Advertisment

আইপিএলের নিলাম বসছে কলকাতায়, কেনাবেচার দিন ১৯ ডিসেম্বর

বেঙ্গালুরু নয় এবার কলকাতা। গার্ডেন সিটির বদলে সিটি অফ জয়তে অনুষ্ঠিত হবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়র লিগের নিলাম। আগামী ১৯ ডিসেম্বর তিলোত্তমায় বসবে খেলোয়াড় কেনাবেচার আসর।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata to host IPL 2020

আইপিএলের নিলাম বসছে কলকাতায়, কেনাবেচার দিন ১৯ ডিসেম্বর (অলঙ্করণ: অভিজিত বিশ্বাস)

বেঙ্গালুরু নয় এবার কলকাতা। গার্ডেন সিটির বদলে সিটি অফ জয়তে অনুষ্ঠিত হবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়র লিগের নিলাম। আগামী ১৯ ডিসেম্বর তিলোত্তমায় বসবে খেলোয়াড় কেনাবেচার আসর। সাধারণত আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয় বেঙ্গালুরুতে। এই প্রথম কলকাতা নাইট রাইডার্সের শহর দেখবে নিলামপর্ব।

Advertisment

এই মুহূর্তে ট্রেডিং উইনডো খোলা রয়েছে। আগামী ১৪ নভেম্বর বন্ধ হবে। গত সোমবারই সেই খবর পৌঁছে দেওয়া হয়েছে সকল ফ্র্যাঞ্চাইজির কাছে। এমনটাই রিপোর্ট ইএসপিএনক্রিকইনফো-র। ২০২০ মরসুমের জন্য় দলগঠনের জন্য় ৮৫ কোটি বরাদ্দ করা হয়েছে। গত নিলামের জমা টাকা থেকে অতিরিক্ত তিন কোটি টাকার পার্স পাবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। দিল্লি ক্য়াপিটালসের কাছে এখন সবচেয়ে বেশি জমা টাকা আছে। ৮.২ কোটি টাকা নিয়ে তারা নিলামে নামতে পারবে। এরপরেই রাজস্থান রয়্য়ালস (৭.১৫ কোটি) ও কেকেআর (৬.০৫ কোটি)। ২০২১ সালে ফ্র্যাঞ্চাইজি পুর্নগঠনের পর একটা মেগা নিলাম হবে। তার আগে এটাই শেষ নিলাম।

আরও পড়ুন: কেকেআরে না খেলতে পারা, আইপিএল কেরিয়ার নিয়ে আক্ষেপ যুবির

এবার দেখে নেওয়া যাক কোন ফ্যাঞ্চাইজির হাতে কত টাকা রয়েছে:

১) চেন্নাই সুপার কিংস-৩.২ কোটি টাকা

২) দিল্লি ক্য়াপিটালস- ৭.৭ কোটি টাকা

৩) কিংস ইলেভেন পাঞ্জাব- ৩.৭ কোটি টাকা

৪) কলকাতা নাইট রাইডার্স- ৬.০৫ কোটি টাকা

৫) মুম্বই ইন্ডিয়ান্স- ৩.৫৫ কোটি টাকা

৬) রাজস্থান রয়্য়ালস- ৭.১৫ কোটি টাকা

৭) রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর-১.৮০ কোটি টাকা

৮) সানরাইজার্স হায়দরাবাদ- ৫.৩০ কোটি টাকা

IPL Kolkata Knight Riders
Advertisment