Advertisment

নাইটদের রিঙ্কুর ক্যাপ্টেন এবার ভেঙ্কটেশ! বঞ্চনার শিকার হয়ে জবাব দিতে নামছেন KKR সুপারস্টার

জাতীয় দলে ব্রাত্য রিঙ্কু আবার মাঠ মাতাতে প্রস্তুত

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলে ঝড় তুলে দিয়েছিলেন। ছক্কার ছক্কার বিস্ফোরণে রিঙ্কু সিং মাতিয়ে দিয়েছিলেন আইপিএল। তবুও জায়গা হয়নি জাতীয় দলে। ভাবা হয়েছিল স্বপ্নের আইপিএল সিজনের পর রিঙ্কুকে হয়ত জাতীয় টি২০ দলে দেখা যাবে। তবে ক্যারিবিয়ান সিরিজের দল ঘোষণায় যশস্বী জয়সোয়াল, মুকেশ কুমারদের মত নবাগতদের জায়গা জুটলেও ব্রাত্যই থেকে গিয়েছে কেকেআরের রিঙ্কু।

Advertisment

আপাতত ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে রিঙ্কু জায়গা পান কিনা, সেদিকে নজর থাকবে ক্রিকেট মহলের। আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণার আগে রিঙ্কু অবশ্য নিজেকে চেনানোর প্ল্যাটফর্ম পাচ্ছেন।

জুলাইয়ের ২৪ তারিখ থেকে পন্ডিচেরিতে শুরু হচ্ছে দেওধর ট্রফি। সেই টুর্নামেন্টে মধ্যাঞ্চল থেকে নির্বাচিত হলেন তিনি। খেলবেন কেকেআর সতীর্থ ভেঙ্কটেশ আইয়ারের নেতৃত্বে।

আইপিএলে রিঙ্কু শিরোনামে উঠে এসেছিলেন গুজরাট টাইটান্স পেসার ইয়াশ দয়ালকে শেষ ওভারে টানা পাঁচ ছক্কায় ম্যাচ জিতিয়ে। এরপরে রিঙ্কু আইপিএল মচিয়ে দিয়েছেন একের পর এক ম্যাচে পারফর্ম করে। টুর্নামেন্টের অন্যতম সেরা ফিনিশার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রিঙ্কু। ১৪ ম্যাচে ধারাবাহিক ভালো খেলা রিঙ্কু ৪৭৪ রান করেছেন ৫৯.২৫ গড়ে। পাঁচটা হাফসেঞ্চুরিও হাঁকিয়েছেন রিঙ্কু।

তবে দেওধর ট্রফিতে পারফর্ম করে আয়ারল্যান্ড সিরিজের আগে নির্বাচকদের বার্তা দিতে চাইবেন তিনি। রিঙ্কুর সঙ্গেই নির্বাচকদের নজরে থাকবেন ভেঙ্কটেশ আইয়ার। ২০২১ আইপিএলে ধুন্ধুমার পারফর্ম করে কেকেআরকে ফাইনাল পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন ভেঙ্কটেশ। সেই পারফরম্যান্সের জেরে জাতীয় দলে জায়গা পেলেও সে স্থান পাকা করতে পারেননি মধ্যপ্রদেশের অলরাউন্ডার।

এছাড়াও নজরে থাকবেন সরফরাজ খান, শিভম মাভি, মহসিন খান, নীতিশ রানাদের ওপর। কেকেআরের ক্যাপ্টেন রানা এবার উত্তরাঞ্চলের অধিনায়ক। পশ্চিমাঞ্চলের ক্যাপ্টেন ঘোষিত হয়েছেন প্রিয়াঙ্ক পাঞ্চাল। মুম্বইয়ের হয়ে আইপিএলে পাঁচ উইকেট নেওয়া আকাশ মাদওয়ালও খেলবেন দেওধর ট্রফিতে।

IPL Rinku Singh KKR Kolkata Knight Riders
Advertisment