/indian-express-bangla/media/media_files/2025/04/03/Ix9lj2MQvIRxRciAnc6p.jpg)
KKR vs SRH: কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ইডেন গার্ডেনসে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ। (ছবি- কৌশিক বিশ্বাস)
KKR vs SRH IPL 2025 Highlights Updates: ইডেন গার্ডেনসে বৃহস্পতিবার ৮০ রানে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল কেকেআর। টস জিতে প্রথমে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছিল সানরাইজার্স। ইডেনে রান তাড়া করা দলের জয়ের সংখ্যাই বেশি। কিন্তু, হায়দরাবাদের সেই কৌশল কাজে লাগল না। প্রথমে ব্যাটিং করে কেকেআর তুলেছিল ২০০ রান। জবাবে ১২০ রানেই অলআউট হয়ে গেল সানরাইজার্স।
আন্দ্রে রাসেলের বলে তাঁরই হাতে ধরা পড়েছেন হার্শাল প্যাটেল। তিনি ৫ বলে তিন রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন সিমরজিৎ সিং। তিনি ১ বলে বিনা রানে আউট হয়েছেন। বরুণ চক্রবর্তীর বলে হর্ষিত রানার হাতে ধরা পড়েন প্যাট কামিন্স। তিনি ১৫ বলে ২টি চার-সহ ১৪ রান করেছেন। বৈভব অরোরার বলে মঈন আলির হাতে ধরা পড়েছেন সানরাইজার্সের উইকেটরক্ষক হেনরিচ ক্লাসেন। তিনি ২১ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৩৩ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়লেন অনিকেত বর্মা। তিনি ৬ বলে ১টি চার-সহ ৬ রান করেছেন। কামিন্দু মেন্ডিস সুনীল নারাইনের বলে তাঁর হাতেই ধরা পড়েছেন। তিনি ২০ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ২৭ রান করেছেন। আন্দ্রে রাসেলের বলে সুনীল নারাইনের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ১৫ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৯ রান করেছেন। বৈভব অরোরার বলে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। তিনি ৫ বলে ২ রান করেছেন। হর্ষিত রানার বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়লেন অভিষেক শর্মা। তিনি ৬ বলে ২ রান করেছেন। এর আগে বৈভব অরোরার বলে হর্ষিত রানার হাতে ধরা পড়েন ট্রাভিস হেড। তিনি ৩ বলে ১টি চার-সহ চার রান করেছেন।
এর আগে প্রথমে ব্যাট করে কেকেআর তুলেছিল ২০০ রান। হেনরিচ ক্লাসেন রান আউট করেছেন আন্দ্রে রাসেলকে। তিনি ২ বলে ১ রান করে আউট হয়েছেন। হার্শাল প্যাটেলের বলে অনিকেত বর্মার হাতে ধরা পড়েন ভেঙ্কটেশ আইয়ার। তিনি ২৯ বলে ৭টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ৬০ রান করেছেন। কামিন্দু মেন্ডিসের বলে হার্শাল প্যাটেলের হাতে ধরা পড়েন অঙ্গকৃশ রঘুবংশী। তিনি ৩২ বলে ৫টি চার এবং ২টি ছয়ের সাহায্যে অর্ধশতক করেছেন। জিশান আনসারির বলে হেনরিচ ক্লাসেনের হাতে ধরা পড়েন অজিঙ্কা রাহানে। তিনি ২৭ বলে ১টি চার এবং ৪টি ছয়-সহ ৩৮ রান করেছেন। মহম্মদ শামির বলে হেনরিচ ক্লাসেনের হাতে ধরা পড়েছেন সুনীল নারাইল। তিনি ৭ বলে ১টি ছয়ের সাহায্যে ৭ রান করেছেন। প্যাট কামিন্সের বলে জিশান আনসারির হাতে ধরা পড়েছেন কেকেআরের ওপেনার কুইন্টন ডি কক। তিনি ৬ বলে ১ রান করেছেন।
আইপিএল ২০২৫-এর ১৫তম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনসে বৃহস্পতিবার সন্ধ্যায় অজিঙ্কা রাহানের কলকাতা নাইট রাইডার্সকে টস-এ হারিয়ে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স।আইপিএল ২০২৫ মেগা নিলামে দলে পরিবর্তন ঘটানোর পর, দুই দলই এখনও পর্যন্ত প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি।
