কেরিয়ারের সেরা র্যাঙ্কিং কুলদীপের, এখন বিশ্বের দু’নম্বর তিনি
কেরিয়ারের সেরা র্যাঙ্কিং কুলদীপ যাদবের। এই মুহূর্তে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে তিনি বিশ্বের দু'নম্বর বোলার। সোমবার আইসিসি-র প্রকাশিত টি-২০ র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুয়ে এসেছেন কুলদীপ।
কেরিয়ারের সেরা র্যাঙ্কিং কুলদীপের, এখন বিশ্বের দু’নম্বর তিনি (ছবি টুইটার)
কেরিয়ারের সেরা র্যাঙ্কিং কুলদীপ যাদবের। এই মুহূর্তে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে তিনি বিশ্বের দু’নম্বর বোলার। সোমবার আইসিসি-র প্রকাশিত টি-২০ র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুয়ে এসেছেন কুলদীপ। পাকিস্তানের শাহদাব খানকে (৭২০ পয়েন্ট) সরিয়ে তাঁর জায়গায় এসেছেন দেশের একমাত্র চায়নাম্যান বোলার (৭২৮ পয়েন্ট)।
৭৯৩ পয়েন্টের সুবাদে একেই রয়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দু’টি ম্যাচে দলে সুযোগ পাননি কুলদীপ। গত রবিবার সিরিজের শেষ ম্যাচে হ্যামিলনটনের সেডান পার্কে খেলেন কুলদীপ। তুলে নেন জোড়া উইকেট। টিম সাইফার্ট ও কলিন মানরোকে ফেরান তিনি। যদিও কুলদীপের প্রয়াস অর্থহীন হয়ে যায় ম্যাচের শেষে। ভারত চার রানে হেরেই নিউজিল্যান্ডের কাছে সিরিজ খোয়ায়।
হার্দিক পাণ্ডিয়ার দাদা ক্রুনাল পাণ্ডিয়ার জন্য ভাল খবর। ৩৯ ধাপ এগিয়ে কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে এসেছেন তিনি। ৫৮ নম্বরে উঠে এসেছেন তিনি। অন্যদিকে ভারতের ওপেনার রোহিত শর্মা তিন ধাপ এগিয়ে সাতে এসেছেন। তাঁর ওপেনিং পার্টনার শিখর ধাওয়ানও এক ধাপ এগিয়ে ১১ নম্বরে এসেছেন। অন্যদিকে কিউয়ি শিবিরেও রয়েছে বেশ কয়েকটা সুখবর। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ এগিয়ে ১২ নম্বরে এসেছেন। রস টেলর এগিয়েছেন সাত ধাপ। এখন তিনি ৫১ নম্বরে। টিম সাইফার্টও দেখলেন কেরিয়ারের সেরা র্যাঙ্কিং। ৮৭ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে এলেন তিনি। অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে সরিয়ে কিউয়ি ওপেনার অ্যারন ফিঞ্চ এসেছেন দু’নম্বরে।
ভারত সিরিজ হেরে দু’পয়েন্ট খুইয়েছে ঠিকই। কিন্তু র্যাঙ্কিংয়ে কোনও প্রভাব পড়েনি। বিশ্বের দু’নম্বর টি-২০ দলের তকমাটা ধরে রেখেছে নীল জার্সিধারীরা। একেই আছে পাকিস্তান। তিনে দক্ষিণ আফ্রিকা, চারে ইংল্যান্ড ও পাঁচে অস্ট্রেলিয়া।