Advertisment

রাহুল বলছেন টেকনিক 'ওভাররেটেড', ধৈর্য্য়শীল হতে চান তিনি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি প্রথম অ্যান্টিগা টেস্টের দুই ইনিংসেই শুরুটা ভাল করেছেন লোকেশ রাহুল। ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করতে নেমে প্রথম ইনিংসে ৪৪ ও দ্বিতীয় ইনিংসে ৩৮ রান করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
KL Rahul Says "Technique Is Overrated", Patience Key For Him

রাহুল বলছেন টেকনিক 'ওভাররেটেড', ধৈর্য্য়শীল হতে চান তিনি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি প্রথম অ্যান্টিগা টেস্টের দুই ইনিংসেই শুরুটা ভাল করেছেন লোকেশ রাহুল। ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করতে নেমে প্রথম ইনিংসে ৪৪ ও দ্বিতীয় ইনিংসে ৩৮ রান করেছেন।

বড় রান করতে না-পেরেও রাহুল খুব একটা চিন্তিত নন। তিনি বলছেন তাঁর কাছে ক্রিকেটের টেকনিক ও বাকি বিষয়গুলো 'ওভাররেটেড'। রান ভাল করতে পারলেই, সব ঠিক থাকে। ভারতীয় দলের টেস্ট ওপেনার চাইছেন ধৈর্য্য়শীল হয়েই ইনিংস দীর্ঘায়িত করতে।

আরও পড়ুন: কোহলি-রাহানের ব্য়াটে চালকের আসনে ভারত


ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে ২০১৮ সালটা রাহুলের খুব একটা ভাল যায়নি। আফগানিস্তানের বিরুদ্ধে একটি মাত্র টেস্টে ৪৯ রান করার পাশাপাশি তিনি ইংল্য়ান্ডের বিরুদ্ধে ১৪৯ রান করেছিলেন। শনিবার তৃতীয় দিনের শেষে সাংবাদিক বৈঠকে এসেছিলেন রাহুল। তিনি বললেন, "টেকনিক এবং বাকি অনান্য় সবকিছুই ওভাররেটেড। যখন ব্য়াটে রান আসে তখন সবকিছু ঠিক থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মিডলে কিছুটা সময় কাটানো। এটা ঠিক যে, আমি হতাশ হয়েছি। কিন্তু অনেক কিছু জিনিস আমি ঠিক করছি এই মুহূর্তে। শুধু প্রয়োজন ধৈর্য্য়ের। আমি ভাল ব্য়াট করছি ৩৫-৪৫ রান পর্যন্ত। দু'টো ইনিংসেই স্বাচ্ছন্দ্য়ে খেলেছি। আমি খুশি। আমি প্রথম ৬০-৮০টা বল যেভাবে খেলি, সেভাবে যদি ধৈর্য্য় ধরে খেলা চালিয়ে যেতে পারি তাহলে আরও ২০০-২৫০টা বল খেলতে পারব। এতে উপকৃত হব।"


রাহুল আরও জানিয়েছেন যে, অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর টেকনিক এমন কিছুও খারাপ ছিল না, প্রতিটি ব্য়াটসম্যানই সেই পর্যায়ের মধ্য়ে দিয়ে যায়। তিনি মনে করেন ভাল প্লেয়াররা সেই চ্য়ালেঞ্জটা নিয়েই আরও ভাল হয়ে ওঠে। রাহুলের মতে ইন্ডিয়া এ দলের হয়ে খেলে উপকৃত হয়েছেন তিনি।

India West Indies
Advertisment