বৃহস্পতিবারের ম্যাচের আগে কেকেআর পয়েন্ট তালিকার একেবারে নীচে ছিল। আরসিবি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পরাজয়ের মধ্যেই শুধুমাত্র রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআর একটি জয় পেয়েছিল। আর, এসআরএইচও টানা দুই ম্যাচে ভয়ংকর ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছিল।
কলকাতা নাইট রাইডার্স: কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, অঙ্কৃশ রঘুবংশী, মঈন আলি, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, রামনদীপ সিং।
সানরাইজার্স হায়দরাবাদ: অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশকুমার রেড্ডি, অনিকেত ভার্মা, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস, সিমরজিৎ সিং, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, জিশান আনসারি।
-
Apr 03, 2025 23:00 IST
KKR vs SRH Live Score, IPL 2025: সানরাইজার্স ১২০ অলআউট, কেকেআর ৮০ রানে জয়ী
ইডেন গার্ডেনসে বৃহস্পতিবার ৮০ রানে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল কেকেআর। টস জিতে প্রথমে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছিল সানরাইজার্স। ইডেনে রান তাড়া করা দলের জয়ের সংখ্যাই বেশি। কিন্তু, হায়দরাবাদের সেই কৌশল কাজে লাগল না। প্রথমে ব্যাটিং করে কেকেআর তুলেছিল ২০০ রান। জবাবে ১২০ রানেই অলআউট হয়ে গেল সানরাইজার্স।
আন্দ্রে রাসেলের বলে তাঁরই হাতে ধরা পড়েছেন হার্শাল প্যাটেল। তিনি ৫ বলে তিন রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন সিমরজিৎ সিং। তিনি ১ বলে বিনা রানে আউট হয়েছেন। বরুণ চক্রবর্তীর বলে হর্ষিত রানার হাতে ধরা পড়েন প্যাট কামিন্স। তিনি ১৫ বলে ২টি চার-সহ ১৪ রান করেছেন। বৈভব অরোরার বলে মঈন আলির হাতে ধরা পড়েছেন সানরাইজার্সের উইকেটরক্ষক হেনরিচ ক্লাসেন। তিনি ২১ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৩৩ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়লেন অনিকেত বর্মা। তিনি ৬ বলে ১টি চার-সহ ৬ রান করেছেন। কামিন্দু মেন্ডিস সুনীল নারাইনের বলে তাঁর হাতেই ধরা পড়েছেন। তিনি ২০ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ২৭ রান করেছেন। আন্দ্রে রাসেলের বলে সুনীল নারাইনের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ১৫ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৯ রান করেছেন। বৈভব অরোরার বলে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। তিনি ৫ বলে ২ রান করেছেন। হর্ষিত রানার বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়লেন অভিষেক শর্মা। তিনি ৬ বলে ২ রান করেছেন। এর আগে বৈভব অরোরার বলে হর্ষিত রানার হাতে ধরা পড়েন ট্রাভিস হেড। তিনি ৩ বলে ১টি চার-সহ চার রান করেছেন। -
Apr 03, 2025 22:54 IST
KKR vs SRH Live Score, IPL 2025: হায়দরাবাদের ৯ম উইকেটের পতন, ফিরলেন সিমরজিৎ সিং
বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন সিমরজিৎ সিং। তিনি ১ বলে বিনা রানে আউট হয়েছেন।
