সোমবার আইসিসি-র সদ্য়প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে একেই থাকলেন বিরাট কোহলি। পাশাপাশি দলীয় ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রাখল বিরাটের ভারত। কোহলি শেষবার সাদা জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। অজিদের দেশে গিয়ে তাদের বিরুদ্ধে ২-১ সিরিজ জিতে ইতিহাস লিখেছিল টিম ইন্ডিয়া।
আইসিসি-র পয়েন্ট টেবিল বলছে ৯২২ পয়েন্টের সৌজন্য়ে একে কোহলি, দুইয়ে নিউজিল্য়ান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (৯১৩) ও তিনে ভারতের টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা (৮৮১)। চারে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (৮৫৭) ও পাঁচে নিউজিল্য়ান্ডের হেনরি নিকোলস (৭৭৮)। টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্য়ে প্রথম পাঁচে ভারতের পর রয়েছে যথাক্রমে নিউজিল্য়ান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: ২০১৯-২০ মরসুমের হোম সিরিজ ঘোষণা করল বিসিসিআই, ইডেনে খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
বোলারদের তালিকায় টেস্টে প্রথম দশের মধ্য়ে রয়েছেন দু'জন ভারতীয়। রবীন্দ্র জাদেজা ছ'নম্বরে ও রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন দশে। এই তালিকায় প্রথম দুয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার প্য়াট কামিন্স ও ইংল্য়ান্ডের জেমস অ্যান্ডারসন। তিন-চারে প্রোটিয়া বোলার কাগিসো রাবাদা ও ভার্নন ফিল্য়ান্ডার। অ্যান্ডারসনকে ছাপিয়ে একে এসেছেন রাবাদা। তিনি ছিলেন তিনে।দুয়ে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান। এখানেও প্রথম দশে জায়গা করে নিয়েছেন জাদেজা-অশ্বিন। জাজেজা তিনে ও অশ্বিন আছেন ছ'নম্বরে।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত তিন ম্য়াচের টি-২০ ও তিন ম্য়াচের ওয়ান-ডে সিরিজ খেলবে। তারপর দু'ম্য়াচের টেস্ট খেলেই দেশে ফিরবে কোহলি অ্যান্ড কোং। এরপর ভারতের লম্বা হোম সিরিজ শুরু হবে। ঘরের মাঠে ৫টি টেস্ট খেলবে বিরাট অ্যান্ড কোং।