/indian-express-bangla/media/media_files/2025/03/21/NlRfHEYgRzw9WlL4hxX9.jpg)
বৃষ্টির কারণে অনিশ্চিত কেকেআর বনাম আরসিবি ম্য়াচ
Rain in Kolkata: ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে আর মাত্র ১ দিনের অপেক্ষা। ২২ মার্চ অর্থাৎ শনিবার আইপিএল টুর্নামেন্টের নয়া মরশুম শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হচ্ছে।
গত ১৭ বছরে এই দুটো দলের মধ্য়ে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছে। আশা করা হচ্ছে, শনিবাসরীয় ম্যাচেও সেই চেনা লড়াই দেখতে পাওয়া যাবে। যদিও সমর্থকদের জন্য কিন্তু দুঃসংবাদ অপেক্ষা করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ওপেনিং ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে। শনিবার গোটা কলকাতা জুড়ে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে ম্যাচ
২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরুর আগে ওপেনিং সেরিমনি আয়োজন করা হবে। শোনা যাচ্ছে, জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, করণ ওজলা এবং অভিনেত্রী দিশা পাটানি পারফর্ম করতে পারেন। যদিও, বৃষ্টির কারণে এই ম্যাচ ভেস্তে যেতে পারে। ভারতীয় মৌসম বিজ্ঞান বিভাগ (IMD) সূত্রে জানানো হয়েছে, ২২ মার্চ সারাদিন নাকি ব্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শুক্রবার বিকেল থেকেই শহর কলকাতায় বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। ভারতীয় মৌসম বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০ থেকে ২২ মার্চ পর্যন্ত শহর কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ব্যাপক ঝড়-বৃষ্টি হবে। পাশাপাশি হাওয়ার গতিবেগও যথেষ্ট বেশি থাকবে।
কলকাতা এবং বেঙ্গালুরুর দুই নতুন অধিনায়ক
২০০৮ আইপিএল টুর্নামেন্ট থেকে এখনও পর্যন্ত কেকেআর এবং আরসিবি-র মধ্যে মোট ৩৪ ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে কেকেআর ২০ ম্যাচে এবং আরসিবি ১৪ ম্যাচে জয়লাভ করেছে। এই মরশুমে দুটো দলই নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামবে। নাইট রাইডার্সের ব্যাটন থাকবে অজিঙ্কা রাহানের হাতে। অন্য়দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন রজত পতিদার।