/indian-express-bangla/media/media_files/2025/11/04/kranti-goud-2025-11-04-15-40-49.jpg)
টিম ইন্ডিয়ার তারকা পেসার ক্রান্তি গৌড়
Kranti Goud: মাত্র ৫ মাস আগে ভারতীয় ক্রিকেট দলে (Indian Women Cricket Team) অভিষেক হয়েছিল। আর আজ তিনি বিশ্ব জয় করে ফেলেছেন। আপনাদের বুঝতে হয়ত বাকি নেই, কোন ক্রিকেটারের কথা এখানে বলা হচ্ছ? হ্য়াঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে, টিম ইন্ডিয়ার তারকা পেসার ক্রান্তি গৌড়কে নিয়ে। বুন্দেলখণ্ডের ছোট্ট শহর ঘুয়ারা থেকে উঠে এসেছেন ক্রান্তি। জীবনের প্রতিটা পদক্ষেপে সামলেছেন আর্থিক প্রতিবন্ধকতার 'বাউন্সার'। কখনও মা'কে গয়না বন্ধক রাখতে হয়েছে। কখনও তাঁর ভাইয়েরা দিন-মজুরের কাজ করেছেন। কিন্তু, তাঁর ক্রিকেট খেলা কোনওদিন আটকায়নি।
Shafali Verma Captain: বিশ্বকাপ জিততেই খুলল কপাল, অধিনায়ক হলেন ভারতের তারকা ক্রিকেটার
বিশ্বকাপ জয়ের পর বদলে গিয়েছে ছবি
আজ ছবিটা একেবারে বদলে গিয়েছে। বিশ্বকাপ জয়ের পর এই ছোট্ট মেয়েটাকে নিয়েই উল্লসিত গোটা গ্রাম। চারিদিকে চলছে জয়োল্লাস। বাজির শব্দে কান পাতা দায়। একটা সময় যে মা নিজের গয়না বন্ধক রেখে মেয়েকে খেলার জন্য এগিয়ে দিয়েছিলেন, আজ তাঁকে সকলে 'রত্নগর্ভা' বলতে শুরু করেছেন। এর থেকে বড় গর্বের বিষয় আর কীই বা হতে পারে? কিন্তু, এই আনন্দের মুহূর্তেও ক্রান্তির গলায় ঝরে পড়ল একরাশ অভিমান। খানিক আক্ষেপের সুরে তিনি বললেন, 'একটা সময় যারা আমাদের কোনও খবর নেয়নি, আজ তারাই দিনে রাতে ফোন করছে। খবর নিচ্ছে।'
Harmanpreet Kaur Latest News: হরমনপ্রীতকে নিয়ে 'বড় খবর', শুনলে আপনারও হৃদয় ভাঙবে!
সম্প্রতি NDTV-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ক্রান্তি বললেন, 'আপাতত আমি উচ্ছ্বসিত। এত কম বয়সে বিশ্বকাপের মতো একটা খেতাব জয় করা অনেক বড় ব্যাপার। আর মাত্র ৫ মাস আগেই ভারতীয় ক্রিকেট দলে আমি ডেবিউ করেছি। আর আজ বিশ্বকাপ ট্রফি জয় করেছি।'
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'আমার এই ক্রিকেটীয় যাত্রায় পরিবারের পূর্ণ সমর্থন আমি পেয়েছি। মা, বাবা, ভাই, বোন সকলেই আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে। পরিবারে আর্থিক প্রতিবন্ধকতা থাকলেও, আমার ক্রিকেট খেলা কখনই বন্ধ হতে দেননি। কখনই কেউ বলেননি যে ক্রিকেট খেলার দরকার নেই। কোথাও খেলতে যাওয়ার থাকলে, মা কোনও না কোনও জায়গা থেকে ঠিক টাকা জোগাড় করে দিতেন।'
Indian Women Cricket Team Next Fixture: বিশ্বকাপ অতীত, ফের কবে ২২ গজে নামবেন হরমনপ্রীতরা?
অভিমানের সুর ক্রান্তির গলায়?
তবে এখন গোটা ছবিটাই একেবারে বদলে গিয়েছে। গোটা গ্রাম জুড়ে চলছে জয়োল্লাস। ক্রান্তি বললেন, 'এখন তো সবাই বাড়িতে আসছেন। মা নিজেও খুব খুশি। সবাই বাজি ফাটাচ্ছে। একটা সময় কেউ আমাদের কোনও খবর নিত না। বিশেষ করে যখন আর্থিক সংকটের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছিলাম। আর আজ তো খ্যাতনামা ব্যক্তিরাও আমাদের সঙ্গে দেখা করতে আসছেন। খবর নিচ্ছেন। এটা আমার কাছে অত্যন্ত গর্বের একটা ঘটনা।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us