বরুণ চক্রবর্তীর বলে হর্ষিত রানার হাতে ধরা পড়েন প্যাট কামিন্স। তিনি ১৫ বলে ২টি চার-সহ ১৪ রান করেছেন। বৈভব অরোরার বলে মঈন আলির হাতে ধরা পড়েছেন সানরাইজার্সের উইকেটরক্ষক হেনরিচ ক্লাসেন। তিনি ২১ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৩৩ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়লেন অনিকেত বর্মা। তিনি ৬ বলে ১টি চার-সহ ৬ রান করেছেন। কামিন্দু মেন্ডিস সুনীল নারাইনের বলে তাঁর হাতেই ধরা পড়েছেন। তিনি ২০ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ২৭ রান করেছেন। আন্দ্রে রাসেলের বলে সুনীল নারাইনের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ১৫ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৯ রান করেছেন। বৈভব অরোরার বলে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। তিনি ৫ বলে ২ রান করেছেন। হর্ষিত রানার বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়লেন অভিষেক শর্মা। তিনি ৬ বলে ২ রান করেছেন। এর আগে বৈভব অরোরার বলে হর্ষিত রানার হাতে ধরা পড়েন ট্রাভিস হেড। তিনি ৩ বলে ১টি চার-সহ চার রান করেছেন। -
Apr 03, 2025 22:46 IST
KKR vs SRH Live Score, IPL 2025: হায়দরাবাদের ৭ম উইকেটের পতন, ফিরলেন হেনরিচ ক্লাসেন
বৈভব অরোরার বলে মঈন আলির হাতে ধরা পড়েছেন সানরাইজার্সের উইকেটরক্ষক হেনরিচ ক্লাসেন। তিনি ২১ বলে ২টি চার এবং ২টি ছয়-সহ ৩৩ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়লেন অনিকেত বর্মা। তিনি ৬ বলে ১টি চার-সহ ৬ রান করেছেন। কামিন্দু মেন্ডিস সুনীল নারাইনের বলে তাঁর হাতেই ধরা পড়েছেন। তিনি ২০ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ২৭ রান করেছেন। আন্দ্রে রাসেলের বলে সুনীল নারাইনের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ১৫ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৯ রান করেছেন। বৈভব অরোরার বলে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। তিনি ৫ বলে ২ রান করেছেন। হর্ষিত রানার বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়লেন অভিষেক শর্মা। তিনি ৬ বলে ২ রান করেছেন। এর আগে বৈভব অরোরার বলে হর্ষিত রানার হাতে ধরা পড়েন ট্রাভিস হেড। তিনি ৩ বলে ১টি চার-সহ চার রান করেছেন।
-
Apr 03, 2025 22:26 IST
KKR vs SRH Live Score, IPL 2025: হায়দরাবাদের ৬ষ্ঠ উইকেটের পতন, ফিরলেন অনিকেত বর্মা
বরুণ চক্রবর্তীর বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়লেন অনিকেত বর্মা। তিনি ৬ বলে ১টি চার-সহ ৬ রান করেছেন। কামিন্দু মেন্ডিস সুনীল নারাইনের বলে তাঁর হাতেই ধরা পড়েছেন। তিনি ২০ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ২৭ রান করেছেন। আন্দ্রে রাসেলের বলে সুনীল নারাইনের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ১৫ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৯ রান করেছেন। বৈভব অরোরার বলে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। তিনি ৫ বলে ২ রান করেছেন। হর্ষিত রানার বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়লেন অভিষেক শর্মা। তিনি ৬ বলে ২ রান করেছেন। এর আগে বৈভব অরোরার বলে হর্ষিত রানার হাতে ধরা পড়েন ট্রাভিস হেড। তিনি ৩ বলে ১টি চার-সহ চার রান করেছেন।
-
Apr 03, 2025 22:21 IST
KKR vs SRH Live Score, IPL 2025: হায়দরাবাদের ৫ম উইকেটের পতন, ফিরলেন কামিন্দু মেন্ডিস
