Advertisment

KKR vs RR Live Cricket Score Updates: নাইটদের হাতে রাজস্থানের রক্তপাত!

IPL 2019 KKR vs RR Playing 11 Live Scorecard: ম্যাচের ফলাফল যে এতটা একপেশে হবে, তা কল্পনাও করা যায় নি। এতটাই, যে এই টুর্নামেন্টে বোলারদের ত্রাস আন্দ্রে রাসেলকে ক্রিজে পা-ই রাখতে হলো না।

author-image
IE Bangla Web Desk
New Update
KKR vs RR Live Score, KKR vs RR Match Score

এই ওপেনিং জুটিই নাইটদের জেতার মুখে নিয়ে গেলেন

Rajasthan Royals vs Kolkata Knight Riders Live Score: আজকের রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে যে শাহরুখের টিমই ফেভারিট, সেটা আগেই জানা ছিল। কিন্তু ম্যাচের ফলাফল যে এতটা একপেশে হবে, তা কল্পনাও করা যায় নি। এতটাই, যে এই টুর্নামেন্টে বোলারদের ত্রাস আন্দ্রে রাসেলকে ক্রিজে পা-ই রাখতে হলো না। যেন তাঁরই ছোঁয়া পেয়ে তাঁরই ঘরানার অনুকরণে ব্যাট করে প্রথম ছয় ওভারেই ম্যাচ বের করে নিয়ে গেলেন ক্রিস লিন এবং সুনীল নারিন।

Advertisment

আগেই লিখেছিলাম, কেকেআর-কে টেক্কা দিতে হলে প্রয়োজন হবে স্রেফ ব্যক্তির নয়, ব্যাটে-বলে দলগত উৎকর্ষের। কোথায় কী! এ যেন সম্পূর্ণ আলাদা দুটি ক্রিকেট ম্যাচ দেখল জয়পুর। প্রথম ইনিংসে রাজস্থানের কেঁদে-কঁকিয়ে ১৩৯, যখন মনে হলো পিচে না জানি কী জুজু লুকিয়ে আছে। দ্বিতীয় ইনিংসে অবলীলায় তুলে তুলে চার ছয় লিন-নারিনের, সেই একই ঢিমে গতির পিচকে নস্যাৎ করে দিয়ে। ফলাফল - ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ করল রাহানের রাজস্থান।

Live IPL 2019: KKR vs RR Score Updates

Live Blog

IPL 2019 KKR vs RR Live Cricket Score Updates














22:52 (IST)07 Apr 19





















হেলায় জিত কেকেআর-এর

চলতি আইপিএল-এর এখন পর্যন্ত সবচেয়ে একপেশে ম্যাচ দেখা গেল জয়পুরে। হাসতে হাসতে জিতল কেকেআর, ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ করল রাজস্থান। ১৪ ওভারের মধ্যে যে ইনিংস শেষ হয়ে যায়, স্রেফ দুই উইকেটের বিনিময়ে, সেই ম্যাচ নিয়ে বিশেষ কিছু লেখার থাকে না। কে কত বলে কত রান করলেন, সেসব লেখাও বৃথা। শুধু একটাই কথা বলার। ম্যচ জেতানো এক রান এলো কোনও ব্যাট থেকে নয়, ওয়াইডের মাধ্যমে। রাজস্থানের বোলিং কেমন ছিল, এই বলটি সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর।

nমারাত্মক মার সুনীল নারিনেরn" id="lbcontentbody">
22:45 (IST)07 Apr 19





















publive-image
মারাত্মক মার সুনীল নারিনের
22:41 (IST)07 Apr 19





















দুই ওপেনার আউট

লিন আউট! ৩২ বলে ৫০ করে ফিরছেন, টিমকে জয়ের রাস্তায় পৌঁছে দিয়ে। সুইপ করতে গিয়ে স্কোয়ার লেগে ক্যাচ। এই আউটে কিছু এসে যায় না আর, ম্যাচের ভাগ্য তো পাওয়ার প্লে-তেই নির্ধারিত হয়ে গেছে। এখন যা চলছে, সেটা রাহানের টিমের ক্রিকেটীয় শেষকৃত্য। জিততে নাইটদের দরকার আর ২৪।

22:30 (IST)07 Apr 19





















নাইটদের ছেলেখেলা!

