IPL 2025 KKR vs RR Live Score Streaming Online: শেষ হল রাজস্থান রয়্যালসের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করল। আর সেইসঙ্গে গড়ল এক লজ্জার রেকর্ড। চলতি মরশুমে এখনও পর্যন্ত এটাই কোনও দলের সর্বনিম্ন স্কোর। এই ম্যাচে কেকেআর বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা এবং মঈন আলি মিলে রাজস্থান ব্য়াটারদের কোমর ভেঙে দেন।
এই উইকেটে কলকাতা নাইট রাইডার্স কেমন ব্যাট করে, সেটাই আপাতত দেখতে হবে। কারণ প্রথম ইনিংসে স্পষ্ট দেখতে পাওয়া গিয়েছে উইকেটে কিন্তু বল পড়ার পর যথেষ্ট আটকাচ্ছে। সেকারণে শট খেলতে যথেষ্ট সমস্যা হয়েছে। হাসারঙ্গা এবং রিয়ান পরাগ এই উইকেটে জ্বলে উঠতে পারেন। অন্যদিকে, কলকাতার প্রথম একাদশে নেই সুনীল নারিন। এই পরিস্থিতিতে কলকাতার ওপেনিং জুটি কী হতে চলেছে, সেদিকেও নজর রাখছেন কেকেআর সমর্থকরা।
শুরুটা অবশ্য মন্দ করেনি রাজস্থান। পাওয়ারপ্লে চলাকালীন ৫৪ রানে তারা এক উইকেট হারায়। এরপর কলকাতার স্পিন আক্রমণের বিরুদ্ধে তারা আর এঁটে উঠতে পারেনি। পরবর্তী পাঁচ ওভারে মঈন এবং বরুণের রাজত্বে ৮২ রানে ৫ উইকেট তারা হারিয়ে ফেলে। কলকাতার এই স্পিন জুটি আট ওভারে ৪০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। বল হাতে সুনীলের অভাব যে মঈন পুষিয়ে দিয়েছেন তা বলা যেতেই পারে।
প্রসঙ্গত, ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals ) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) খেলতে নামছে। একদিকে কেকেআর ব্রিগেডকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে (Rajasthan Royals), অন্যদিকে রয়্যালস বাহিনীকে রিয়ান পরাগ (Riyan Parag)। বুধবার অর্থাৎ ২৬ মার্চ গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। প্রসঙ্গত, এই টুর্নামেন্টে দুটো দলই তাদের প্রথম ম্যাচ হেরে গিয়েছে। এই পরিস্থিতিতে বুধবার যে দলই জিতুক না কেন, ২০২৫ আইপিএল টুর্নামেন্টে তাদের প্রথম জয় হবে।
গত ম্যাচের পারফরম্যান্স
ইতিপূর্বে, দুই দলের বোলাররা যথেষ্ট হতাশ পারফরম্যান্স করেছিলেন। কলকাতা যেমন RCB-র বিরুদ্ধে ১৭৫ রান ডিফেন্ড করতে পারেনি, ঠিক তেমনই রাজস্থান রয়্যাল এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ২৮৪ রান খরচ করেছিল। এই পরিস্থিতিতে বুধবার দুটো দলই ভালো পারফরম্যান্স করে জয়ের সরণীতে ফিরতে চাইবে। দেখে নিন ম্যাচের যাবতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তের লাইভ আপডেটস:
-
Mar 26, 2025 23:02 IST
৮ উইকেটে দুরন্ত জয় কেকেআর ব্রিগেডের
কুইন্টন ডি কক একটা বিশাল ছক্কা হাঁকিয়ে কলকাতা নাইট রাইডার্সের জন্য জয়ের রাস্তা প্রশস্থ করলেন। এই ম্য়াচে রাজস্থান রয়্যালস ৮ উইকেটে হেরে গেল। এই মরশুমে এটা কলকাতা ব্রিগেডের প্রথম জয়। ৯৭ রান করে অপরাজিত থাকলেন কুইন্টন ডি কক।
-
Mar 26, 2025 22:27 IST
হাফসেঞ্চুরি ডি ককের
ছক্কা হাঁকিয়ে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন কুইন্টন ডি কক। ৩৭ বলে তিনি ফিফটি করে ফেললেন। তবে কলকাতা নাইট রাইডার্স আপাতত যথেষ্ট চাপে রয়েছে।
-
Mar 26, 2025 22:25 IST
প্যাভিলিয়নে ফিরলেন রাহানে
বড় ধাক্কা খেল কেকেআর। অধিনায়ক অজিঙ্কা রাহানে ১৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। হাসারঙ্গার ভেলকিতে পরাস্ত হলেন তিনি। রাজস্থান এই ম্য়াচে কামব্যাক করল। এই ম্য়াচ এবার যে কোনও দিকে ঝুঁকতে পারে।
-
Mar 26, 2025 22:17 IST
