ইংল্যান্ডের কোচ হয়েই কোটি কোটি টাকা বেতন ম্যাককালামের! KKR ছেড়ে লাভবান-ই হলেন

আইপিএল পর্ব শেষ হলেই কেকেআরের দায়িত্ব ছাড়ছেন ব্রেন্ডন ম্যাককালাম। তিনি ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচ নিযুক্ত হচ্ছেন।

ইংল্যান্ডের কোচ হয়েই কোটি কোটি টাকা বেতন ম্যাককালামের! KKR ছেড়ে লাভবান-ই হলেন

২৪ ঘন্টা আগেই ইসিবির তরফে ঘোষণা করা হয়েছে ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হচ্ছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাঠে ম্যাককালামের নতুন চ্যালেঞ্জ শুরু হতে চলেছে। বর্তমানে আইপিএল কোচিংয়ের সূত্রে নাইট রাইডার্স শিবিরে রয়েছেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, ম্যাককালাম কেকেআরে কোচের পদ থেকে সরে দাঁড়াবেন আইপিএলের পরে। তারপরে সরাসরি ইংল্যান্ডে পাড়ি দেবেন। এই প্রথমবার কোনও দেশের জাতীয় ক্রিকেট দলে কোচিং করাবেন তিনি। অবসরের পরে কেবলমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই কোচিং করিয়েছেন তিনি।

আরও পড়ুন: ম্যাককালামের বিদায়! এই পাঁচ তারকা KKR-এর পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে

চার বছরের চুক্তিতে বিশাল পরিমাণ বেতন পাবেন ম্যাককালাম। টেলিগ্রাফ.কো. ইউরো-র প্রতিবেদন অনুযায়ী, ম্যাককালাম ২ মিলিয়ন ইউরো পাবেন চার বছরে। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ১৮.৮৮ কোটি টাকা। শুধু টেস্ট দলেরই কোচ হচ্ছেন ম্যাককালাম। সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের পৃথক কোচ রয়েছে।

গত এক বছর ধরে ইংল্যান্ড টেস্টে শোচনীয় ফর্মে রয়েছে। শেষ ১৭ টেস্টে এসেছে মাত্র একটি হয়। যে কারণে সিলভারউডের চাকরি যায়। গত মাসে জো রুটও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ইংল্যান্ডের নতুন টেস্ট ক্যাপ্টেন হচ্ছেন বেন স্টোকস। যিনি আবার জন্মসূত্রে নিউজিল্যান্ডের।

অবসরের পরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে কোচিং কেরিয়ার শুরু। ২০২০-তে কেকেআরের কোচ হন। ম্যাককালামের কোচিংয়ে ত্রিনবাগো নাইট রাইডার্স খেতাব জিতলেও কেকেআর প্লে অফে উঠতে পারেনি ২০২০-তে।

আরও পড়ুন: প্লে অফ আশঙ্কার মধ্যেই দল ছাড়লেন KKR-এর বিদেশি! ভয়ঙ্কর বিপদে নাইট শিবির

২০২১-এ কেকেআর মরসুমের শুরুটা শোচনীয় করে। তবে আমিরশাহি পর্বে দারুণভাবে প্রত্যাবর্তন করে ফাইনাল পর্যন্ত পৌঁছে হয়। যদিও সিএসকের কাছে খেতাবি লড়াইয়ে ব্যর্থ হন নাইটরা। চলতি মরশুমে ১২ ম্যাচে ৫ জয় নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের মঞ্চ তৈরি করে ফেলেছে নাইট রাইডার্স। তবে কেকেআর প্লে অফে পৌঁছে গেলে ম্যাককালামের ইংল্যান্ড যাত্রা বিলম্ব হবে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Kkrs brendon mccullum to earn huge money as england team test coach

Next Story
ম্যাককালামের বিদায়! এই পাঁচ তারকা KKR-এর পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে
Exit mobile version