নিয়মরক্ষার খেলা চলছে। খেলা নয়, আসলে ছেলেখেলা! বন্যা বইছে চার-ছয়ের, আট ওভারে ৮৪-০। রাজস্থানকে রীতিমতো দুমড়ে মুচড়ে টুর্নামেন্টে চতুর্থ জয়ের পথে কেকেআর। বলতে বলতেই নারিন আউট! শ্রেয়স গোপালের বলে স্লিপে খোঁচা দিয়ে ফেরার আগে করে গেলেন ২৫ বলে ৪৭! ওপেনারের থেকে আর কী-ই বা চাইতে পারেন কোনও ক্যাপ্টেন? দশ ওভার হয়ে গেল, নাইটরা ১০৫-১, হেলাফেলার জয় আর মাত্র ৩৫ রান দূরে। মাঠ খালি হচ্ছে দ্রুত।

22:16 (IST)07 Apr 19





















22:13 (IST)07 Apr 19





















হারের দিকে দ্রুত এগোচ্ছে রাজস্থান

২৫ বলে ৫০ পেরিয়ে গেল নাইটরা! ধুন্ধুমার ব্যাটিং প্রথম বল থেকেই। পাওয়ার প্লে-র মধ্যেই যদি ষাট উঠে যায়, আর টার্গেট হয় ১৪০, ম্যাচের কঙ্কালটাই শুধু পড়ে থাকে। পাঁচ ওভারে ৫৪, রাজস্থান হারতে চলেছে। আর কলকাতা জিততে।

22:08 (IST)07 Apr 19





















কুড়ি ওভার গড়াবে এই ইনিংস?

কুলকার্নির বলে স্টাম্পে লেগেও বেল পড়ল না লিনের! উল্টে কিপারের হাত এড়িয়ে বাই চার রান হলো। চার ওভার শেষ, নাইটরা ঝড়ের গতিতে ৪৬-০। এই ম্যাচ কুড়ি ওভার পর্যন্ত গড়াবে না, নিশ্চিন্তে বাজি ধরতে পারেন এখন। মাত্র ৯৪ দরকার আর।

21:59 (IST)07 Apr 19





















মারমুখী লিন-নারিন!

স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রান তাড়া শুরু করেছে নাইটদের ওপেনিং জুটি, কুলকার্নির প্রথম ওভারেই লিনের জোড়া বাউন্ডারি। দ্বিতীয় ওভারে কৃষ্ণাপ্পা গৌতমকে তুলোধোনা করলেন নারিন চার-ছক্কায়! দু ওভারে ৩২! রানের মধ্যবিত্ত পুঁজি নিয়ে শক্তিধর নাইটদের চাপে ফেলা দুঃসাধ্য। শেষ হাসি আজও কলকাতার, দেওয়াল লিখন স্পষ্ট শুরুতেই।

21:36 (IST)07 Apr 19





















স্মিথের কাঁধে ভর করে রাজস্থানের ১৩৯

রাজস্থান শেষ করল ১৩৯-৩ এ। স্মিথ একাই টানলেন খোঁড়াতে থাকা ইনিংসকে, করলেন ৫৯ বলে ৭৩। এটা পৌনে দুশোর উইকেট নয় তা যেমন ঠিক ,পাশাপাশি এটাও মানতে হবে যে অত্যন্ত ডিসিপ্লিনড বোলিং করেছে আজ নাইটরা। এবং কার্তিকের টিমের যা ব্যাটিং শক্তি, পাল্লা আপাতত কলকাতার দিকেই ঝুঁকে। ফিরছি একটু পরেই, নিয়ে দ্বিতীয় ইনিংসের হাল হকিকত।

21:25 (IST)07 Apr 19





















দেড়শো দূর অস্ত?

দেড়শো হওয়া এখন বেশ কঠিনই দেখাচ্ছে। বাকি আর মাত্র দু'ওভার, স্কোরবোর্ডে ১১৯-৩। চার-ছয় চাই একাধিক পরের বারো বলে। নাহলে ১৩৫-৪০ এ আটকে যাবে রান, যেটা এই স্লো পিচেও নাইটদের হারানোর জন্য যথেষ্ট কি?

21:15 (IST)07 Apr 19





















গার্নির উইকেট নম্বর দুই!

