/indian-express-bangla/media/media_files/2025/04/03/yrOuvNTejC5voE57d4aX.jpg)
Kolkata Knight Riders vs SunRisers Hyderabad: কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। (ছবি- আইপিএল)
KKR vs SRH IPL 2025: Predicted Playing 11, Full Squads, and Key Players to Watch Out For: আইপিএল ২০২৫-এর হাই-ভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৩ এপ্রিল ইডেন গার্ডেনসে সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) মুখোমুখি হবে। গত বছর আইপিএ ফাইনাল হয়েছিল ইডেন গার্ডেনসে। খেলেছিল এই দুই দলই। ওই ম্যাচে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। তবে, চলতি মরশুমে দুই দলের আর গতবারের মত ধারাবাহিকতা নেই। উভয় দলই তিনটের মধ্যে দুটো করে ম্যাচ হেরেছে।
দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স
কলকাতা নাইট রাইডার্স তাদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে বড় ব্যবধানে হেরেছে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং— সব বিভাগেই তারা পিছিয়ে ছিল। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ ইতিমধ্যেই দুটি ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে এবং তাদের বোলিং পারফরম্যান্সও ছিল সাদামাটা। অবশ্য সেসবের সঙ্গে বৃহস্পতিবারের ম্যাচকে গুলিয়ে ফেললে হবে না। কারণ, এই ম্যাচ, কলকাতা এবং হায়দরাবাদ- উভয় দলের কাছেই সম্মানরক্ষার লড়াই।
কেকেআর বনাম এসআরএইচ সম্ভাব্য একাদশ
কেকেআর সম্ভাব্য একাদশ:
কুইন্টন ডি কক (উইকেটকিপার)
সুনীল নারিন
অজিঙ্কা রাহানে (অধিনায়ক)
ভেঙ্কটেশ আইয়ার
অঙ্কৃষ রঘুবংশী
রিঙ্কু সিং
আন্দ্রে রাসেল
রামনদীপ সিং
হর্ষিত রানা
স্পেন্সার জনসন
বরুণ চক্রবর্তী
কেকেআর ইমপ্যাক্ট সাবস:
বৈভব অরোরা / মণীশ পাণ্ডে
এসআরএইচ সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা
ট্র্যাভিস হেড
ঈশান কিষাণ
নীতীশ রেড্ডি
হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার)
অনিকেত ভার্মা
অভিনব মনোহর
প্যাট কামিন্স
হর্ষল প্যাটেল
মহম্মদ শামি
জিশান আনসারি
এসআরএইচ ইমপ্যাক্ট সাবস:
ভিয়ান মালডার / অ্যাডাম জাম্পা
কেকেআর বনাম এসআরএইচ, আইপিএল ২০২৫ সম্পূর্ণ স্কোয়াড
কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড:
কুইন্টন ডি কক, সুনীল নারিন, অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, অঙ্কৃষ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, স্পেন্সার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আনরিখ নর্তজে, মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকুল রায়, লভনীত সিসোদিয়া, চেতন সাকারিয়া, রহমনুল্লাহ গুরবাজ, মায়াঙ্ক মার্কণ্ডে, রভম্যান পাওয়েল, মইন আলি।
আরও পড়ুন- ছিল আর্জি! মর্জিমাফিক পিচ পাবে নাইটরা?
সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াড:
যশস্বী জয়সওয়াল, শুভম দুবে, নীতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), সিমরন হেটমায়ার, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা, ফজলহক ফারুকি, সঞ্জু স্যামসন, কুনাল সিং রাঠোর, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়া, কুয়েনা মাফাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, যুধবীর সিং চরক, অশোক শর্মা, বৈভব সুর্যবংশী।