Advertisment

মারণ ক্যান্সারে আক্রান্ত KKR-এ গত বছরও খেলে যাওয়া তারকা বিদেশি, দুঃখের খবর জানালেন নিজেই

আইপিএলের সময়েই একরাশ দুঃখের খবর মিলল

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

গত বছরেও আইপিএলে খেলেছেন কেকেআরের জার্সিতে। এবার সেই স্যাম বিলিংস জানালেন, স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। সহ-ক্রিকেটারদের মধ্যে এই মারণ অসুখের বিষয়ে সতর্ক করার কাজ চালিয়ে যেতে চান তিনি।

Advertisment

গত বছর জোড়া অস্ত্রোপচারের সম্মুখীন হয়েছিলেন বিলিংস। বুক থেকে ক্যান্সারের থাবা বসানো কোষ অপসারণও করা হয়। মঙ্গলবারেই নিজের সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে জানান ইংল্যান্ডের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান।

কাউন্টিতে কেন্টের হয়ে খেলার সময় নিয়ম মাফিক শারীরিক পরীক্ষা নিরীক্ষার সময়েই ধরা পড়েন তিনি কর্কট রোগে আক্রান্ত। ব্রিটেনের দ্য টেলিগ্রাফ-এ তিনি জানিয়েছেন, "০.৬ মিমি মেলানোমা ধরা পড়ে আমার। বিপজ্জনকভাবে এটা ০.৭ মিমিতেও পৌঁছে গিয়েছিল। যদি শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা স্থগিত করে আরও ছয় মাস অপেক্ষা করতাম, তাহলে হয়ত এই মেলানোমা ভয়াবহ পর্যায়ে পৌঁছে যেত। এর বৃদ্ধির হার খুব কম, তবে ফলাফল মারাত্মক হতে পারে।"

জাতীয় দলের হয়ে তিনটে টেস্ট, ২৮ ওয়ানডে এবং ৩৭টি টি২০ খেলা তারকা বর্তমানে কাউন্টিতে খেলছেন। জানাচ্ছেন, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিই বদলে গিয়েছে তাঁর। "সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই পরিস্থিতি আরও স্বচ্ছতা এনে দিয়েছে আমার মধ্যে, বিশেষ করে সকলের চোখে ভালো হওয়ার বদলে আমি নিজে কী করতে চাই। এই বছর ধরে এটাই করতে চেয়েছি, এর ফলাফল হয়ত হয়ে দাঁড়িয়েছে ড্রিংক্স বয়ে নিয়ে যাওয়া। ক্রিকেটই জীবনের সব এবং একমাত্র নয়। এটা গুরুত্বপূর্ণ। তবে দেখার ভঙ্গি বদলে গিয়েছে। এই ঘটনা জীবনের বিষয়ে আমাকে আরও আশাবাদী করে তুলেছে।"

"আমি কেবলমাত্র পেশাদার ক্রিকেটারদের কথাই বলছি না। যারা ক্লাব পর্যায়ে খেলে এমনকি যাঁরা খেলা দেখেন। তাঁদের সকলকেই বলতে চাইছি। সম্প্রতি লর্ডসে খেললাম ভরা রোদের মধ্যে। এমন নয় যে তাপমাত্রা ২৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। হয়ত ১৮-র আশেপাশে ছিল। তবে এই তাপমাত্রাতেও কিন্তু সানবার্ন হতে পারে। আমরা হয়ত হালকা ছলেই সানস্ক্রিন লাগাই। তবে ক্রিকেট নিয়ে এই শিক্ষা কিন্তু অস্ট্রেলিয়ার মত অনেক দেশেই নেই। সমস্ত দেশ একত্রে এই সমস্যা মেটাতে উদ্যোগী হচ্ছে, এমনটা দেখতে চাই। রোদ উঠছে। এসো আমরা নিজেদের সুরক্ষিত করি।"

গত বছর নাইটদের জার্সিতে ৮ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন বিলিংস। ১৬৯ রান-ও করেছিলেন। তবে অসুস্থতার জন্য অধিকাংশ ম্যাচেই খেলতে পারেননি।

Read the full article in ENGLISH

KKR Kolkata Knight Riders England IPL cancer Cancer Care
Advertisment