কামিন্দু মেন্ডিস সুনীল নারাইনের বলে তাঁর হাতেই ধরা পড়েন। তিনি ২০ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ২৭ রান করেছেন। আন্দ্রে রাসেলের বলে সুনীল নারাইনের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ১৫ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৯ রান করেছেন। বৈভব অরোরার বলে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। তিনি ৫ বলে ২ রান করেছেন। হর্ষিত রানার বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়লেন অভিষেক শর্মা। তিনি ৬ বলে ২ রান করেছেন। এর আগে বৈভব অরোরার বলে হর্ষিত রানার হাতে ধরা পড়েন ট্রাভিস হেড। তিনি ৩ বলে ১টি চার-সহ চার রান করেছেন।
-
Apr 03, 2025 22:11 IST
KKR vs SRH Live Score, IPL 2025: হায়দরাবাদের ৪র্থ উইকেটের পতন, ফিরলেন নীতীশকুমার রেড্ডি
আন্দ্রে রাসেলের বলে সুনীল নারাইনের হাতে ধরা পড়েন নীতীশকুমার রেড্ডি। তিনি ১৫ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৯ রান করেন। বৈভব অরোরার বলে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। তিনি ৫ বলে ২ রান করেছেন। হর্ষিত রানার বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়লেন অভিষেক শর্মা। তিনি ৬ বলে ২ রান করেছেন। এর আগে বৈভব অরোরার বলে হর্ষিত রানার হাতে ধরা পড়েন ট্রাভিস হেড। তিনি ৩ বলে ১টি চার-সহ চার রান করেছেন।
-
Apr 03, 2025 21:43 IST
KKR vs SRH Live Score, IPL 2025: হায়দরাবাদের ৩য় উইকেটের পতন, ফিরলেন ঈশান কিষাণ
বৈভব অরোরার বলে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। তিনি ৫ বলে ২ রান করেছেন। হর্ষিত রানার বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়লেন অভিষেক শর্মা। তিনি ৬ বলে ২ রান করেছেন। এর আগে বৈভব অরোরার বলে হর্ষিত রানার হাতে ধরা পড়েন ট্রাভিস হেড। তিনি ৩ বলে ১টি চার-সহ চার রান করেছেন।
-
Apr 03, 2025 21:16 IST
KKR vs SRH Live Score, IPL 2025: কেকেআর ২০ ওভারে ৬ উইকেটে ২০০
হেনরিচ ক্লাসেন রান আউট করেছেন আন্দ্রে রাসেলকে। তিনি ২ বলে ১ রান করে আউট হয়েছেন। হার্শাল প্যাটেলের বলে অনিকেত বর্মার হাতে ধরা পড়েন ভেঙ্কটেশ আইয়ার। তিনি ২৯ বলে ৭টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ৬০ রান করেছেন। কামিন্দু মেন্ডিসের বলে হার্শাল প্যাটেলের হাতে ধরা পড়েন অঙ্গকৃশ রঘুবংশী। তিনি ৩২ বলে ৫টি চার এবং ২টি ছয়ের সাহায্যে অর্ধশতক করেছেন। জিশান আনসারির বলে হেনরিচ ক্লাসেনের হাতে ধরা পড়েন অজিঙ্কা রাহানে। তিনি ২৭ বলে ১টি চার এবং ৪টি ছয়-সহ ৩৮ রান করেছেন। মহম্মদ শামির বলে হেনরিচ ক্লাসেনের হাতে ধরা পড়েছেন সুনীল নারাইল। তিনি ৭ বলে ১টি ছয়ের সাহায্যে ৭ রান করেছেন। প্যাট কামিন্সের বলে জিশান আনসারির হাতে ধরা পড়েছেন কেকেআরের ওপেনার কুইন্টন ডি কক। তিনি ৬ বলে ১ রান করেছেন।
-
Apr 03, 2025 21:10 IST
KKR vs SRH Live Score, IPL 2025: কেকেআরের ৫ম উইকেটের পতন, ফিরলেন ভেঙ্কটেশ
