/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/team-india-injury.jpeg)
Cricket-Ranking: ভারতীয় দলের খেলোয়াড়রা। (টুইটার)
Rohit Sharma, Hardik Pandya, KL Rahul: রোহিত শর্মার পর ভারতীয় দলের দায়িত্ব কে সামলাবেন, তা এবার বেছেই ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই রোহিত শর্মা টি২০ ফরম্যাটের আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। তাঁর সঙ্গেই বিরাট কোহলিও টি২০ ফরম্যাটের আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসরের কথা জানিয়েছেন। গত মাসে ভারতীয় দল টি২০ বিশ্বকাপ জয়ের পরই দুই তারকা তাঁদের এই সিদ্ধান্তের কথা জানান।
এরপরই জল্পনা চলছিল, রোহিতের অবর্তমানে ভারতীয় দলের দায়িত্ব কার হাতে থাকবে, তা নিয়ে। তবে, বিসিসিআই যে হার্দিক পান্ডিয়ার ব্যাপারে একটা মনস্থির করেই রেখেছিল, সেটা আগে থেকে বোঝা গিয়েছিল। হার্দিক এবারের আইপিএলে ভালো কিছু করতে পারেননি। হাজারো টানাপোড়েনের পর তাঁকে মুম্বইয়ের অধিনায়ক করা হয়েছিল। কিন্তু, রোহিত জমানায় পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই হার্দিকের নেতৃত্বে এবারের আইপিএলে গোহারান হেরেছে। তারপরও তাঁকে টি২০ বিশ্বকাপে বাছাই ভারতীয় দলের সহ-অধিনায়ক করে পাঠানো হয়েছিল।
টি২০ বিশ্বকাপে হার্দিক ৮ ম্যাচে ১১ উইকেট পেলেও ভালোই রান দিয়েছেন। অবশ্য, তিনি অলরাউন্ডার। ব্যাটিংয়ে এক ম্যাচে অপরাজিত ৫০ রান করেছেন। সব মিলিয়ে ৬টা ম্যাচে মোট ১৪৪ রান তুলেছেন। আর, সেসব দেখিয়েই রোহিতের জায়গায় হার্দিক পান্ডিয়াকেই আসন্ন টি২০ সিরিজে ভারতীয় দলের অধিনায়ক করে দিচ্ছে বিসিসিআই। শুধু তাই নয়, কার্যত রোহিতকে ব্রাত্য করে দিয়ে কেএল রাহুলকে ভারতের একদিনের দলের অধিনায়কও ঘোষণা করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের এক সূত্র একথা সংবাদমাধ্যমকে জানিয়েছে। কেএল রাহুল ভারতের উইকেটরক্ষক ব্যাটার। তবে, রোহিত এখনও একদিনের ক্রিকেট থেকে অবসর নেননি। তিনি কেএল রাহুলের অধিনায়কত্বে খেলবেন কি না, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে।
গত বছরই, অর্থাৎ মাত্র কয়েকমাস আগে রোহিতের নেতৃত্বে ভারতীয় দল একদিনের বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিল। অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল। বিশ্বকাপে সেরা সমস্ত দলকে হারিয়েছিলেন রোহিত অ্যান্ড কোং। সেই রোহিতকে সরিয়ে কেএল রাহুলকে কেন একদিনের ক্রিকেট দলের অধিনায়ক করা হবে? আর, সেটা কোন যোগ্যতার ভিত্তিতে? সেই প্রশ্নও অবশ্য ইতিমধ্যে উঠতে শুরু করেছে।
আরও পড়ুন- কে কোহলি, চিনিই না! না চেনার ভান করে বিরাটকে অপমানের রাস্তায় হাঁটলেন কিংবদন্তি ইব্রাহিমোভিচ
আর সেই কারণেই রাহুলের ব্যাপারটা নিয়ে এখনও ফয়সালা না হলেও হার্দিকের অধিনায়কত্বের ব্যাপারটা আপাতত নিশ্চিত। বিসিসিআইয়ের এক সূত্র এই ব্যাপারে সংবাদমাধ্যমকে বলেছেন, 'রোহিত টি২০ ফরম্যাট থেকে অবসর নিয়েই নিয়েছেন। এবার হার্দিকই টিম নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবেন। আর, রোহিতের অবর্তমানে কেএল রাহুল একদিনের ফরম্যাটে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। গত একদিনের বিশ্বকাপে রাহুল দুর্দান্ত খেলেছেন। ৯ ম্যাচে ৩৮৬ রান করেছেন। তারমধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে অপরাজিত ৯৭ রান করেছিলেন। তার ফলেই ভারত ম্যাচটা জিতেছিল।'