আউট! রাহুল ত্রিপাঠি আউট তুলে মারতে গিয়ে। ব্যাটে-বলে হল না আদৌ, শর্ট মিড অফে লোপ্পা ক্যাচ। দ্বিতীয় উইকেট হ্যারি গার্নির, যিনি লকি ফার্গুসনের জায়গায় এসে চমৎকার বোলিং করছেন। গতি বেশি নয়, কিন্তু বুদ্ধি করে জায়গায় বল রাখতে জানেন। ১৬ ওভারে ১০৬-৩।

nস্টিভ স্মিথের পঞ্চাশn" id="lbcontentbody">
21:12 (IST)07 Apr 19





















publive-image
স্টিভ স্মিথের পঞ্চাশ
21:10 (IST)07 Apr 19





















পঞ্চাশে পৌঁছলেন স্মিথ

পঞ্চাশ হয়ে গেল স্মিথের, ৪৪ বলে। পরিণত ইনিংস, পিচের চরিত্র বুঝে। ১৫ ওভারে ১০৩-২। এখন স্ট্র্যাটেজিক টাইম আউট। শেষ পাঁচ ওভারে অন্তত পঞ্চাশ-ষাট তুলতে চাইবে রাহানের টিম। রাজস্থান তাকিয়ে স্মিথের দিকে।

21:05 (IST)07 Apr 19





















এবার খোলস ছেড়ে বেরোবেন স্মিথ?

চোদ্দ ওভার শেষ, বাকি আর ৩৬ বল। রাজস্থান ৯১-২। ক্রিজে স্মিথের সঙ্গে রাহুল ত্রিপাঠি। যাঁদের উপর দায়িত্ব স্কোরকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেওয়ার। বিগ হিটের রাস্তায় যেতেই হবে এবার। সেট হয়ে যাওয়া স্মিথ কখন খোলস ছাড়বেন?

20:55 (IST)07 Apr 19





















বাটলার আউট! পিচের শিকার!

আউট! বাটলার আউট! আবার লিখি, এই পিচ ভুরি ভুরি রানের নয়। কোনও কোন বল বেয়াড়া লাফাচ্ছে, কোনওটা হঠাৎ থমকাচ্ছে। 'এলাম, দেখলাম আর পিটিয়ে ছাতু করে দিলাম' ব্যাটিং এখানে মুশকিল। বারো ওভার হয়ে গেল, রান ৭৮ -২। হ্যারি গার্নিকে ছক্কা হাঁকালেন বাটলার, এবং পরের বলে ফের ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ! দেড়শো হবে?

nউইকেট পাওয়ার উল্লাস প্রসিধেরn" id="lbcontentbody">
20:45 (IST)07 Apr 19





















publive-image
উইকেট পাওয়ার উল্লাস প্রসিধের
20:44 (IST)07 Apr 19





















ক্রিজে জমে যাচ্ছেন স্মিথ-বাটলার

ক্রমশ সেট হয়ে যাচ্ছেন স্মিথ-বাটলার, বাড়তি ঝুঁকির রাস্তায় না গিয়ে। ইনিংসের অর্ধেক শেষ, দশ ওভারে রাজস্থান রয়্যালস ৫৬-১। আহামরি কিছু নয় রানরেট, ওভারপিছু ছয়েরও কম। তবে জরুরি যেটা, হাতে নটা উইকেট। শেষ দশে ঝড় তোলার মঞ্চ তৈরি।

20:36 (IST)07 Apr 19





















ঢিমে গতির পিচ, ১৬০ যথেষ্ট?

স্লো পিচ, ব্যাটে বল দ্রুত আসছে না জয়পুরের এই বাইশ গজে। ইচ্ছেমতো স্ট্রোকমেকিং এখানে খুব সহজ নয়। আউটফিল্ডও নয় যথেষ্ট ফাস্ট। স্পিন এখানে বড় ভূমিকা নিতে যাচ্ছে। আট ওভারের শেষে রাজস্থান ৪৩-১। এই উইকেটে ১৬০ লড়ার মতো স্কোর।

20:27 (IST)07 Apr 19





















পাওয়ার প্লে শেষ, এখনও সাদামাটা রাজস্থান

পাওয়ার প্লে শেষ, শুরুটা নেহাতই সাদামাটা রাজস্থানের। ছয় ওভারের শেষে বোর্ডে  ২৮-১। নাইটদের, বিশেষ করে চাওলার, টাইট বোলিং, স্মিথ-বাটলারকে বাধ্য করছে সাবধানী ব্যাটিংয়ে। এই দুই বিদেশির একজনকে লম্বা খেলতে হবে আজ।

20:21 (IST)07 Apr 19





















বাটলারের বাহাদুরি

চার ওভারের শেষে স্কোর ২৩-১। শেষ ওভারে বাটলারের দু দুটো বাউন্ডারি সমেত। সবাই রাসেল রাসেল করছেন বটে, কিন্তু জস বাটলারের ব্যাটিং যে ফেলনা নয় একেবারেই, সেকথা ভুললে কিন্তু চলবে না, সে আপনি কেকেআর প্লেয়ার হন বা সমর্থক। তাঁকে আগেভাগে আউট করতে পারলে যে রাজস্থানের শিরদাঁড়া ভেঙে দেওয়া অনেকটাই সহজ হয়ে যায়, সেকথা এখন আর কারোর জানতে বাকি নেই। 

20:08 (IST)07 Apr 19





















ক্যাপ্টেন আউট!

