Kolkata Knight Riders: কুইন্টন ধামাকায় রাজস্থানে হাহাকার, মরশুমের প্রথম জয় নাইট ব্রিগেডের

KKR vs RR Highlights: শেষ হল কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্য়াচ। এই ম্য়াচে ৮ উইকেটে জয়লাভ করল কেকেআর। অল্পের জন্য শতরান হাতছাড়া করলেন কলকাতার ওপেনার কুইন্টন ডি কক।

KKR vs RR Highlights: শেষ হল কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্য়াচ। এই ম্য়াচে ৮ উইকেটে জয়লাভ করল কেকেআর। অল্পের জন্য শতরান হাতছাড়া করলেন কলকাতার ওপেনার কুইন্টন ডি কক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Quinton De Kock

তিন রানের জন্য শতরান মিস করলেন কুইন্টন ডি কক Photograph: (Twitter - Kolkata Knight Riders)

KKR vs RR: শেষ হল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders ) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্যাচ। এই ম্যাচে ৮ উইকেটে জয়লাভ করল কেকেআর। অল্পের জন্য শতরান হাতছাড়া করলেন কলকাতার ওপেনার কুইন্টন ডি কক (Quinton de Kock)। শেষপর্যন্ত তিনি ৯৭ রানে অপরাজিত থাকেন। আর ডি ককের এই ধামাকার ব্যাটিংয়ের দৌলতে রাহানে ব্রিগেডের জয়ের রাস্তা মসৃণ হয়ে যায়।

Advertisment

প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করে। এরপর গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জেতার পর রাজস্থানকে ব্যাট করার জন্য আহ্বান জানিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে। কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তী এবং মঈন আলি মিলে মিডল ওভারে চারটে উইকেট তুলে নেন। আর সেকারণেই ১৬০ রানের নীচে রাজস্থানকে আটকে রাখা সম্ভব হয়েছিল। কলকাতার দুই পেসার হর্ষিত রানা এবং বৈভব অরোরাও দুটো করে উইকেট শিকার করেন।

এই ম্যাচে জয় দুটো দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৭ উইকেটে হেরে গিয়েছিল কেকেআর। আর সানরাইজার্স হায়দরাবাদ আবার রাজস্থান রয়্যালসকে ৪৪ রানে হারিয়ে দেয়। এই ম্যাচেও রাজস্থানকে নেতৃত্ব দিতে পারলেন না সঞ্জু স্যামসন। অনেকে বলছেন, রিয়ান পরাগের ক্যাপ্টেন্সিই রাজস্থানের কাছে ব্যাকফায়ার করল। কারণ তুষার দেশপাণ্ডের মতো একজন বোলারকে তিনি কার্যত ব্যবহারই করতে পারলেন না।

অন্যদিকে, প্রথম (IPL) ম্যাচে রাহানের ব্যাট থেকে ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসার পর, কেকেআর সমর্থকদের মনে অনেকটা প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু, সেই প্রত্যাশা রাজস্থানের বিরুদ্ধে পূরণ করতে পারলেন না তিনি। অন্যদিকে, দীর্ঘদিন ক্রিকেট খেলার বাইরে থাকার পর কলকাতা নাইট রাইডার্সের হয়ে আচমকা ওপেন করতে নেমেছিলেন মঈন আলি। ১২ বলে ৫ রান করার পর তাঁকেও যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়।

Advertisment

তবে যাবতীয় ভুলভ্রান্তি ঢেকে দিলেন কিউডিকে। দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটার এলেন, দেখলেন এবং জয় করলেন। অনেকেই আশা করেছিলেন, এই ম্যাচে তাঁর শতরানটা হয়ত পূরণ হয়ে যাবে। কিন্তু, শেষবেলায় রাজস্থান বোলারদের যেভাবে অতিরিক্ত রান দেওয়ার হিড়িক দেখতে পাওয়া গেল, তাতেই কুইন্টনের শতরানের আশা শেষ হয়ে যায়। তবে কুইন্টনকে যোগ্য সঙ্গত দিলেন অঙ্গকৃশ রঘুবংশী। ১৭ বলে ২২ রান করে তিনিও শেষপর্যন্ত লড়াইটা চালিয়ে গেলেন। এই জয় কলকাতা নাইট রাইডার্সকে যে অনেকটা মাইলেজ দেবে, তা বলার অপেক্ষা রাখে না।

IPL Quinton de Kock KKR Rajasthan Royals Kolkata Knight Riders