কেকেআরের নামের পাশে দুটো আইপিএল ট্রফি। তবে গৌতম গম্ভীরের ধারণা, আন্দ্রে রাসেলকে কেকেআর আরো আগে কিনলে, নাইটদের খেতাবের সংখ্যা আরো বেশি হত।
স্টার স্পোর্টসের 'ক্রিকেট কানেক্টেড' অনুষ্ঠানে কেকেআরের সফলতম অধিনায়ক জানিয়ে দিলেন, "স্রেফ মনে করা যাক রাসেলকে কেকেআর ৫০ লক্ষ টাকায় কিনলো। আর ৮ কোটির পবন নেগির ঠিকানা হলো দিল্লি ডেয়ারডেভিলস। আমি কেকেআরের শুরু থেকে ৭ বছর ওকে পেলে আরও ভালো হতো। আমরা নির্ঘাত আরও দু-একবার চ্যাম্পিয়ন হতাম।"
আইপিএলে কেকেআর প্রথমবার চেন্নাই সুপারকিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ২০১২ সালে। ২০১৪ সালে দ্বিতীয়বার খেতাব যেতে নাইটরা। দুবারই গম্ভীরের নেতৃত্বে।
২০১২ সালে দিল্লি ডেয়ার ডেভিলসের জার্সিতে আইপিএলে অভিষেক ঘটে রাসেলের। তবে চোট আঘাত এবং বিক্ষিপ্ত সুযোগ বাদ দিলে প্রথম দুই মরশুমে সুবিধে করতে পারেননি ক্যারাবিয়ান তারকা।
২০১৪ সালে কেকেআরের জার্সি গায়ে চাপান রাসেল। সেই মরশুমে মাত্র দুটো ম্যাচে সুযোগ জুটেছিল তাঁর। এরপরে ২০১৫ সালে প্রথমবার আইপিএলে সুপারস্টার হয়ে ওঠা তার। সেই বছর ১৯২ স্ট্রাইক রেটে ৩২৬ রান করার পাশাপাশি ১৪টা উইকেটও দখল করেছিলেন তিনি।
২০১৬ সালে ব্যাট হাতে নয়, বল নিয়ে মারকাটারি পারফরম্যান্স মেলে ধরেন তিনি। ব্যাট করতে নেমে ১৮৮ রান করলেও বল হাতে তুলে নেন ১৫ উইকেট। কেকেআর সেবার প্লে অফে উঠলেও ফাইনালে পৌঁছাতে পারেনি।
এক বছরের নির্বাসন কাটিয়ে ২০১৮ সালে আইপিএলে প্রত্যাবর্তন রাসেল স্মরণীয় করে রাখেন ৩০০ র বেশি রান সহ ১৩টা উইকেট তুলে নিয়ে। গত মরশুম রাসেলের আইপিএল কেরিয়ারের সেরা। ১১ উইকেটের সঙ্গে ব্যাট হাতে ৫১০ রান স্কোর করেছিলেন।
সবমিলিয়ে, ৬৪টি আইপিএল ম্যাচ খেলে রাসেল ১৪০০ রান করছেন। সংগ্রহে ৫৫টি উইকেট।