আউট! রাহানে আউট! পীযুষের প্রথম ওভারে এসেছিল ৫, রাহানের একটা বাউন্ডারি সহ। দ্বিতীয় ওভারের প্রথম বলেই প্রসিধ উইকেটের সামনে পা পেয়ে গেলেন রাহানের, এল বি! ক্রিজে স্টিভ স্মিথ।

20:00 (IST)07 Apr 19





















যথাসময়েই শুরু

প্রাক-ম্যাচ বিশ্লেষণ অনেক হল। খেলা তো মাঠে হয়। আর কুড়ি-বিশের ক্রিকেটে যেদিন যে ভাল খেলে, সে-ই জেতে। মেলে না চুলচেরা ক্রিকেটীয় যুক্তি-তক্কো। আজ কী হবে, কী হতে পারে, সেই ভবিষ্যৎবাণী থাক আপাতত, চলুন ম্যাচটা ফলো করি। আম্পায়াররা মাঠে নামছেন। লাইটস, ক্যামেরা, অ্যাকশন!

19:45 (IST)07 Apr 19





















জয়পুরে 'আন্ধি', এরপর কি ঝড় তুলতে পারবেন স্মিথ?

আপাতত ধুলোর ঝড় উঠেছে জয়পুরে। এসব দিকে বলে 'আন্ধি'। খুবই ক্ষণস্থায়ী হয় এই ধরনের ঝড়, কিন্তু শেষ না হওয়া পর্যন্ত খেলা শুরু হবে না, এটাও ঠিক। কেকেআর-এর টুইটার পেজে দেখা গেল ঝড়ের প্রাক মুহূর্ত। দেখুন নিচের টুইটে।

19:44 (IST)07 Apr 19





















19:39 (IST)07 Apr 19





















টস জিতল কেকেআর

টস শেষ, জিতে প্রত্যাশা মতোই ফিল্ডিং নিল কেকেআর। কাজেই 'রাসেল শো' দেখতে হলে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাসেল বেঙ্গালুরুর বিরুদ্ধে ওই ১৩ বলে ৪৮-এর পর বলেছেন, "কোন মাঠই আমার জন্য বড় নয়। আমি জানি, আমি 'স্পেশ্যাল'।" স্পেশ্যাল তো বটেই! সাধে কী আর ক্রিকেটগোলার্ধ রাসেল-বন্দনায় গদগদ, সাধে কী আর শাহরুখ খান রাসেলকে 'বাহুবলী' আখ্যা দিয়ে টুইট করেছেন! কোন ছকে আজ রাসেলকে আটকাবে রাজস্থান? প্ল্যান তো একটা থাকবেই। কী সেই প্ল্যান?

19:21 (IST)07 Apr 19





















টসে জিতলে চোখ বুজে ফিল্ডিং

রাতের ম্যাচে শিশির-ফ্যাক্টরের জন্য টস জিতলে চোখ বুজে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবে যে কোনও টিম , এটা সবার জানা। রাহানের কাছে টস জেতাটা বেশি জরুরি, কারণ, অতীত পরিসংখ্যান সাক্ষী, 'চেজিং সাইড' হিসেবে কেকেআর চিরদিনই ভয়ঙ্কর। তার উপর রাসেল আছেন এই অলৌকিক ফর্মে। কোন টার্গেটই নিরাপদ নয়। তিন ওভারে ষাট দরকার হলেও দ্রে রাস তুলে দিতে পারেন যখন তখন। রাহানে তো চাইবেনই, আগে কেকেআর ব্যাট করে নিক, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা।

19:17 (IST)07 Apr 19





















নাইটদের 'পেস প্রব্লেম'

কুলদীপ-নারিন-পীযুষের স্পিন আক্রমণ যে আইপিএলে সেরা, সে নিয়ে তর্কের জায়গা নেই। কিন্তু পেস? প্রসিধ কৃষ্ণ বা লকি ফার্গুসনের ইকোনমি রেট এ যাবৎ দশের উপরে, যা নিশ্চিতভাবে চিন্তায় রেখেছে কেকেআর-এর থিঙ্ক ট্যাঙ্ককে। ফার্গুসনের জায়গায় আজ প্রথম এগারোয় জায়গা পাবেন অন্য বিদেশি পেসার হ্যারি গার্নি?

