KKR IPL 2025: উদ্বোধনী ম্যাচ ইডেন গার্ডেনে, আরসিবির বিরুদ্ধে গতবারের চ্যাম্পিয়ন কেকেআরের খেলাতেই শুরু আইপিএল ২০২৫
Kolkata Knight Riders IPL 2025 Schedule and Fixtures: আইপিএল ২০২৫-এ কলকাতা নাইট রাইডার্সের সময় এবং সূচি: কেকেআর এখনও এই মরশুমে দলের অধিনায়কের নাম ঘোষণা করেনি।
KKR IPL: গতবছর (২০২৪ সাল) আইপিএল জয়ের পর ট্রফি হাতে কেকেআর। (ফাইল ছবি)
KKR IPL 2025 Full Schedule: কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল ২০২৫ অভিযান ২২ মার্চ ইডেন গার্ডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু করবে। কেকেআর গত মরশুমের চ্যাম্পিয়ন। তাই স্বাভাবিক নিয়মেই তারা এই মরশুমে আইপিএলের প্রথম ম্যাচ খেলবে। এক দশক পর ২০২৪ সালে কেকেআর তাদের প্রথম আইপিএল শিরোপা জিতেছে। এই ফ্র্যাঞ্চাইজি গত বছরের অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। টিম ইন্ডিয়ার জন্য টিম মেন্টর গৌতম গম্ভীরও তাদের ছেড়ে গিয়েছেন।
Advertisment
১০ ফ্র্যাঞ্চাইজির টুর্নামেন্ট আইপিএল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ৯ মার্চ-এর মাত্র ১২ দিন পরেই শুরু হবে। এক প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএল ২০২৫ মোট ১২টি ভেন্যুতে খেলা হবে। ১০টি ফ্র্যাঞ্চাইজির ১০টি 'হোম' স্টেডিয়াম ছাড়াও, গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম ম্যাচ খেলার সম্ভাবনা আছে। পাশাপাশি, পাঞ্জাব কিংসের দ্বিতীয় ভেন্যু হিসেবে থাকছে ধর্মশালা। এমনটাই আপাতত জানা গিয়েছে।