/indian-express-bangla/media/media_files/2025/02/16/PpR42YJaUnrAvQzXrVtm.jpg)
KKR IPL: গতবছর (২০২৪ সাল) আইপিএল জয়ের পর ট্রফি হাতে কেকেআর। (ফাইল ছবি)
KKR IPL 2025 Full Schedule: কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল ২০২৫ অভিযান ২২ মার্চ ইডেন গার্ডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু করবে। কেকেআর গত মরশুমের চ্যাম্পিয়ন। তাই স্বাভাবিক নিয়মেই তারা এই মরশুমে আইপিএলের প্রথম ম্যাচ খেলবে। এক দশক পর ২০২৪ সালে কেকেআর তাদের প্রথম আইপিএল শিরোপা জিতেছে। এই ফ্র্যাঞ্চাইজি গত বছরের অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। টিম ইন্ডিয়ার জন্য টিম মেন্টর গৌতম গম্ভীরও তাদের ছেড়ে গিয়েছেন।
১০ ফ্র্যাঞ্চাইজির টুর্নামেন্ট আইপিএল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ৯ মার্চ-এর মাত্র ১২ দিন পরেই শুরু হবে। এক প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএল ২০২৫ মোট ১২টি ভেন্যুতে খেলা হবে। ১০টি ফ্র্যাঞ্চাইজির ১০টি 'হোম' স্টেডিয়াম ছাড়াও, গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম ম্যাচ খেলার সম্ভাবনা আছে। পাশাপাশি, পাঞ্জাব কিংসের দ্বিতীয় ভেন্যু হিসেবে থাকছে ধর্মশালা। এমনটাই আপাতত জানা গিয়েছে।
কলকাতায় কবে ম্যাচ?
ম্যাচ নং | তারিখ | দিন | সময় | হোম টিম | অ্য়াওয়ে টিম |
১ | ২২ মার্চ | শনিবার | সন্ধে ৭.৩০ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | কলকাতা নাইট রাইডার্স |
১৫ | ৩ এপ্রিল | বৃহস্পতিবার | সন্ধে ৭.৩০ | সানরাইজার্স হায়দরাবাদ | লখনউ সুপার জায়ান্টস |
১৯ | ৬ এপ্রিল | রবিবার | দুপুর ৩.৩০ | লখনউ সুপার জায়ান্টস | সানরাইজার্স হায়দরাবাদ |
৩৬ | ১৯ এপ্রিল | শনিবার | সন্ধে ৭.৩০ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | লখনউ সুপার জায়ান্টস |
৩৯ | ২১ এপ্রিল | সোমবার | সন্ধে ৭.৩০ | কলকাতা নাইট রাইডার্স | গুজরাট টাইটানস |
৪৪ | ২৬ এপ্রিল | শনিবার | সন্ধে ৭.৩০ | কলকাতা নাইট রাইডার্স | পঞ্জাব কিংস |
৫৩ | ৪ মে | রবিবার | সন্ধে ৩.৩০ | কলকাতা নাইট রাইডার্স | রাজস্থান রয়্যালস |
৫৭ | ৭ মে | বুধবার | সন্ধে ৭,৩০ | কলকাতা নাইট রাইডার্স | চেন্নাই সুপার কিংস |
৭৩ | ২৩ মে | শুক্রবার | সন্ধে ৭.৩০ | কোয়ালিয়ার টু | ----------------------------- |
৭৪ | ২৫ মে | রবিবার | সন্ধে ৭.৩০ | ফাইনাল | ----------------------------- |
আরও পড়ুন- আইপিএলের সূচি দেখে নিন একনজরে! কবে, কখন, কোথায় কোন ম্যাচ, জানুন বিস্তারিত
কেকেআর স্কোয়াড: রিংকু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, রমনদীপ সিংদের কেকেআর ধরে রেখেছিল। নিলামে দলে নিয়েছে- ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি টাকা), কুইন্টন ডি কক (৩.৬০ কোটি টাকা), রহমানুল্লাহ গুরবাজ (২ কোটি টাকা), অ্যানরিচ নর্টজে (৬.৫০ কোটি টাকা), আংকৃশ রঘুবংশী (৩ কোটি টাকা), বৈভব অরোরা (১.৮০ কোটি টাকা), মায়াঙ্ক মার্কণ্ডে (৩০ লক্ষ টাকা), রোভম্যান পাওয়েল (১.৫০ কোটি টাকা), মণীশ পাণ্ডে (৭৫ লক্ষ টাকা), স্পেন্সার জনসন (২.৮০ কোটি টাকা), লুবনিথ সিসোদিয়া (৩০ লক্ষ টাকা), অজিঙ্কা রাহানে (১.৫০ লক্ষ টাকা), অনুকূল রায় (৪০ লক্ষ টাকা), মইন আলি (২ কোটি), ওমরান মালিক (৭৫ লক্ষ টাকা)-কে।