KKR vs RCB: ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলতে নামছে। এই ম্যাচটি আগামী ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। এই ম্যাচের হাত ধরেই এবারের আইপিএল যজ্ঞ শুরু হতে চলেছে। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স যে কোনও মূল্যে এই ম্যাচটা জিততে চাইবে। সত্যি কথা বলতে কী, কলকাতা এবং বেঙ্গালুরুর মধ্যে আয়োজিত এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। কিন্তু, এই ম্যাচে কেমন হবে উইকেটের চরিত্র? আসুন, সেই ব্য়াপারে আলোচনা করে নেওয়া যাক।
ইডেন গার্ডেন্সের পিচ রিপোর্ট
ক্রিকেটের নন্দনকানন যে বরাবরই ব্যাটিং সহায়ক হয়, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। এখানে শুরুর দিকে পেস বোলাররা কিছুটা হলেও সাহায্য পেতে পারেন। উইকেটে যথেষ্ট বাউন্স থাকার কারণ বল সহজেই ব্যাটে আসে। এর পাশাপাশি স্পিনাররা যথেষ্ট সুবিধা পেয়ে থাকেন। সুতরাং, বলা যেতেই পারে যে এই উইকেট থেকে ব্যাটার এবং বোলার দুই পক্ষই যথেষ্ট ফায়দা তুলতে পারবেন। এই উইকেটে গড়পড়তা ১৮০ রান উঠতে পারে। কলকাতায় এখনও পর্যন্ত ৯৩ আইপিএল ম্যাচ আয়োজন করা হয়েছে। এরমধ্যে প্রথম ইনিংসে ব্যাট করা দল ৩৮ বার এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল ৫৫ ম্যাচে জয়লাভ করেছে। সেকারণে যে দলই টসে জিতুক না কেন, তারা প্রথমে বল করতে চাইবে।
কেকেআর বনাম আরসিবি হেড টু হেড
২০০৮ আইপিএল টুর্নামেন্ট থেকে এখনও পর্যন্ত কেকেআর এবং আরসিবি-র মধ্যে মোট ৩৪ ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে কেকেআর ২০ ম্যাচে এবং আরসিবি ১৪ ম্যাচে জয়লাভ করেছে। এই মরশুমে দুটো দলই নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামবে। নাইট রাইডার্সের ব্যাটন থাকবে অজিঙ্কা রাহানের হাতে। অন্য়দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন রজত পতিদার।
ম্যাচে বৃষ্টির সম্ভাবনা
শনিবার শহর কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মুষল বৃষ্টিপাতের কারণে এই ম্যাচ ভেস্তেও যেতে পারে। ম্যাচের দিন ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উদ্বোধনী ম্যাচে দুই দলের পূর্ণাঙ্গ স্কোয়াড:
কেকেআর - অজিঙ্কা রাহানে, মণীশ পাণ্ডে, অনরিক নোর্কিয়া, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলি, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, অনুকূল রায়, রোভম্যান পাওয়েল, লভনিথ শিশোদিয়া, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুনীল নারিন, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কণ্ডে, স্পেনসার জনসন, চেতন সাকারিয়া।
আরসিবি - রজত পতিদার, ক্রুনাল পাণ্ডিয়া, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, ফিলিপ সল্ট, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, মনোজ ভাণ্ডগে, টিম ডেভিড, স্বস্তিক চিকারা, মোহিত রাঠি, লিয়াম লিভিংস্টোন, রোমারিও শেফার্ড, জেকব বেটেল, স্বপ্নীল সিং, জীতেশ শর্মা, নুয়াল তুষারা, লুঙ্গি এনগিডি, যশ দয়াল, রসিক দার সালাম, সুয়শ শর্মা, অভিনন্দন সিং।