Kris Srikkanth on Gautam Gambhir, Hardik Pandya: হার্দিক পান্ডিয়ার বদলে শ্রীলঙ্কা সিরিজে টি২০ ফরম্যাটে সূর্যকুমার যাদবকে ভারতীয় দলের অধিনায়ক করায় ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি এই ঘটনায় জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকারকে একহাত নিয়েছেন। রোহিত শর্মা টি২০ ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর জাতীয় দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু, সেই জায়গায় গৌতম গম্ভীর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতেই সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে দেওয়া হয়েছে। প্রাক্তন জাতীয় নির্বাচক শ্রীকান্ত মনে করেন, দল নির্বাচনে নির্বাচক কমিটির প্রধানের ভূমিকাই সব। তাই তিনি কোচের মতামতকে সমর্থন করাতেই হার্দিককে টি২০ জাতীয় দলের অধিনায়ক করা হয়নি। তাই এই ঘটনার মূল দায় জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারের।
এই ব্যাপারে সোজাসাপটা শ্রীকান্ত ইউটিউবে বলেছেন, 'আগরকার বলেছে যে ফিটনেসের অভাবেই হার্দিককে টি২০ জাতীয় দলের অধিনায়ক করা হয়নি। কিন্তু, ফিটনেসের এই যুক্তি নিয়ে আমি একমত নই। হার্দিক তো পুরো আইপিএল খেলেছে। বোলিংও করেছে। সেখানে ভালো কিছু করে দেখাতে না পারলেও টি২০ বিশ্বকাপে সহ-অধিনায়কের ভূমিকা পালন করেছে। সেখানে ভালো পারফরম্যান্স করেছে। তাই, হার্দিকের ফিটনেস নিয়ে আমি আগরকারের যুক্তি মানতে নারাজ।'
আরও পড়ুন- টিম ইন্ডিয়ায় অভিষেকের আগেই অস্ট্রেলিয়ার হয়ে খেলেন জাহির খান, কারওর না জানা তথ্য ফাঁস প্রকাশ্যে
শুধু অধিনায়ক পদ না দেওয়াই নয়। হার্দিককে শ্রীলঙ্কা সফরে সহ-অধিনায়কও করা হয়নি। সেই ফিটনেসের যুক্তি দেখিয়েই। অথচ, টি২০ বিশ্বকাপে এই হার্দিকই ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন। সেই কারণে আগরকারের ওপর রীতিমতো ক্ষিপ্ত শ্রীকান্ত বলেন, 'সূর্যকুমার ভালো ছেলে। আমিও ওঁকে পছন্দ করি। কিন্তু, হার্দিকও ভালো। আগরকাররা হার্দিককে অধিনায়ক বা সহ-অধিনায়ক না করার পিছনে যে যুক্তি দিচ্ছেন, সেটা মেনে নেওয়া যায় না। সোজা কথা বলুন। কোনও ভয় না করে খোলাখুলি বলুন যে আমরা হার্দিককে অধিনায়ক বা সহ-অধিনায়ক করতে চাই না। আমরা সূর্যকুমারকে অধিনায়ক করব। কিন্তু, তাই বলে ফিটনেসের দোহাই কেন দিচ্ছেন?'