KL Rahul Daughter: লক্ষ্মী এলো ঘরে, বাবা হলেন কেএল রাহুল

KL Rahul and Athiya Shetty Daughter: গত বছর নভেম্বর মাসেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পরিবারে এই নতুন সদস্যের কথা জানিয়েছিলেন রাহুল এবং আথিয়া। সেখানে লিখেছিলেন, '২০২৫ সালে আমাদের সংসারে এক নতুন সদস্য আসতে চলেছে।'

KL Rahul and Athiya Shetty Daughter: গত বছর নভেম্বর মাসেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পরিবারে এই নতুন সদস্যের কথা জানিয়েছিলেন রাহুল এবং আথিয়া। সেখানে লিখেছিলেন, '২০২৫ সালে আমাদের সংসারে এক নতুন সদস্য আসতে চলেছে।'

author-image
IE Bangla Sports Desk
New Update
KL Rahul Baby

কন্যা সন্তানের বাবা হলেন কেএল রাহুল Photograph: (Twitter - Mufaddal Vohra)

KL Rahul and Athiya Shetty Daughter: দিল্লি ক্যাপিটালস দলের তারকা ব্যাটার কেএল রাহুল এবং তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির সংসারে এল এক নতুন সদস্য। সোমবার (২৪ মার্চ) এই দম্পতির ঘর আলো করে এসেছে এক কন্যাসন্তান। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ইনস্টাগ্রামে একটি পোস্ট করে একথা জানিয়েছেন রাহুল।

Advertisment

প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পরিবারে এই নতুন সদস্যের কথা জানিয়েছিলেন রাহুল এবং আথিয়া। সেখানে লিখেছিলেন, '২০২৫ সালে আমাদের সংসারে এক নতুন সদস্য আসতে চলেছে।'

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএল মরশুমে কেএল রাহুল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। কিন্তু, সোমবার (২৪ মার্চ) তিনি লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নামেননি। ফ্র্যাঞ্চাইজির অনুমতি নিয়েই ছুটি নিয়েছেন তিনি। এই সময়টা নিজের পরিবারের পাশে থাকতে চেয়েছেন। ২০২৫ আইপিএল মেগা নিলামে কেএল রাহুলকে ১৪ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 

রাহুল এই খবর দেওয়া মাত্রই শুভেচ্ছার বন্যা শুরু হয়ে গিয়েছে। সকলেই এই ছোট্ট পরীকে আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন।

উল্লেখ্য, বলিউড সুপারস্টার সুনীল শেঠির মেয়ে হলেন আথিয়া। ২০২৩ সালের ২৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলকে বিয়ে করেন তিনি।

KL Rahul Delhi Capitals athiya shetty