scorecardresearch

সেরে ওঠার আগেই ফের দুঃসংবাদ! টিম ইন্ডিয়া থেকে ছিটকেই গেলেন রাহুল

উইন্ডিজ সফরের আগেই ধাক্কা ভারতীয় ক্রিকেটে। করোনা আক্রান্ত হলেন কেএল রাহুল।

সেরে ওঠার আগেই ফের দুঃসংবাদ! টিম ইন্ডিয়া থেকে ছিটকেই গেলেন রাহুল

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। করোনা আক্রান্ত হয়ে সিরিজ থেকে সম্ভবত ছিটকে যাচ্ছেন কেএল রাহুল। অস্ত্রোপচারের পর এনসিএ-তে রিকভারি সেশন চালাচ্ছিলেন তারকা। চলতি সপ্তাহের শেষের দিকেই ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাওয়ার কথা ছিল রাহুলের।

ওয়েস্ট ইন্ডিজ সফরে কেবলমাত্র টি২০ সিরিজে রাহুল নির্বাচিত হয়েছেন। রাহুলের অনুপস্থিতিতে ঈশান কিষান, দীপক হুডা (আয়ারল্যান্ড সিরিজে একটি ম্যাচে ওপেনও করেছিলেন), সঞ্জু স্যামসনদের সুযোগ বাড়ল।

কয়েক সপ্তাহ আগে কেএল রাহুলের জার্মানিতে হার্নিয়ায় অস্ত্রোপচার হয়। জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি২০ সিরিজে দেখা যায়নি তাঁকে। উইন্ডিজ সফরেই প্রত্যাবর্তন ঘটানোর মুখে ছিলেন তিনি।

রাহুল এর আগে টুইট করেছিলেন, “কঠিন বেশ কয়েক সপ্তাহ কাটল। তবে অস্ত্রোপচার সফল হয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠছি। রিকভারি শুরু হয়ে গিয়েছে। তোমাদের আশীর্বাদ এবং বার্তার জন্য ধন্যবাদ। দ্রুতই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।”

এদিকে, কমনওয়েলথ গেমসের জন্য বার্মিংহ্যামে রওনা হওয়ার জন্য ভারতের মহিলা দলের এক সদস্যেরও করোনা হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Kl rahul tests positive for corona virus before windies tour