Advertisment

সততা ও দরিদ্রদের সেবায় কোহলির মন জিতল দিল্লি পুলিশ

সততা এবং দরিদ্রদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য কোহলি কুর্নিশ করছেন রাজধানী শহরের পুলিশ বিভাগকে। কোহলি নিজের টুইটারে লেখেন...

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গোটা দেশ লকডাউনে স্তব্ধ। এমন অবস্থায় সততার সঙ্গে যেভাবে পুলিশ কাজ করে চলেছেন, তাতে মুগ্ধ স্বয়ং বিরাট কোহলি। বিশেষ করে দিল্লি পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের যেভাবে সাহায্য করছে দিল্লি পুলিশ তাঁর প্রশংসা করেছেন ক্যাপটেন কোহলি।

Advertisment

সম্প্রতি দিল্লি পুলিশের সরকারি টুইটার হ্যান্ডেল থেকে বিরাট কোহলির একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে বিরাট প্রত্যেককে স্বাস্থ্যমন্ত্রক ও কেন্দ্রীয় সরকারের নির্দেশ পালন করার আর্জি জানিয়েছেন। তারই পাল্টা কোহলি দিল্লি পুলিশকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সততা এবং দরিদ্রদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য কোহলি কুর্নিশ করছেন রাজধানী শহরের পুলিশ বিভাগকে।

কোহলি নিজের টুইটার ভিডিওয় বলেন, "কঠিন এই সময়ে পুলিশ গোটা দেশে দরিদ্রদের সাহায্য করছে তা দেখে ভীষণ ভালো লাগছে।" এরপরেই কোহলি জুড়েছেন, "দিল্লি পুলিশের কাজের প্রশংসা করতেই হয়। শুধু সততার সঙ্গে কাজ করে যাওয়াই নয়, দরিদ্রদের প্রতিদিন খাবার দিয়েও সাহায্য করছেন। যেটা এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজন। এইভাবেই কাজ করে যান আপনারা।"

কোহলির সঙ্গেই দিল্লি পুলিশের প্রশংসা করেছেন ইশান্ত শর্মাও। জাতীয় দলের তারকা পেসার ভিডিওতে বলেন, "এই সময় ঘরে থাকতে হবে। নিজের ভালোবাসার মানুষের সান্নিধ্যে থাকার সময়। এবং পরিবার ও নিজের যত্ন নেওয়ার সময়। দিল্লি পুলিশের জওয়ানরা দিন রাত পরিশ্রম করছেন।"

এরপরে ইশান্তের আরো সংযোজন, "এসো নিজেরা ঘরে থেকে দিল্লি পুলিশকে সাহায্য করি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ গুজবে কান না দেওয়া। আমরা এই লড়াই একসঙ্গে জিতবো। জয় হিন্দ।"

cricket Virat Kohli
Advertisment