্রথম ম্যাচেই হয়ত আইপিএল ইতিহাসের সর্বাধিক রান উঠবে। যে দলটা ৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান করেছিল, তারা শেষ পর্যন্ত ১৭৫ রানের চৌকাঠও স্পর্শ করতে পারলেন। শুরু থেকে বেশ ভাল খেলছিলেন রাহানে এবং নারিন। কিন্তু, তাঁরা আউট হতেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল নাইট ব্রিগেড।
রাহানে এবং নারিনের ব্যাটিং তাণ্ডব দেখে প্রথম ১০ ওভারের মধ্যেই আরসিবি অধিনায়ক রজত পতিদার নিয়ে এসেছিলেন রসিক, সূয়শ এবং ক্রুনালকে। কিন্তু, কাজের কাজটা হয়নি। কিন্তু, পরবর্তী ৫ ওভার কিন্তু আরসিবি-র নামে ছিল। সৌজন্যে ক্রুনাল পান্ডিয়া। মিডল ওভারে বল হাতে তিনি কার্যত রাজত্ব করলেন। অজিঙ্কা, ভেঙ্কটেশ এবং রিঙ্কুর উইকেট তিনি তুলে নেন। ভেঙ্কটেশ এবং রিঙ্কু তো ক্লিন বোল্ড হয়ে যান। ৪ ওভারে ২৯ রান দিয়ে তিনি তিনটে উইকেট শিকার করে নেন।
সত্যি কথা বলতে কী, এই ম্যাচে অঙ্গকৃশ রঘুবংশী যদি ৩০ রান না করতেন, তাহলে ১৭৪ রান হত কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবার ব্যাট করতে নামবে আরসিবি। ফিল সল্ট এবং বিরাট কোহলি কেমন ব্যাটিং পারফরম্যান্স করেন, সেটাই আপাতত দেখার।