19:04 (IST)07 Apr 19





















রাজস্থানে রক্তপাত!

বাংলা হিসেব, নাইটদের থামাতে হলে রাসেলকে থামাতে হবে রাজস্থানকে। পাঁচ বলে পঁচিশ চাই? দশ বলে পঁয়তাল্লিশ? কিংবা পনেরো বলে পঞ্চান্ন? রাসেল ক্রিজে থাকলে সব সম্ভব, সাক্ষী এবারের আইপিএল। রাসেল-তাণ্ডব স্তব্ধ করে দিয়েছে ক্রিকেটবিশ্বকে। চলতি আইপিএল-এ ডেথ ওভারে ৫৪ বলে করেছেন ১৭০ রান। স্ট্রাইক রেট ৩১৪.৮১! এখনও পর্যন্ত চারটে ম্যাচে বাইশটা ছক্কা, বারোটা চার! দ্রে রাস-কে থামাতে না পারলে আজ রাজস্থানে রক্তপাত অবধারিত।

18:47 (IST)07 Apr 19





















বড় পরীক্ষা স্টিভ স্মিথের

স্টিভ স্মিথের কাছেও আজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ প্রমাণ করার, এক বছর নির্বাসনের পর ফিরে যে মারমার-কাটকাট ফর্মে শুরু করেছেন ডেভিড ওয়ার্নার, সেটা তিনিও পারেন। স্মিথ সম্পূর্ণ ব্যর্থ, বলা যাবে না। রান পেয়েছেন। তবে সেটা ম্যাচ-জেতানো ইনিংস হয়ে ওঠেনি। তিনি স্টিভ স্মিথ, দুনিয়ার অন্যতম সেরা ব্যাট। টিম তো তাঁর থেকে ৩০-৪০ নয়, চাইবে ম্যাচ উইনিং নক। আজ পারবেন স্মিথ?

18:42 (IST)07 Apr 19





















18:31 (IST)07 Apr 19





















রোজ রোজ রাসেল?

কেকেআর নিয়ে একটাই চিন্তার জায়গা। রোজ কি রাসেল জেতাবেন অতিমানবিক ব্যাটিংয়ে? যাতে ঢাকা পড়ে যাবে টিমের অন্য খুচরো দুর্বলতার জায়গাগুলো? যে তিনটে জিতেছে নাইটরা, প্রত্যেকটায় হারতে পারত দ্রে রাস মোক্ষম সময়ে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ না হলে। ক্রিকেটে 'ল অফ অ্যাভারেজ' বলে একটা কথা আছে। যেদিন রাসেল তাতে আক্রান্ত হবেন, ব্যাট চলবে না আসুরিক শক্তিতে, সেদিন কী হবে?

পরিসংখ্য়ানে একটু চোখ রাখা যাক, চলতি মরসুমে এই টুর্নামেন্টে সকল ব্য়াটসম্যানদের মধ্যে বেন স্টোকসের ব্য়াটিং গড় সবচেয়ে খারাপ। চার মারার নিরিখেও মাত্র ২৭টি বাউন্ডারি এসেছে তাঁর হাত থেকে। ন্য়ূনতম ২০০ বলের বিচারে তাঁর রেট ১৪.৩। এই মরসুমে ৭-১৫ ওভারের মধ্য়ে নীতিশ রানা সবচেয়ে বেশি রান (১৩৬) করেছেন। রানার স্ট্রাইক-রেট দ্বিতীয় সর্বোচ্চ, ১৭০। একমাত্র ক্রিস গেলই এগিয়ে রয়েছেন মাঝের ওভারে রান তোলার ক্ষেত্রে। ২০৯ রান করেছেন গেইল।

আজ পিঙ্ক সিটির তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। রাতের দিকে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। সেক্ষেত্রে শিশির একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। এটা মোটামুটি পরিস্কার যে, টস জিতে ক্য়াপ্টেন বল করারই সিদ্ধান্ত নেবেন।

Rajasthan Royals Kolkata Knight Riders Andre Russell IPL
Advertisment