Advertisment

Arjun Tendulkar in KSCA Invitational: একাই ৯ উইকেট! অর্জুনের আগুনে বোলিংয়ে ইতিহাস কর্ণাটকের মাটিতে, সেরার সেরা কীর্তি শচীন পুত্রের

Arjun Tendulkar in KSCA Invitational: আমন্ত্রণমূলক KSCA টুর্নামেন্টে গোয়ার জার্সিতে আগুন ঝরানো বোলিং করলেন অর্জুন তেন্ডুলকর, ব্যাট হাতে কুলকিনারা পেল না কর্ণাটকের ব্যাটাররা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Arjun Tendulkar, অর্জুন তেন্ডুলকর

Arjun Tendulkar: দুরন্ত বোলিং করলেন অর্জুন তেন্ডুলকর (টুইটার)

Arjun Tendulkar, KSCA Invitational: কে থিমপিয়া মেমোরিয়াল আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন অর্জুন তেন্ডুলকর। গোয়ার জার্সিতে আয়োজক কর্ণাটকের বিরুদ্ধে আগুনে বোলিং করে ফের একবার শিরোনামে উঠে এলেন অর্জুন তেন্ডুলকর।

Advertisment

সামনেই ভরা মরশুম। প্ৰথম শ্রেণির ক্রিকেট সিজনের আগে প্রি সিজন এই টুর্নামেন্টে ভালোভাবেই ওয়ার্ম আপ করলেন শচীন পুত্র। একাই নিলেন ৯ উইকেট। গোয়াও ১৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল শক্তিশালী কর্ণাটককে।

কর্ণাটক ক্রিকেট সংস্থার হয়ে দল সাজানো হয়েছিল মূলত অনুর্ধ্ব-১৯ এবং অনুর্ধ্ব-২৩ পর্যায়ের ক্রিকেটারদের নিয়ে। প্রথম একাদশে প্রতিষ্ঠিত নাম বলতে ছিল মাত্র দুজন- নিকিন জোসে এবং উইকেটকিপার শরৎ শ্রীনিবাস। আর এই ম্যাচেই জাত চেনালেন কিংবদন্তি শচীন পুত্র।

দুই ইনিংস মিলিয়ে ২৬.৩ ওভার হাত ঘুরিয়ে ৮৭ রান খরচ করার ফাঁকে নিলেন ৯ উইকেট। প্রথম ইনিংসে কর্ণাটক ৩৬.৫ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। ১৩ ওভার বল করে অর্জুন নিয়েছিলেন ৪১ রানের বিনিময়ে ৫ উইকেট।

জবাবে গোয়া ৪১৩ রান তুলেছিল। অভিনব তেজরানা শতরান করেন। মন্থর খুটকার ৬৯ রানের অবদান রাখেন। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় কর্ণাটক। ১৩.৩ ওভারে ৪৬ রানের বিনিময়ে অর্জুন ফের নেন ৪ উইকেট। কর্ণাটক অলআউট হয়ে যায় ৩০.৪ ওভারে, মাত্র ১২১ রানে।

আগামী সপ্তাহেই ২৫তম জন্মদিনে পা দেবেন অর্জুন। কেরিয়ারে সিনিয়র পর্যায়ে তিন ফরম্যাট মিলিয়ে এখনও পর্যন্ত ৪৯টি প্রতিদ্বন্দিতামূলক ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৬৮ উইকেট। ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে অর্জুনের উইকেট সংখ্যা ২১টি।

READ THE FULL ARTICLE IN ENGLISH

cricket Sachin Tendulkar Cricket News Arjun Tendulkar
Advertisment