৮ ওভার শেষে কলকাতার স্কোর ৫৫/১
৮ ওভারের খেলা হয়ে গেল। কেকেআর আপাতত এক উইকেট হারিয়ে ৫৫ রান করেছে। ডি কক ৩০ বলে ৪২ রান করে খেলছেন। অন্যদিকে, অজিঙ্কা রাহানে ৬ রানে ব্যাট করছেন।
-
Mar 26, 2025 22:16 IST
প্রথম ধাক্কা খেল কেকেআর
মঈন আলি অবশেষে নিজের উইকেট হারালেন। রান আউট হয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হল। ৪১ রানের মাথায় প্রথম ধাক্কা খেল কেকেআর।
-
Mar 26, 2025 21:51 IST
৪ ওভারে শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২৯/০
৪ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স মাত্র ২৯ রান করেছে। যদিও কোনও উইকেট তারা এখনও পর্যন্ত হারায়নি। কুইন্টন ২৫ এবং মঈন আলি ২ রানে ব্যাট করছেন।
-
Mar 26, 2025 21:32 IST
শুরু হচ্ছে কলকাতার ব্যাটিং
কলকাতার ওপেনিং জুটিতে বড় চমক। ব্যাট করতে নামলেন মঈন আলি। সঙ্গে কুইন্টন ডি কক। সম্ভবত আর্চারকে সামলাতেই কেকেআর ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিল।
-
Mar 26, 2025 21:21 IST
কলকাতার সামনে ১৫২ রানের টার্গেট
রাজস্থান রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করল। আর সেইসঙ্গে গড়ল এক লজ্জার রেকর্ড। চলতি মরশুমে এখনও পর্যন্ত এটাই কোনও দলের সর্বনিম্ন স্কোর। এই ম্য়াচে কেকেআর বোলাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা এবং মঈন আলি মিলে রাজস্থান ব্য়াটারদের কোমর ভেঙে দেন।
-
Mar 26, 2025 21:19 IST
আউট হেটমায়ারও
হর্ষিত রানার বলে শেষ হল শিমরন হেটমায়ারের ইনিংস। হেটমায়ার মাত্র ৭ রান করে আউট হয়ে গেলেন। রাজস্থানের অষ্টম উইকেটের পতন হল। রাজস্থান ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান করেছে।
-
Mar 26, 2025 21:08 IST
প্যাভিলিয়নে ফিরলেন ধ্রুব জুরেল
রাজস্থান রয়্যালসের সপ্তম উইকেটের পতন হল। ধ্রুব জুরেলকে ক্লিন বোল্ড করে দিলেন হর্ষিত রানা। কলকাতা নাইট রাইডার্সের কাছে অবশ্যই এটা বড় সাফল্য। আর সেটাও একদম সঠিক সময়ে এসেছে। ২৮ বলে ৩৩ রান করলেন ধ্রুব।
-
Mar 26, 2025 20:44 IST
১৩ ওভার শেষে রাজস্থানের স্কোর ৯২/৫
১৩ ওভারের খেলা হয়ে গিয়েছে। রাজস্থান রয়্যালস আপাতত ৫ উইকেট হারিয়ে ৯২ রান করেছে। ধ্রুব জুরেন ৯ এবং শুভম দুবে ৩ রানে ব্যাট করছেন।
-
Mar 26, 2025 20:43 IST
ক্লিন বোল্ড নীতীশ রানা
নীতীশ রানা মাত্র ৮ রান করে আউট হলেন। মঈন আলি তাঁকে ক্লিন বোল্ড করে দেন। রাজস্থানের ইনিংস যে বড় ধাক্কা খেল, তা বলার অপেক্ষা রাখে না। আপাতত ৮২ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে রাজস্থান রয়্যালস।
-
Mar 26, 2025 20:25 IST
প্যাভিলিয়নে ফিরলেন হাসারঙ্গাও
বরুণ চক্রবর্তীর ভেলকিতে পরাস্ত হলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। হাসারঙ্গা মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। রাজস্থানের ইনিংস আপাতত বেশ ব্যাকফুটে চলে গিয়েছে। মাত্র ৭৬ রানে তারা চতুর্থ উইকেট হারাল।
-
Mar 26, 2025 20:23 IST
আউট হয়ে গেলেন যশস্বীও
রিয়ান পরাগের বলে আউট হয়ে যান যশস্বী জয়সওয়ালও। এই ম্য়াচে যশস্বী শুরুটা ভালো করেছিলেন। কিন্তু, ২৯ রান করে তাঁকে ফেরত যেতে হল। মঈন আলি কলকাতাকে বড় সাফল্য এনে দিলেন।
-
Mar 26, 2025 20:11 IST
শেষ হল রিয়ানের ইনিংস
বরুণ চক্রবর্তীর বলে বড় শট মারতে গিয়ে রিয়ান পরাগ নিজের উইকেটটা খুইয়ে বসলেন। রিয়ান ২৫ রান করে আউট হলেন। ৬৭ রানে রাজস্থানের দ্বিতীয় উইকেটের পতন হল।
