চলতি বছরে একের পর এক খারাপ খবর। সমাজের সর্বস্তরে দুঃসংবাদের ছড়াছড়ি। এবার দুরারোগ্য রক্তের ক্যানসারে আক্রান্ত হলেন ময়দানের পরিচিত ফুটবলার সুরজিৎ বোস। যিনি বাঙালি ফুটবল মহলে 'বাজু' নামেই পরিচিত।
বর্তমানে দিল্লির বি আর আম্বেদকর হাসপাতালে তিনি চিকিৎসাধীন। চলতি মাসের ৫ তারিখে দিল্লি গিয়েছিলেন ব্যক্তিগত এক কাজে। সেখানে গিয়ে বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। পা ফুলে যায়, জ্বরের করলেও পড়েন তিনি। তারপরেই চিকিৎসায় ধরা পড়ে দুরারোগ্য লিউকোমিয়ায় আক্রান্ত তিনি। প্রথম স্টেজেই ধরা পড়েছে তাঁর রোগ। বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে দুই সন্তান।
আরও পড়ুন
কৃষ্ণাঙ্গ ক্রিকেটারকে নিয়ে হুমকি ডিভিলিয়ার্সের, বর্ণবিদ্বেষের অভিযোগে বিদ্ধ সুপারস্টার
উত্থান কল্যাণী মিউনিসিপ্যালিটির মাঠ থেকে। টালিগঞ্জ অগ্রগামী থেকে স্ট্রাইকার হিসাবে কলকাতার ক্লাব ফুটবলে কেরিয়ার শুরু করেন তিনি। পরে দাপটের সঙ্গে খেলেন মাহিন্দ্রা ইউনাইটেড, ভারত এফসি, প্রয়াগ ইউনাইটেড, মুম্বাই টাইগার্স, মহামেডান, ওএনজিসির মত প্রথম সারির ক্লাবে। ব্যারেটোর পাশে মোহনবাগান মাঠই মাতিয়েছেন একসময়ে।
শুধু নামি ক্লাব ফুটবলই নয়। সুখবিন্দর সিংয়ের কোচিংয়ে জাতীয় দলের জার্সিতেও চুটিয়ে খেলেছেন (২০০৪-২০০৯)। বয়স মাত্র ৩৪ বছর। এত অল্প বয়সে মারণ রোগে আক্রান্ত হওয়ায় শোকের ছায়া ময়দানে। তবে বি আর আম্বেদকর হাসপাতালের চিকিৎসকরা ভরসা জুগিয়েছেন তারকা ফুটবলারকে। জানিয়ে দিয়েছেন, লড়াই করতে হবে।
মাঠে লড়াই করতেন। হাল না ছাড়া মানসিকতার জন্য প্রিয় ছিলেন একাধিক কোচের। এখন কর্কট রোগের বিরুদ্ধে লড়াইয়ে এই মানসিকতাকেই হাতিয়ার করতে চাইছেন তিনি। গয়েশপুর কল্যাণীর ফুটবল তারকার এই লড়াইয়ে জয়ী হয়ে ফিরে আসার প্রার্থনায় গোটা ফুটবল মহল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন