Advertisment

Rinku Singh in IPL: KKR-এ থাকার মন নেই রিঙ্কুর, হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজির জন্য প্রকাশ্যে ইচ্ছাপ্রকাশ সুপারস্টারের

Rinku Singh in RCB: গত কয়েক সিজন ধরেই কেকেআরের জার্সিতে নিয়মিত তিনি। লোয়ার অর্ডারে পোলার্ডের সঙ্গেই বিস্ফোরক ব্যাটিংয়ে নজর কাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন। কেকেআরের হয়ে দুর্ধর্ষ খেলার সুবাদেই জাতীয় দলে জায়গা খেলার সুযোগ পেয়েছেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rinku Singh, KKR, IPL final 2024

Rinku Singh World Cup dream KKR champion: বিশ্বকাপ দলে রিজার্ভ স্কোয়াডে জায়গা পেয়েছেন রিঙ্কু সিং (আইপিএল, বিসিসিআই)

Rinku Singh, RCB, IPL, KKR: আগামী সংস্করণের আইপিএলের নিলাম কয়েক মাস পরেই। রিটেনশন নিয়ে এখনই বোর্ডের তরফে সরকারিভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তবে কোন দলের তরফে কোন কোন প্লেয়ারদের মেগা নিলামের আগে ধরে রাখা হবে তা নিয়ে আলোচনা তুঙ্গে।

Advertisment

দল বদলের এই আবহেই এবার বোমা ফাটালেন রিঙ্কু সিং। সরাসরি জানিয়ে দিলেন, কেকেআর নয়, আরসিবির হয়ে খেলতে চান তিনি।

গত কয়েক সিজন ধরেই কেকেআরের জার্সিতে নিয়মিত তিনি। লোয়ার অর্ডারে পোলার্ডের সঙ্গেই বিস্ফোরক ব্যাটিংয়ে নজর কাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন। কেকেআরের হয়ে দুর্ধর্ষ খেলার সুবাদেই জাতীয় দলে জায়গা খেলার সুযোগ পেয়েছেন তিনি।

তবে আইপিএলের মত টুর্নামেন্টে দলবদল একদমই স্বাভাবিক ঘটনা। আইপিএলে রিটেনশন কমিয়ে দেওয়া হলে কেকেআরের তরফে রিলিজ করা হতেই পারে রিঙ্কুকে। সেক্ষেত্রে কোন দলের জার্সি গায়ে চাপাতে চান তিনি। তারকা বাঁ হাতি ব্যাটার স্পোর্টস টক-এ মনের কথা খোলসা করে বলে দিয়েছেন, "আরসিবি। কারণ বিরাট কোহলি ওখানেই রয়েছে।"

পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে অভিষেক রিঙ্কুর। তবে পাঞ্জাবের হয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ২০১৮-য় কেকেআর রিঙ্কুকে কিনে নেয় নিলাম থেকে। তারপর থেকে তিনি কেকেআরের সংসারের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছেন। প্ৰথম দুই সিজনে মাত্র নয়টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ২০২১ পর্যন্ত কেকেআরের প্রথম একাদশে নিয়মিত ছিলেন না। ২০২২-এর নিলামের আগে রিঙ্কুকে ছেড়ে দিয়েও নাইট শিবির পুনরায় টেবিল থেকে তারকাকে কেনে।তারপর ২০২৩ সিজনে ব্লকবাস্টার পারফরম্যান্স উপহার দেন। গুজরাট টাইটান্স-এর বিপক্ষে টানা পাঁচ ছক্কা হাঁকিয়ে হারা ম্যাচ নাইটদের জিতিয়ে দেন। তারপর জাতীয় দলে সুযোগ পেতে বেশি অপেক্ষা করতে হয়নি।

রিঙ্কু অবশ্য পছন্দের গন্তব্য জানিয়েই দিয়েছেন। বিরাট কোহলির সঙ্গে রিঙ্কুর হৃদ্যতা নতুন কিছু নয়। জাতীয় দলের দুই ফরম্যাটেই বিরাটের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছেন। এমনকি বিরাটের ব্যাটে নির্দ্বিধায় চেয়ে নিয়েছেন আইপিএল চলাকালীন।

এবার বিরাটের আইপিএল সতীর্থ হওয়ার কি সুযোগ পাবেন কেকেআরের রিঙ্কু? সময়ই তাঁর উত্তর দেবে।

RCB KKR Kolkata Knight Riders Royal Challengers Bangalore IPL Rinku Singh
Advertisment