-
Mar 26, 2025 20:05 IST
আগুন ঝরছে যশস্বী-পরাগের ব্যাটে
ইনিংসের ষষ্ঠ ওভারে যশস্বী জয়সওয়াল এবং রিয়ান পরাগ মোট ১৩ রান সংগ্রহ করলেন। রাজস্থানের স্কোর ৫০ টপকে গেল। যশস্বী ২৫ এবং রিয়ান ১৫ রানে ব্যাট করছেন।
-
Mar 26, 2025 20:01 IST
৫ ওভার শেষে রাজস্থানের স্কোর ৪১/১
৫ ওভারের খেলা শেষ হল। রাজস্থান রয়্যালস এক উইকেট হারিয়ে ৪১ রান করেছে। যশস্বী জয়সওয়াল ১৯ এবং রিয়ান পরাগ ৮ রানে ব্যাট করছেন।
-
Mar 26, 2025 19:54 IST
ক্লিন বোল্ড সঞ্জু স্যামসন
১৩ রান করে ক্লিন বোল্ড হয়ে গেলেন সঞ্জু স্যামসন। বৈভব অরোরা তাঁর উইকেট শিকার করেন। রাজস্থান রয়্যালসের প্রথম উইকেটের পতন হল। রাজস্থানের স্কোর ৩৩/১। মাঠে নামলেন অধিনায়ক রিয়ান পরাগ।
-
Mar 26, 2025 19:44 IST
হাত খুলছেন জয়সওয়াল-স্যামসন
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শুরুটা ভাল করেছে রাজস্থান রয়্যালস। ধীরে ধীরে ব্যাটিং ছন্দে ফিরছেন যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন। ২ ওভার শেষে বিনা উইকেটে ১৪ রান করেছে রাজস্থান। পাওয়ার-প্লে চলাকালীন উইকেটের খোঁজে কেকেআর বোলাররা।
-
Mar 26, 2025 19:30 IST
শুরু হচ্ছে খেলা
ব্যাট হাতে নামলেন যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন। বল হাতে প্রস্তুত স্পেনসার জনসন। শুরু হল খেলা।
-
Mar 26, 2025 19:24 IST
কামব্যাক করতে পারবেন কেকেআর?
গত ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং পারফরম্য়ান্স খুব একটা ভাল হয়নি। ব্যাট হাতে মন্দের ভাল পারফরম্য়ান্স করেছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে, তরুণ ক্রিকেটার অঙ্গকৃশ রঘুবংশী এবং অভিজ্ঞ সুনীল নারিন। দলের মিডল অর্ডার একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। রাসেল মাত্র ৪ রান করে আউট হয়ে যান। ভেঙ্কটেশ আইয়ার করেছিলেন মাত্র ৬ রান। আর সেকারণেই কেকেআর গত ম্য়াচে ৭ উইকেটে হেরে গিয়েছিল। আশা করা যায়, এই ম্য়াচে কলকাতার মিডল অর্ডারে ধারাবাহিকতা দেখতে পাওয়া যাবে।
-
Mar 26, 2025 19:17 IST
দেখে নিন টসের ভিডিও:
-
Mar 26, 2025 19:11 IST
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ
যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিক্ষণা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা।
-
Mar 26, 2025 19:09 IST
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ:
কুইন্টন ডি কক, ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, মঈন আলি, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেনসার জনসন, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
-
Mar 26, 2025 19:05 IST
প্রথম একাদশে নেই সুনীল নারিন
শারীরিক অসুস্থতার কারণে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে পারছেন না কলকাতা নাইট রাইডার্সের তারকা ওপেনার সুনীল নারিন। তাঁর বদলে প্রথম একাদশে আসছেন মঈন আলি। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, দলের ওপেনিং জুটি হিসেবে রাহানে এবং কুইন্টন ডি কক'কে দেখা যেতে পারে। তিন নম্বরে ব্যাট করতে আসতে পারেন ভেঙ্কটেশ আইয়ার। তবে নারিনের অনুপস্থিতি নাইট ব্রিগেডকে বড় ধাক্কা দিতে পারে।
-
Mar 26, 2025 19:04 IST
টস আপডেট
টসে জিতল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে।
-
Mar 26, 2025 18:48 IST
আজও ব্যাটিং ছন্দ দেখা যাবে নারিন-রাহানের?
কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুনীল নারি প্রথম ম্য়াচে দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করেছিলেন। অন্যদিকে, অধিনায়ক অজিঙ্কা রাহানেও বেশ ভাল ব্যাট করেন। তবে ভেঙ্কটেশ আইয়ার এবং কুইন্টন ডি ককের থেকে বড় ইনিংসের আশা করা হচ্ছে।
-
Mar 26, 2025 16:10 IST
রাজস্থান ম্যাচে ট্যাকটিকস বদলাচ্ছে কেকেআর, কী জানালেন কোচ ভরত অরুণ?
তিনি বলেন, 'যে কোনও খেলোয়াড়ের জীবনেই ব্যর্থতার সংখ্যা সাফল্যর চেয়ে সবসময় বেশি হয়। কিন্তু, মনে রাখতে হবে যে রাসেল একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। আর, ও জানে যে গত ম্যাচে ভালো পারফর্ম করতে পারেনি। তাই পরের ম্যাচগুলোয় নিজেকে প্রমাণ করতে ঝাঁপিয়ে পড়বে। আমরাও সেই আশায় আছি।'
-
Mar 26, 2025 14:03 IST
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ
সুনীল নারিন, কুইন্টন ডি কক, অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, স্পেনসর জনসন, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট প্লেয়ার - বৈভব অরোরা।
-
Mar 26, 2025 14:02 IST
মাঠে নামতে প্রস্তুত কেকেআর
-
Mar 26, 2025 14:01 IST
কেমন হতে পারে রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ?
যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ (অধিনায়ক), নীতিশ রানা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, শুভম দুবে, জোফ্রা আর্চার, মহেশ থিক্ষণা, তুষার দেশপাণ্ডে, ফজলহক ফারুকি।
ইমপ্যাক্ট প্লেয়ার - সন্দীপ শর্মা
-
Mar 26, 2025 14:00 IST
কেমন হতে চলেছেে বর্ষাপাড়া স্টেডিয়ামের উইকেট?
রাজস্থান এবং কেকেআর-এর মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচটি গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই উইকেটে সচরাচর রানের বন্যা দেখতে পাওয়া যায়। অনেকে তো আবার ব্যাটারদের স্বর্গোদ্যান বলেও উল্লেখ করেন। অর্থাৎ, বুধবারের (২৬ মার্চ) ম্যাচে যে চার-ছক্কার বন্যা দেখতে পাওয়া যাবে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।
প্রসঙ্গত, এই উইকেটে যথেষ্ট বাউন্স রয়েছে। সেকারণে বল খুব সহজেই ব্য়াটারদের কাছে আসে। আর তাই ব্যাটারদের পক্ষেও সেই বলের উপর বাউন্ডারির ঠিকানা লিখতে খুব বেশি অসুবিধা হয় না। অন্য়দিকে, রান আটকানোর জন্য বরং বোলারদের যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে। রাজস্থান এবং কলকাতার স্কোয়াডে 'এক সে বঢ়কর এক' ব্যাটার রয়েছে। মোটের উপর ভারতীয় ক্রিকেট সমর্থকরা একেবারে পয়সা উসুল পারফরম্যান্স দেখতে পাবেন।
-
Mar 26, 2025 13:55 IST
কেমন থাকবে আবহাওয়ার হাল-হকিকত?
আজ গুয়াহাটিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বললেই চলে। তবে ম্যাচ চলাকালীন আবহাওয়া যে যথেষ্ট গরম থাকবে, তা বলা যেতে পারে। এর পাশাপাশি ঘণ্টায় ৯ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। ক্রিকেট ফ্যানদের কাছে সবথেকে বড় স্বস্তির খবর, ম্য়াচ চলাকালীন আকাশ একেবারে পরিষ্কার থাকবে। একফোঁটা বৃষ্টিও পড়বে না।
-
Mar 26, 2025 13:54 IST
কখন থেকে শুরু হবে ম্য়াচ?
ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয়ে যাবে। আর ম্য়াচ শুরুর আধঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৭টায় টস হবে।
-
Mar 26, 2025 13:53 IST
কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস
নমস্কার। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ষষ্ঠ ম্য়াচে আপনাদের স্বাগত। কয়েকঘণ্টা পরই শুরু হবে আরও একটি ধামাকাদার লড়াই। একদিকে কলকাতা নাইট রাইডার্স এবং অন্যদিকে রাজস্থান রয়্যালস। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে।
KKR vs RR Highlights, IPL 2025: অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া ডি ককের, ৮ উইকেটে জয় কলকাতার
KKR vs RR Live Score Streaming, Kolkata Knight Riders vs Rajasthan Royals Guwahti IPL 2025: চলতি আইপিএল টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস লড়াই করতে নামবে।
KKR vs RR Live Score Streaming, Kolkata Knight Riders vs Rajasthan Royals Guwahti IPL 2025: চলতি আইপিএল টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস লড়াই করতে নামবে।
কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্য়াচের লাইভ আপডেটস Photograph: (কৌশিক বিশ্বাস)
IPL 2025 KKR vs RR Live Score Streaming Online: শেষ হল রাজস্থান রয়্যালসের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করল। আর সেইসঙ্গে গড়ল এক লজ্জার রেকর্ড। চলতি মরশুমে এখনও পর্যন্ত এটাই কোনও দলের সর্বনিম্ন স্কোর। এই ম্যাচে কেকেআর বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা এবং মঈন আলি মিলে রাজস্থান ব্য়াটারদের কোমর ভেঙে দেন।
এই উইকেটে কলকাতা নাইট রাইডার্স কেমন ব্যাট করে, সেটাই আপাতত দেখতে হবে। কারণ প্রথম ইনিংসে স্পষ্ট দেখতে পাওয়া গিয়েছে উইকেটে কিন্তু বল পড়ার পর যথেষ্ট আটকাচ্ছে। সেকারণে শট খেলতে যথেষ্ট সমস্যা হয়েছে। হাসারঙ্গা এবং রিয়ান পরাগ এই উইকেটে জ্বলে উঠতে পারেন। অন্যদিকে, কলকাতার প্রথম একাদশে নেই সুনীল নারিন। এই পরিস্থিতিতে কলকাতার ওপেনিং জুটি কী হতে চলেছে, সেদিকেও নজর রাখছেন কেকেআর সমর্থকরা।
শুরুটা অবশ্য মন্দ করেনি রাজস্থান। পাওয়ারপ্লে চলাকালীন ৫৪ রানে তারা এক উইকেট হারায়। এরপর কলকাতার স্পিন আক্রমণের বিরুদ্ধে তারা আর এঁটে উঠতে পারেনি। পরবর্তী পাঁচ ওভারে মঈন এবং বরুণের রাজত্বে ৮২ রানে ৫ উইকেট তারা হারিয়ে ফেলে। কলকাতার এই স্পিন জুটি আট ওভারে ৪০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। বল হাতে সুনীলের অভাব যে মঈন পুষিয়ে দিয়েছেন তা বলা যেতেই পারে।
প্রসঙ্গত, ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals ) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) খেলতে নামছে। একদিকে কেকেআর ব্রিগেডকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে (Rajasthan Royals), অন্যদিকে রয়্যালস বাহিনীকে রিয়ান পরাগ (Riyan Parag)। বুধবার অর্থাৎ ২৬ মার্চ গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। প্রসঙ্গত, এই টুর্নামেন্টে দুটো দলই তাদের প্রথম ম্যাচ হেরে গিয়েছে। এই পরিস্থিতিতে বুধবার যে দলই জিতুক না কেন, ২০২৫ আইপিএল টুর্নামেন্টে তাদের প্রথম জয় হবে।
গত ম্যাচের পারফরম্যান্স
ইতিপূর্বে, দুই দলের বোলাররা যথেষ্ট হতাশ পারফরম্যান্স করেছিলেন। কলকাতা যেমন RCB-র বিরুদ্ধে ১৭৫ রান ডিফেন্ড করতে পারেনি, ঠিক তেমনই রাজস্থান রয়্যাল এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ২৮৪ রান খরচ করেছিল। এই পরিস্থিতিতে বুধবার দুটো দলই ভালো পারফরম্যান্স করে জয়ের সরণীতে ফিরতে চাইবে। দেখে নিন ম্যাচের যাবতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তের লাইভ আপডেটস:
