/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/India-team.jpg)
কানপুরে প্ৰথম টেস্টে নামার আগেই দুঃসংবাদ। চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন কেএল রাহুল। তাঁর বদলে দলে এলেন সূর্যকুমার যাদব।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্ট খেলবে ভারত। ২৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্ৰথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ওয়াংখেড়েতে। বোর্ডের তরফে বলা হয়েছে, কেএল রাহুল অনুশীলনের সময় উরুর পেশিতে চোট পেয়েছেন। তারপরেই বাইরে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে।
আরও পড়ুন: টেস্ট দলে থেকে সরাসরি বাদ বিহারি! দল ঘোষণার দিনেই প্রকাশ্যে জানা গেল কারণ
এর আগে ভারতের টেস্ট দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন সূর্যকুমার যাদব। জানা গিয়েছে, মঙ্গলবার গ্রিন পার্ক স্টেডিয়ামে বাধ্যতামূলক অনুশীলনে হাজির ছিলেন না রাহুল। অনুশীলনে শুভমান গিলের সঙ্গে ওপেনিংয়ে দেখা গিয়েছিল মায়াঙ্ক আগারওয়ালকে। টেস্ট সিরিজের সহ অধিনায়ক চেতেশ্বর পূজারাকে ব্যাট করতে দেখা যায়।
NEWS - Suryakumar Yadav replaces KL Rahul in India's Test squad.
KL Rahul has sustained a muscle strain on his left thigh and has been ruled out of the upcoming 2-match Paytm Test series against New Zealand.
More details here -https://t.co/ChXVhBSb6H#INDvNZ@Paytmpic.twitter.com/uZp21Ybajx— BCCI (@BCCI) November 23, 2021
আরও জানা যাচ্ছে, শ্রেয়স আইয়ার অথবা সূর্যকুমার যাদবের মধ্যে একজনের অভিষেক ঘটছে বৃহস্পতিবার। মিডল অর্ডারে ব্যাট করবেন তিনি।
টিম ম্যানেজমেন্টের ভাবনায় শুভমান গিলকে মিডল অর্ডারে ভাবা হচ্ছিল। তবে কেএল রাহুল ছিটকে যাওয়ার পরে ফের ওপেনিংয়েই দেখা যাবে তাঁকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড:
সূর্যকুমার যাদব, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, জয়ন্ত যাদব
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন