Advertisment

কোহলি-রাহানের ব্য়াটে চালকের আসনে ভারত

বিরাট কোহলি আর অজিঙ্ক রাহানে দলের হাল ফেরান। দু'জনেই তৃতীয় দিনের শেষে অপরাজিত অর্ধ-শতরান করে ক্রিজে রয়েছেন। ক্য়াপ্টেন কোহলি ৫১ রানে ও রাহানে ৫৩ রানে ব্য়াট করছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Kohli, Rahane fifties move India into dominant position

বিরাট কোহলি আর অজিঙ্ক রাহানে দলের হাল ফেরান। দু'জনেই তৃতীয় দিনের শেষে অপরাজিত অর্ধ-শতরান করে ক্রিজে রয়েছেন। ক্য়াপ্টেন কোহলি ৫১ রানে ও রাহানে ৫৩ রানে ব্য়াট করছেন। (ছবি-টুইটার/বিসিসিআই)

ভারত: ২৯৭ ও ১৮৫/৩

Advertisment

ওয়েস্ট ইন্ডিজ: ২২২

তৃতীয় দিন: হাতে সাত উইকেট নিয়ে ২৬০ রানে এগিয়ে ভারত

ভারতের ২৯৭ রানের জবাবে উইন্ডিজের প্রথম ইনিংসে শেষপর্যন্ত ২২২ রানে শেষ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া শুরুটা একেবারেই মনের মতো করতে পারেনি। মাত্র ৮১ রান তুলতে গিয়ে টিম ইন্ডিয়া তিন উইকেট হারিয়ে ফেলেছিল। কেএল রাহুল (৩৮) ময়ঙ্ক আগরওয়াল (১৬) ও চেতেশ্বর পূজারা ফিরে যান (২৫) ফিরে যান।

Good comeback from #TeamIndia with Rahane & Virat scoring 50s each. 185/3 at Stumps on Day 3 - Lead by 260 runs #WIvIND ???????????????????????? pic.twitter.com/VguhBB1XEj

এরপর বিরাট কোহলি আর অজিঙ্ক রাহানে দলের হাল ফেরান। দু'জনেই তৃতীয় দিনের শেষে অপরাজিত অর্ধ-শতরান করে ক্রিজে রয়েছেন। ক্য়াপ্টেন কোহলি ৫১ রানে ও রাহানে ৫৩ রানে ব্য়াট করছেন। তৃতীয় দিনের শেষে ১৮৫ রান তুলেছে ভারত। ২৬০ রানে এগিয়ে রয়েছে কোহলি অ্যান্ড কোং। হাতে রয়েছে সাত উইকেট। বিরাটদের সামনে এখনও দু'দিন রয়েছে। ভারত চাইবে কম করে ৩০০-৩৫০ রানের লিড নিয়েই ইনিংস ছাড়তে। বলাই যেতে পারে টেস্ট জয়ের সুযোগ রয়েছে ভারতের সামনে।

আরও পড়ুন: বুমরার পরামর্শ মেনেই সাফল্য, ৫ উইকেট-প্রাপ্তির পরে অকপট ইশান্ত

প্রথম ইনিংসে উইন্ডিজকে একাই শেষ করে দিয়েছিলেন ইশান্ত শর্মা। একাই পাঁচ উইকেট তুলে জেসন হোল্ডারদের ধরাশায়ী করে দেন। মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা দু'টি করে উইকেট নেন। অপর উইকেটটি ইশান্ত শর্মার।

Virat Kohli West Indies India
Advertisment