মহেন্দ্র সিং ধোনি-ও ভুল করেন। বোলারদের টিপস দেওয়ার সময়ে মাঝেমধ্যেই ভুল করে বসেন ক্যাপ্টেন কুল। কোনও বিশেষজ্ঞ নয়, ধোনির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য স্বয়ং কুলদীপ যাদবের। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেটমহলে।
ক্রিকেটের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুলদীপ যাদবকে প্রশ্ন করা হয়েছিল, কেরিয়ারের কোনও সময়ে কী আপনি ধোনির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন? সেই প্রশ্নের জবাবেই রীতিমতো বেলাগাম কুলদীপ। জাতীয় দলের তারকা অফস্পিনার জানিয়ে দেন, "অনেক সময়েই ওঁর সিদ্ধান্তে ভুল হয়। তবে সেটা কিন্তু ধোনিকে বলা যায় না!" পাশাপাশি কুলদীপ বলেন, ওভারের মধ্যেই ধোনি অনেকসময় পরামর্শ দেন। ধোনি তখনই কথা বলে, যখন ওঁর কোনও বিষয়ে বলার থাকে।
কুলদীপ জানাচ্ছেন, "ধোনি খুব কম কথা বলে। তবে কোনও ভুল শুধরাতে হলে বা কোনও কিছু বলতে চাইলে সেটা ওভারের মাঝেই বলে দেন৷" বিরাট কোহলির বোলিং ব্রিগেডের গুরুত্বপূর্ণ অস্ত্র কুলদীপ। কুলদীপ-চাহালের উত্থানেই সীমিত ওভারের ক্রিকেট কেরিয়ারে পরিসমাপ্তি ঘটে গিয়েছে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের। তবে কুলদীপের কেরিয়ারের শুরু ধোনির ক্যাপ্টেন্সিতে।
ধোনিকে বলা হয়, ম্যাচের মাঝে সূক্ষ্ম চাল প্রয়োগে তাঁর জুড়ি মেলা ভার। অনেক ম্যাচ স্রেফ নিজের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বের সুবাদেই জিতিয়ে দিয়েছেন। সেই ক্যাপ্টেন কুলের বিরুদ্ধেই এবার বিতর্কিত মন্তব্য কুলদীপের।
বিতর্কের জল অনেক গড়িয়ে গিয়েছে এমনটা বুঝতেই পেরেই কুলদীপ আবার পুরো ঘটনার দায় মিডিয়ার ঘাড়ে চাপিয়েছেন। কুলদীপ পরে সোশ্যাল মিডিয়ায় জানান, "ফের একবার বিতর্ক তৈরি করেছে মিডিয়া, কোনও কারণ ছাড়াই। কিছু ব্যক্তি যে খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে চলেছেন, তা পুরোপুরি মিথ্যা। আমি কারোর বিরুদ্ধে কোনও বেঠিক কথা বলিনি। মাহি ভাই-য়ের জন্য অনেক শ্রদ্ধা।"
ইনস্টাগ্রাম স্টোরি-তে কুলদীপ (ইনস্টাগ্রাম)
কুলদীপ নিজে যতই পিছু হঠুক, বিতর্ক যে সহজেই মিটছে না, তা বলাই বাহুল্য।