হার্শাল প্যাটেলের বলে অনিকেত বর্মার হাতে ধরা পড়লেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি ২৯ বলে ৭টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ৬০ রান করেছেন। কামিন্দু মেন্ডিসের বলে হার্শাল প্যাটেলের হাতে ধরা পড়েন অঙ্গকৃশ রঘুবংশী। তিনি ৩২ বলে ৫টি চার এবং ২টি ছয়ের সাহায্যে অর্ধশতক করেছেন। জিশান আনসারির বলে হেনরিচ ক্লাসেনের হাতে ধরা পড়েন অজিঙ্কা রাহানে। তিনি ২৭ বলে ১টি চার এবং ৪টি ছয়-সহ ৩৮ রান করেছেন। মহম্মদ শামির বলে হেনরিচ ক্লাসেনের হাতে ধরা পড়েছেন সুনীল নারাইল। তিনি ৭ বলে ১টি ছয়ের সাহায্যে ৭ রান করেছেন। প্যাট কামিন্সের বলে জিশান আনসারির হাতে ধরা পড়েছেন কেকেআরের ওপেনার কুইন্টন ডি কক। তিনি ৬ বলে ১ রান করেছেন।
-
Apr 03, 2025 20:37 IST
KKR vs SRH Live Score, IPL 2025: কেকেআরের ৪র্থ উইকেটের পতন, ফিরলেন রঘুবংশী
কামিন্দু মেন্ডিসের বলে হার্শাল প্যাটেলের হাতে ধরা পড়েছেন অঙ্গকৃশ রঘুবংশী। তিনি ৩২ বলে ৫টি চার এবং ২টি ছয়ের সাহায্যে অর্ধশতক করেছেন। জিশান আনসারির বলে হেনরিচ ক্লাসেনের হাতে ধরা পড়েন অজিঙ্কা রাহানে। তিনি ২৭ বলে ১টি চার এবং ৪টি ছয়-সহ ৩৮ রান করেছেন। মহম্মদ শামির বলে হেনরিচ ক্লাসেনের হাতে ধরা পড়েছেন সুনীল নারাইল। তিনি ৭ বলে ১টি ছয়ের সাহায্যে ৭ রান করেছেন। প্যাট কামিন্সের বলে জিশান আনসারির হাতে ধরা পড়েছেন কেকেআরের ওপেনার কুইন্টন ডি কক। তিনি ৬ বলে ১ রান করেছেন।
-
Apr 03, 2025 20:25 IST
KKR vs SRH Live Score, IPL 2025: কেকেআরের ৩য় উইকেটের পতন, ফিরলেন রাহানে
জিশান আনসারির বলে হেনরিচ ক্লাসেনের হাতে ধরা পড়লেন অজিঙ্কা রাহানে। তিনি ২৭ বলে ১টি চার এবং ৪টি ছয়-সহ ৩৮ রান করেছেন। মহম্মদ শামির বলে হেনরিচ ক্লাসেনের হাতে ধরা পড়েছেন সুনীল নারাইল। তিনি ৭ বলে ১টি ছয়ের সাহায্যে ৭ রান করেছেন। প্যাট কামিন্সের বলে জিশান আনসারির হাতে ধরা পড়েছেন কেকেআরের ওপেনার কুইন্টন ডি কক। তিনি ৬ বলে ১ রান করেছেন।
-
Apr 03, 2025 19:47 IST
KKR vs SRH Live Score, IPL 2025: কেকেআরের ২য় উইকেটের পতন, ফিরলেন নারাইন
মহম্মদ শামির বলে হেনরিচ ক্লাসেনের হাতে ধরা পড়েছেন সুনীল নারাইল। তিনি ৭ বলে ১টি ছয়ের সাহায্যে ৭ রান করেছেন। প্যাট কামিন্সের বলে জিশান আনসারির হাতে ধরা পড়েছেন কেকেআরের ওপেনার কুইন্টন ডি কক। তিনি ৬ বলে ১ রান করেছেন।
-
Apr 03, 2025 19:42 IST
KKR vs SRH Live Score, IPL 2025: শুরুতেই বড় ধাক্কা কলকাতার, ফিরলেন কক
প্যাট কামিন্সের বলে জিশান আনসারির হাতে ধরা পড়লেন কেকেআরের ওপেনার কুইন্টন ডি কক। তিনি ৬ বলে ১ রান করেছেন।
-
Apr 03, 2025 19:33 IST
KKR vs SRH Live Score, IPL 2025: ইমপ্যাক্ট সাব
সানরাইজার্স হায়দরাবাদের ইমপ্যাক্ট সাবস: অভিনব মনোহর, জয়দেব উনাদকাট, ট্রাভিস হেড, রাহুল চাহার, ভিয়ান মুল্ডার।
কলকাতা নাইট রাইডার্সের ইমপ্যাক্ট সাবস: মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকুল রায়, রভম্যান পাওয়েল, লভনীথ সিসোদিয়া। -
Apr 03, 2025 19:20 IST
KKR vs SRH Live Score, IPL 2025: দুই দলের একাদশ
কলকাতা নাইট রাইডার্স: কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, অঙ্কৃশ রঘুবংশী, মঈন আলি, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, রামনদীপ সিং।
সানরাইজার্স হায়দরাবাদ: অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশকুমার রেড্ডি, অনিকেত ভার্মা, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস, সিমরজিৎ সিং, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, জিশান আনসারি। -
Apr 03, 2025 19:17 IST
KKR vs SRH Live Score, IPL 2025: কী বললেন দুই দলের অধিনায়ক?