৮ উইকেটে দুরন্ত জয় কেকেআর ব্রিগেডের
কুইন্টন ডি কক একটা বিশাল ছক্কা হাঁকিয়ে কলকাতা নাইট রাইডার্সের জন্য জয়ের রাস্তা প্রশস্থ করলেন। এই ম্য়াচে রাজস্থান রয়্যালস ৮ উইকেটে হেরে গেল। এই মরশুমে এটা কলকাতা ব্রিগেডের প্রথম জয়। ৯৭ রান করে অপরাজিত থাকলেন কুইন্টন ডি কক।
হাফসেঞ্চুরি ডি ককের
ছক্কা হাঁকিয়ে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন কুইন্টন ডি কক। ৩৭ বলে তিনি ফিফটি করে ফেললেন। তবে কলকাতা নাইট রাইডার্স আপাতত যথেষ্ট চাপে রয়েছে।
প্যাভিলিয়নে ফিরলেন রাহানে
বড় ধাক্কা খেল কেকেআর। অধিনায়ক অজিঙ্কা রাহানে ১৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। হাসারঙ্গার ভেলকিতে পরাস্ত হলেন তিনি। রাজস্থান এই ম্য়াচে কামব্যাক করল। এই ম্য়াচ এবার যে কোনও দিকে ঝুঁকতে পারে।
৮ ওভার শেষে কলকাতার স্কোর ৫৫/১
৮ ওভারের খেলা হয়ে গেল। কেকেআর আপাতত এক উইকেট হারিয়ে ৫৫ রান করেছে। ডি কক ৩০ বলে ৪২ রান করে খেলছেন। অন্যদিকে, অজিঙ্কা রাহানে ৬ রানে ব্যাট করছেন।
প্রথম ধাক্কা খেল কেকেআর
মঈন আলি অবশেষে নিজের উইকেট হারালেন। রান আউট হয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হল। ৪১ রানের মাথায় প্রথম ধাক্কা খেল কেকেআর।
৪ ওভারে শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২৯/০
৪ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স মাত্র ২৯ রান করেছে। যদিও কোনও উইকেট তারা এখনও পর্যন্ত হারায়নি। কুইন্টন ২৫ এবং মঈন আলি ২ রানে ব্যাট করছেন।
শুরু হচ্ছে কলকাতার ব্যাটিং
কলকাতার ওপেনিং জুটিতে বড় চমক। ব্যাট করতে নামলেন মঈন আলি। সঙ্গে কুইন্টন ডি কক। সম্ভবত আর্চারকে সামলাতেই কেকেআর ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিল।
কলকাতার সামনে ১৫২ রানের টার্গেট
রাজস্থান রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করল। আর সেইসঙ্গে গড়ল এক লজ্জার রেকর্ড। চলতি মরশুমে এখনও পর্যন্ত এটাই কোনও দলের সর্বনিম্ন স্কোর। এই ম্য়াচে কেকেআর বোলাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা এবং মঈন আলি মিলে রাজস্থান ব্য়াটারদের কোমর ভেঙে দেন।
আউট হেটমায়ারও
হর্ষিত রানার বলে শেষ হল শিমরন হেটমায়ারের ইনিংস। হেটমায়ার মাত্র ৭ রান করে আউট হয়ে গেলেন। রাজস্থানের অষ্টম উইকেটের পতন হল। রাজস্থান ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান করেছে।
প্যাভিলিয়নে ফিরলেন ধ্রুব জুরেল
রাজস্থান রয়্যালসের সপ্তম উইকেটের পতন হল। ধ্রুব জুরেলকে ক্লিন বোল্ড করে দিলেন হর্ষিত রানা। কলকাতা নাইট রাইডার্সের কাছে অবশ্যই এটা বড় সাফল্য। আর সেটাও একদম সঠিক সময়ে এসেছে। ২৮ বলে ৩৩ রান করলেন ধ্রুব।
১৩ ওভার শেষে রাজস্থানের স্কোর ৯২/৫
১৩ ওভারের খেলা হয়ে গিয়েছে। রাজস্থান রয়্যালস আপাতত ৫ উইকেট হারিয়ে ৯২ রান করেছে। ধ্রুব জুরেন ৯ এবং শুভম দুবে ৩ রানে ব্যাট করছেন।
ক্লিন বোল্ড নীতীশ রানা
নীতীশ রানা মাত্র ৮ রান করে আউট হলেন। মঈন আলি তাঁকে ক্লিন বোল্ড করে দেন। রাজস্থানের ইনিংস যে বড় ধাক্কা খেল, তা বলার অপেক্ষা রাখে না। আপাতত ৮২ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে রাজস্থান রয়্যালস।
প্যাভিলিয়নে ফিরলেন হাসারঙ্গাও
বরুণ চক্রবর্তীর ভেলকিতে পরাস্ত হলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। হাসারঙ্গা মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। রাজস্থানের ইনিংস আপাতত বেশ ব্যাকফুটে চলে গিয়েছে। মাত্র ৭৬ রানে তারা চতুর্থ উইকেট হারাল।
