scorecardresearch

ব্যাটে শতরান, বল হাতে ৮ উইকেট! বাইশ গজে একক দাপট গৌতমের

টি টোয়েন্টি র কোনও রেকর্ড ভাঙতে না পারলেও গৌতমের এই পারফরম্যান্স কর্ণাটক প্রিমিয়ার লিগে একের পর এক নজির গড়েছে। কেপিএলে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। ৩৯ বলে তাঁর শতরান কেপিএলে দ্রুততম।

Krishnappa Gowtham
ব্যাটে বলে দাপট কৃষ্ণাপ্পা গৌতমের (কর্ণাটক প্রিমিয়ার লিগ টুইটার)

ব্য়াট হাতে একাই ১৩৪ রান। আবার বল হাতে বিপক্ষের ৮ উইকেট। তা-ও আবার একই ম্যাচে। এমনই দুর্ধর্ষ কীর্তি গড়ে ফেললেন কৃষ্ণাপ্পা গৌতম। কর্ণাটক প্রিমিয়ার লিগে এমনই মারকাটারি পারফরম্য়ান্স মেলে ধরলেন তিনি। যা রীতিমতো জাতীয় ক্রিকেট মহলে হইচই ফেলে দিয়েছে।

কর্ণাটক প্রিমিয়ার লিগে বেল্লারি টাস্কার্সের হয়ে খেলছেন কৃষ্ণাপ্পা গৌতম। শিবামোগ্গা লায়ন্সের বিপক্ষে খেলা ছিল। সেই ম্যাচেই প্রথমে ব্যাট করতে নেমে ৫৬ বলে ১৩৪ রান করেন তিনি। তারপরে ৪ ওভার কোটায় ১৫ রান খরচ করে হ্যাটট্রিক সমেত তুলে নেন ৮ উইকেট। তাঁর দলকে এনে দেন ৭০ রানের বড়সড় জয়।

আরও পড়ুন অরুণ জেটলির প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল, গম্ভীর থেকে শেওয়াগের শ্রদ্ধাজ্ঞাপন

টি টোয়েন্টি র কোনও রেকর্ড ভাঙতে না পারলেও গৌতমের এই পারফরম্যান্স কর্ণাটক প্রিমিয়ার লিগে একের পর এক নজির গড়েছে। কেপিএলে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। ৩৯ বলে তাঁর শতরান কেপিএলে দ্রুততম। নিজের ইনিংসে ১৩টি ওভার বাউন্ডারি হাকিয়েছেন গৌতম। যা কোনও ব্যক্তির তো বটেই কোনও দলের এক ইনিংসে সর্বোচ্চ।

ব্যাটের পাশাপাশি বল হাতে একের পর এক নজিরের সাক্ষী রেখেছেন তিনি। ১৫ রানের বিনিময়ে ৮ উইকেট কেপিএলে কোনও বোলারের সবথেকে ভাল বোলিং ফিগার। ব্যাটে বলের পাশাপাশি ফিল্ডিংয়েও দুটো ক্য়াচ তালুবন্দি করেন তিনি। গৌতমের এমন পারফরম্যান্স গোটা ক্রিকেট বিশ্বেরই সম্ভ্রম আদায় করে নিচ্ছে। ডিন জোনস থেকে আকাশ চোপড়া প্রত্যেকেই তরুণ ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ। আইপিএলে যে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন গৌতম সেই রাজস্থান রয়্যালসও শুভেচ্ছা জানিয়েছে তাঁদের ক্রিকেটারকে।

ম্যাচের পরে সাংবাদিকদের গৌতম বলেন, আমার মনে হয় না, “এসব ভাবনা-চিন্তা করে খেলতে নেমেছিলাম। এখানের কোনও ক্রিকেটারও তাই। যাঁরা আমাদের সমর্থন করতে হাজির ছিলেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ।” ব্যাট না বল, কোন বিষয় বেশি পছন্দ করেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গৌতমের জবাব, “বান্ধবীর মুখে হাসি দেখতে সবথেকে বেশি পছন্দ করি।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Krishnappa gowtham smashes record after records in kpl