দুই দলের অধিনায়ক যা বললেন:
প্যাট কামিন্স: আমরা বোলিং করব। পিচটা ভালোই লাগছে। তবে আমি অতটা বুঝি না। গতবার ফাইনালে ওরা আমাদের হারিয়েছিল। তবে এবার দুই দলেই কিছু পরিবর্তন এসেছে। আমরা ব্যাটিং নিয়ে কথা বলেছি। আমাদের সেরা পারফরম্যান্স এসেছে আক্রমণাত্মক খেলার সময়। তবে ব্যাটিং কখনও বেপরোয়া হওয়া উচিত নয়। অনিকেত দুর্দান্ত পারফর্ম করছে। যে কোনও পরিস্থিতিতে ও নির্ভীক থাকে। সমন্বয়টা গুরুত্বপূর্ণ। তবে আমাদের কাছে পরিষ্কার পরিকল্পনা রয়েছে।অজিঙ্কা রাহানে: পিচ তো ভালোই মনে হচ্ছে। আমি বেশ খুশি। আমরাও প্রথমে বোলিং করতাম। এই পিচ আমাদের স্পিনারদের সাহায্য করবে। ঘরের মাঠে যা চাওয়া উচিত, সেটাই পাওয়া দরকার, তবে ব্যাটিংয়ে দ্রুত পরিস্থিতি বুঝে নিতে হবে। আমরা একসঙ্গে বসেছি, আলোচনা করেছি কীভাবে আরও ভালো করা যায়, তা নিয়ে। তবে এটি একটি দীর্ঘদিনের টুর্নামেন্ট। বেশ কিছুদিন খারাপ কেটেছে। স্পেনসার জনসনের জায়গায় মঈন আলি খেলবে। যে কোনো পরিকল্পনাই হোক, মাঠে নেমে আমাদের ভালো খেলতে হবে।
-
Apr 03, 2025 19:09 IST
KKR vs SRH Live Score, IPL 2025: টস জিতল সানরাইজার্স, বোলিংয়ের সিদ্ধান্ত
সানরাইজার্স হায়দরাবাদ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিল।
-
Apr 03, 2025 18:58 IST
KKR vs SRH Live Score, IPL 2025: বরুণ চক্রবর্তী বনাম ট্রাভিস হেড
দুবাইয়ে গত মাসের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বরুণ চক্রবর্তী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। বিশেষ করে, ট্র্যাভিস হেডকে আউট করার জন্য তাঁকে দলে রাখা হয়েছিল। তামিলনাড়ুর এই স্পিনার সেই লক্ষ্যে সফল হয়েছিলেন। আইপিএলেও, কি অজিঙ্কা রাহানে পাওয়ারপ্লেতে একই রকম কৌশলে চক্রবর্তীকে ব্যবহার করবেন? যাতে হায়দরাবাদের বিধ্বংসী বাঁহাতিকে দ্রুত ফেরানো যায়?
-
Apr 03, 2025 18:51 IST
KKR vs SRH Live Score, IPL 2025: সর্বোচ্চ উইকেট সংগ্রাহক
KKR বনাম SRH (বর্তমান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক)
-
আন্দ্রে রাসেল – ২৩ উইকেট
-
সুনীল নারিন – ১৪ উইকেট
-
বরুণ চক্রবর্তী – ১১ উইকেট
-
-
Apr 03, 2025 18:50 IST
KKR vs SRH Live Score, IPL 2025: সর্বোচ্চ রান সংগ্রাহক
KKR বনাম SRH (বর্তমান খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক রান)
মণীশ পাণ্ডে – ৪৩৮ রান
আন্দ্রে রাসেল – ৩০৫ রান -
Apr 03, 2025 18:48 IST
KKR vs SRH Live Score, IPL 2025: দুই দলের স্কোয়াড
ইডেন আজ দুই দলের স্কোয়াড
কলকাতা নাইট রাইডার্স: কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, অংকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, স্পেনসার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী আনরিখ নর্তজে, মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকুল রায়, লভনীথ সিসোদিয়া, চেতন সাকারিয়া, রহমানউল্লাহ গুরবাজ, মায়াঙ্ক মার্কণ্ডে, রোভম্যান পাওয়েল, মঈন আলি।সানরাইজার্স হায়দরাবাদ: যশস্বী জয়সওয়াল, শুভম দুবে, নীতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা, ফজলহক ফারুকি, সঞ্জু স্যামসন, কুণাল সিং রাঠোর, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়া, কেনা মাফাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, যুধবীর সিং চড়ক, আশোক শর্মা, বৈভব সুর্যবংশী।
-
Apr 03, 2025 18:43 IST
KKR vs SRH Live Score, IPL 2025: ইডেনে দুই দলের লড়াইয়ের পরিসংখ্যান!
কেকেআর বনাম এসআরএইচ- ইডেন গার্ডেনসে পরিসংখ্যান
-
মোট ম্যাচ: ১০
-
এসআরএইচ জয়: ৩
-
কেকেআর জয়: ৭
-
শেষ ফলাফল: কেকেআর ৪ রানে জয়ী (২০২৪)
-
-
Apr 03, 2025 18:41 IST
KKR vs SRH Live Score, IPL 2025: স্বাগত!
আজ আইপিএলের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। পাঠকদের এই ম্যাচে স্বাগত। ২০২৪ সালের আইপিএল ফাইনালেও এখানে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার হায়দরাবাদ হেরেছিল। আজ কী হয়, সেটাই এখন দেখার।