আউট হয়ে গেলেন যশস্বীও
রিয়ান পরাগের বলে আউট হয়ে যান যশস্বী জয়সওয়ালও। এই ম্য়াচে যশস্বী শুরুটা ভালো করেছিলেন। কিন্তু, ২৯ রান করে তাঁকে ফেরত যেতে হল। মঈন আলি কলকাতাকে বড় সাফল্য এনে দিলেন।
শেষ হল রিয়ানের ইনিংস
বরুণ চক্রবর্তীর বলে বড় শট মারতে গিয়ে রিয়ান পরাগ নিজের উইকেটটা খুইয়ে বসলেন। রিয়ান ২৫ রান করে আউট হলেন। ৬৭ রানে রাজস্থানের দ্বিতীয় উইকেটের পতন হল।
আগুন ঝরছে যশস্বী-পরাগের ব্যাটে
ইনিংসের ষষ্ঠ ওভারে যশস্বী জয়সওয়াল এবং রিয়ান পরাগ মোট ১৩ রান সংগ্রহ করলেন। রাজস্থানের স্কোর ৫০ টপকে গেল। যশস্বী ২৫ এবং রিয়ান ১৫ রানে ব্যাট করছেন।
৫ ওভার শেষে রাজস্থানের স্কোর ৪১/১
৫ ওভারের খেলা শেষ হল। রাজস্থান রয়্যালস এক উইকেট হারিয়ে ৪১ রান করেছে। যশস্বী জয়সওয়াল ১৯ এবং রিয়ান পরাগ ৮ রানে ব্যাট করছেন।
ক্লিন বোল্ড সঞ্জু স্যামসন
১৩ রান করে ক্লিন বোল্ড হয়ে গেলেন সঞ্জু স্যামসন। বৈভব অরোরা তাঁর উইকেট শিকার করেন। রাজস্থান রয়্যালসের প্রথম উইকেটের পতন হল। রাজস্থানের স্কোর ৩৩/১। মাঠে নামলেন অধিনায়ক রিয়ান পরাগ।
হাত খুলছেন জয়সওয়াল-স্যামসন
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শুরুটা ভাল করেছে রাজস্থান রয়্যালস। ধীরে ধীরে ব্যাটিং ছন্দে ফিরছেন যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন। ২ ওভার শেষে বিনা উইকেটে ১৪ রান করেছে রাজস্থান। পাওয়ার-প্লে চলাকালীন উইকেটের খোঁজে কেকেআর বোলাররা।
শুরু হচ্ছে খেলা
ব্যাট হাতে নামলেন যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন। বল হাতে প্রস্তুত স্পেনসার জনসন। শুরু হল খেলা।
কামব্যাক করতে পারবেন কেকেআর?
গত ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং পারফরম্য়ান্স খুব একটা ভাল হয়নি। ব্যাট হাতে মন্দের ভাল পারফরম্য়ান্স করেছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে, তরুণ ক্রিকেটার অঙ্গকৃশ রঘুবংশী এবং অভিজ্ঞ সুনীল নারিন। দলের মিডল অর্ডার একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। রাসেল মাত্র ৪ রান করে আউট হয়ে যান। ভেঙ্কটেশ আইয়ার করেছিলেন মাত্র ৬ রান। আর সেকারণেই কেকেআর গত ম্য়াচে ৭ উইকেটে হেরে গিয়েছিল। আশা করা যায়, এই ম্য়াচে কলকাতার মিডল অর্ডারে ধারাবাহিকতা দেখতে পাওয়া যাবে।
দেখে নিন টসের ভিডিও:
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ
যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিক্ষণা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ:
কুইন্টন ডি কক, ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, মঈন আলি, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেনসার জনসন, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
প্রথম একাদশে নেই সুনীল নারিন
শারীরিক অসুস্থতার কারণে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে পারছেন না কলকাতা নাইট রাইডার্সের তারকা ওপেনার সুনীল নারিন। তাঁর বদলে প্রথম একাদশে আসছেন মঈন আলি। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, দলের ওপেনিং জুটি হিসেবে রাহানে এবং কুইন্টন ডি কক'কে দেখা যেতে পারে। তিন নম্বরে ব্যাট করতে আসতে পারেন ভেঙ্কটেশ আইয়ার। তবে নারিনের অনুপস্থিতি নাইট ব্রিগেডকে বড় ধাক্কা দিতে পারে।
টস আপডেট
টসে জিতল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে।
আজও ব্যাটিং ছন্দ দেখা যাবে নারিন-রাহানের?
কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুনীল নারি প্রথম ম্য়াচে দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করেছিলেন। অন্যদিকে, অধিনায়ক অজিঙ্কা রাহানেও বেশ ভাল ব্যাট করেন। তবে ভেঙ্কটেশ আইয়ার এবং কুইন্টন ডি ককের থেকে বড় ইনিংসের আশা করা হচ্ছে।
রাজস্থান ম্যাচে ট্যাকটিকস বদলাচ্ছে কেকেআর, কী জানালেন কোচ ভরত অরুণ?
তিনি বলেন, 'যে কোনও খেলোয়াড়ের জীবনেই ব্যর্থতার সংখ্যা সাফল্যর চেয়ে সবসময় বেশি হয়। কিন্তু, মনে রাখতে হবে যে রাসেল একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। আর, ও জানে যে গত ম্যাচে ভালো পারফর্ম করতে পারেনি। তাই পরের ম্যাচগুলোয় নিজেকে প্রমাণ করতে ঝাঁপিয়ে পড়বে। আমরাও সেই আশায় আছি।'
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ
সুনীল নারিন, কুইন্টন ডি কক, অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, স্পেনসর জনসন, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট প্লেয়ার - বৈভব অরোরা।
মাঠে নামতে প্রস্তুত কেকেআর
কেমন হতে পারে রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ?
যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ (অধিনায়ক), নীতিশ রানা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, শুভম দুবে, জোফ্রা আর্চার, মহেশ থিক্ষণা, তুষার দেশপাণ্ডে, ফজলহক ফারুকি।
ইমপ্যাক্ট প্লেয়ার - সন্দীপ শর্মা
কেমন হতে চলেছেে বর্ষাপাড়া স্টেডিয়ামের উইকেট?
রাজস্থান এবং কেকেআর-এর মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচটি গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই উইকেটে সচরাচর রানের বন্যা দেখতে পাওয়া যায়। অনেকে তো আবার ব্যাটারদের স্বর্গোদ্যান বলেও উল্লেখ করেন। অর্থাৎ, বুধবারের (২৬ মার্চ) ম্যাচে যে চার-ছক্কার বন্যা দেখতে পাওয়া যাবে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।
প্রসঙ্গত, এই উইকেটে যথেষ্ট বাউন্স রয়েছে। সেকারণে বল খুব সহজেই ব্য়াটারদের কাছে আসে। আর তাই ব্যাটারদের পক্ষেও সেই বলের উপর বাউন্ডারির ঠিকানা লিখতে খুব বেশি অসুবিধা হয় না। অন্য়দিকে, রান আটকানোর জন্য বরং বোলারদের যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে। রাজস্থান এবং কলকাতার স্কোয়াডে 'এক সে বঢ়কর এক' ব্যাটার রয়েছে। মোটের উপর ভারতীয় ক্রিকেট সমর্থকরা একেবারে পয়সা উসুল পারফরম্যান্স দেখতে পাবেন।
কেমন থাকবে আবহাওয়ার হাল-হকিকত?
আজ গুয়াহাটিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বললেই চলে। তবে ম্যাচ চলাকালীন আবহাওয়া যে যথেষ্ট গরম থাকবে, তা বলা যেতে পারে। এর পাশাপাশি ঘণ্টায় ৯ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। ক্রিকেট ফ্যানদের কাছে সবথেকে বড় স্বস্তির খবর, ম্য়াচ চলাকালীন আকাশ একেবারে পরিষ্কার থাকবে। একফোঁটা বৃষ্টিও পড়বে না।
কখন থেকে শুরু হবে ম্য়াচ?
ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয়ে যাবে। আর ম্য়াচ শুরুর আধঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৭টায় টস হবে।
কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস
নমস্কার। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ষষ্ঠ ম্য়াচে আপনাদের স্বাগত। কয়েকঘণ্টা পরই শুরু হবে আরও একটি ধামাকাদার লড়াই। একদিকে কলকাতা নাইট রাইডার্স এবং অন্যদিকে রাজস্থান রয়্যালস। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে।